কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে?
A
ফরাসি বিপ্লব
B
শিল্প বিপ্লব
C
রুশ বিপ্লব
D
বলশেভিক বিপ্লব
উত্তরের বিবরণ
বাস্তিল দুর্গ ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রধান প্রতীক হিসেবে পরিচিত ছিল। এখানে রাজতন্ত্রের বিরোধীদের বন্দি রাখা হতো এবং বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তাই সাধারণ মানুষের চোখে এটি ছিল নিপীড়ন ও রাজতান্ত্রিক স্বৈরশাসনের প্রতীক।
-
বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রতীক।
-
এখানে রাজতন্ত্রবিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো এবং অত্যাচার চালানো হতো।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই বিদ্রোহী জনগণ দুর্গটি দখল করে ধ্বংস করে এবং বন্দিদের মুক্তি দেয়।
-
দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এর ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান ঘটে।
-
রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়।
-
এর মাধ্যমে ফ্রান্সে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয়।
-
একই সঙ্গে অভিজাততন্ত্রের পতন অনিবার্য হয়ে ওঠে।

0
Updated: 16 hours ago
'অরেঞ্জ বিপ্লব' কত সালে সংঘটিত হয়?
Created: 16 hours ago
A
২০০০ সালে
B
২০০২ সালে
C
২০০৪ সালে
D
২০০৬ সালে
অরেঞ্জ বিপ্লব হলো ইউক্রেনে সংঘটিত এক ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক আন্দোলন, যা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং নির্বাচন স্বচ্ছতার দাবিতে অনুষ্ঠিত হয়।
-
স্থান ও বছর: ইউক্রেন, ২০০৪
-
কেন্দ্রবিন্দু: রাজধানী কিয়েভ
-
কারণ: ২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতি
-
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক আন্দোলন

0
Updated: 16 hours ago
’সাদা হাতির দেশ’ বলা হয়-
Created: 1 month ago
A
শ্রীলঙ্কা
B
থাইল্যান্ড
C
নিউজিল্যান্ড
D
বাহারাইন
ভৌগলিক উপনাম ও তাদের দেশসমূহ
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
সাদা হাতি থাইল্যান্ডে পবিত্র, রাজকীয় ও সৌভাগ্যের প্রতীক।
ধর্ম, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
লিলি ফুলের দেশ: কানাডা
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
সিল্ক রুটের দেশ: ইরান
মার্বেলের দেশ: ইতালি
উৎস: Britannica

0
Updated: 1 month ago
IMF এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার হবে-
Created: 1 month ago
A
৩ শতাংশ
B
৪ শতাংশ
C
২ শতাংশ।
D
২.৫ শতাংশ।
বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি (২০২৫-২০২৬)
-
সংস্থা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
২০২৫ সালের পূর্বাভাস: ৩% (আগের পূর্বাভাস: ২.৮%)
-
২০২৬ সালের পূর্বাভাস: ৩.১%
-
ট্রেন্ড: প্রবৃদ্ধি করোনাপূর্ব গড় (৩.৭%) এর নিচে রয়ে গেছে
-
বিশ্লেষণ: ২০২৫ সালে প্রবৃদ্ধি আগের তুলনায় ০.২%-পয়েন্ট বৃদ্ধি পেতে পারে
উৎস: দৈনিক প্রথম আলো

0
Updated: 1 month ago