রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে কার বিশেষ পরিচিতি ছিল?
A
বুদ্ধদেব বসু
B
বিষ্ণু দে
C
বিহারীলাল চক্রবর্তী
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে বিহারীলাল চক্রবর্তী বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথ তাঁকে ‘ভোরের পাখি’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
বিহারীলাল চক্রবর্তীর জীবনী ও কাব্যসংক্রান্ত তথ্যসমূহ:
-
তিনি ১৮৩৫ সালে নিমতলা, কলকাতায় জন্মগ্রহণ করেন।
-
আধুনিক বাংলা গীতিকবিতার স্রষ্টা হিসেবে বিহারীলাল চক্রবর্তীকে স্বীকৃতি দেওয়া হয়।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সারদা মঙ্গল’ কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ বলে সম্বোধন করেন।
-
তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারদা মঙ্গল’, এবং শেষ কাব্যগ্রন্থ ‘সাধের আসন’, যা ‘সারদা মঙ্গল’ কাব্যের পরিশিষ্ট হিসেবে গণ্য।
-
তিনি ১৮৯৪ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।
বিহারীলাল চক্রবর্তীর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীত শতক
-
বন্ধু-বিয়োগ
-
প্রেম প্রবাহিণী
-
নিসর্গ সন্দর্শন
-
বঙ্গসুন্দরী
-
সারদা মঙ্গল
-
নিসর্গ সঙ্গীত
-
মায়াদেবী
-
দেবরাণী
-
বাউল বিংশতি
-
সাধের আসন
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়?
Created: 1 month ago
A
শান্তিনিকেতন
B
শিলাইদহ
C
কলকাতা, জোড়াসাঁকো
D
পতিসর, নওগাঁ
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
বিশেষ অর্জন: ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার, এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই সম্মান পান
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকো
-
উপন্যাস:
-
বউ ঠাকুরাণীর হাট
-
রাজর্ষি
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
ঘরে-বাইরে
-
যোগাযোগ
-
উৎস:
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের কাছ থেকে কোন উপাধিটি পেয়েছিলেন, যা পরে তিনি ত্যাগ করেন?
Created: 1 month ago
A
ব্যারন
B
নাইটহুড
C
লর্ড
D
বাহাদুর
রবীন্দ্রনাথ ঠাকুর ও নাইটহুড
-
৩রা জুন, ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে 'নাইটহুড' বা 'স্যার' উপাধি প্রদান করে।
-
পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (১৩ এপ্রিল ১৯১৯)-এর প্রতিবাদে ১৯১৯ সালের এপ্রিলে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার
-
মাত্র ৮ বছর বয়সে লিখেছিলেন প্রথম কবিতা হিন্দুমেলার উপহার
-
১৫ বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ: বনফুল
-
অর্জন: ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার, এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম
-
বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক হিসেবে পরিচিত
-
গীতিকার ও চিত্রশিল্পী হিসেবেও অবদান অনন্যসাধারণ
-
সাহিত্যকর্মের পরিমাণ:
-
৫৬টি কাব্যগ্রন্থ
-
৪টি গীতিপুস্তক
-
১১৯টি ছোটগল্প
-
৯টি ভ্রমণকাহিনী
-
২৯টি নাটক
-
১৯টি কাব্যনাট্য
-
২২৩২টি গান
-
২ হাজারের বেশি চিত্রাবলি
-
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি?
Created: 1 month ago
A
বিসর্জন
B
চিরকুমার সভা
C
বাল্মীকি প্রতিভা
D
চণ্ডালিকা
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও সাহিত্যকর্ম সম্পর্কে তথ্য তুলে ধরা হলো। তিনি ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান ছিলেন।
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক ‘বাল্মীকি প্রতিভা’।
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস ‘বৌঠাকুরানীর হাট’।
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘কবি-কাহিনী’।
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্প ‘ভিখারিনী’।
রবীন্দ্রনাথের কিছু বিখ্যাত নাটক:
-
বিসর্জন
-
রাজা
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
তাসের দেশ
-
শারদোৎসব
-
প্রায়শ্চিত্ত
-
ডাকঘর
-
বসন্ত
-
চণ্ডালিকা
-
নটীর পূজা
0
Updated: 1 month ago