অপারেশন বারবারোসা কার নেতৃত্বে শুরু হয়?
A
হিটলার
B
হিরোহিতো
C
স্টালিন
D
মুসোলিনি
উত্তরের বিবরণ
অপারেশন বারবারোসা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বিশাল ও গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে জার্মানি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আক্রমণ চালায়। হিটলারের নেতৃত্বে এই অভিযান পূর্ব ফ্রন্টে যুদ্ধের সূচনা করে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়।
-
অপারেশন বারবারোসা হিটলারের নেতৃত্বে শুরু হয়।
-
এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব ফ্রন্টের যুদ্ধ বা জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ।
-
২২ জুন ১৯৪১ সালে হিটলার ‘অপারেশন বারবারোসা’ নামে এই অভিযান শুরু করেন।
-
অভিযানে অংশ নেয় ১৯টি প্যানযার ডিভিশন, প্রায় ৩ হাজার ট্যাংক, ২৫০০ বিমান এবং ৭০০০ কামান।
-
মোট ত্রিশ লক্ষ সৈনিক, প্রায় ৬ লক্ষ মোটরযান এবং ৬–৭ লক্ষ ঘোড়া ব্যবহৃত হয়েছিল।

0
Updated: 16 hours ago
টিটিকাকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
Created: 1 month ago
A
আফ্রিকা
B
এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
টিটিকাকা হ্রদ 🌊
-
অবস্থান: দক্ষিণ আমেরিকা, পেরু ও বলিভিয়া সীমান্তে।
-
আয়তন: প্রায় ৩,২০০ বর্গমাইলের বেশি।
-
গুরুত্ব:
-
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
-
বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদ।
-
-
জনবসতি: হ্রদটির তীরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস।
-
সংস্কৃতি: হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া ও উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
কোন সম্মেলনে "Loss and Damage Fund" তহবিল গঠনের প্রস্তাব গৃহীত হয়?
Created: 4 weeks ago
A
COP-21
B
COP-25
C
COP-27
D
COP-29
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
Loss and Damage Fund
-
প্রস্তাব গ্রহণ: COP-27 (২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, ২০২২, মিশরের শার্ম এল-শেখ)
-
লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান
প্রেক্ষাপট
-
বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী
-
২০০৯: উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়
-
২০২২: COP-27 সম্মেলনে Loss and Damage Fund চালু করার চুক্তি গৃহীত
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
Created: 16 hours ago
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-

0
Updated: 16 hours ago