রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনি নয় কোনটি?
A
জাভা যাত্রীর পত্র
B
পারস্য যাত্রী
C
রাশিয়ার চিঠি
D
ইউরোপের চিঠি
উত্তরের বিবরণ
‘ইউরোপের চিঠি’ একটি ভ্রমণকাহিনি নয়, বরং এর রচয়িতা অন্নদাশঙ্কর রায়। এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪২ সালে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ ও ভ্রমণকাহিনি:
রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রমণকথার বইতে সমৃদ্ধ। তাঁর ভ্রমণকাহিনির সংখ্যা আটটি, যা বিশ্বপরিভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে:
-
‘ইউরোপ প্রবাসীর পত্র’
-
‘ইউরোপ যাত্রীর ডায়েরী’
-
‘পথের সঞ্চয়’
-
‘জাপান যাত্রী’
-
‘পশ্চিম যাত্রীর ডায়েরী’
-
‘জাভা যাত্রীর পত্র’
-
‘রাশিয়ার চিঠি’
-
‘পারস্য যাত্রী’
0
Updated: 1 month ago
নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম?
Created: 2 months ago
A
অকপটচন্দ্র ভাস্কর
B
লীলাময় রায়
C
টেকচাঁদ ঠাকুর
D
হাবু শর্মা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:
-
রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন:
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূন্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতী কনিষ্ঠা
-
শ্রীমতী মধ্যমা
-
অন্য সাহিত্যিকদের ছদ্মনাম:
-
অন্নদাশঙ্কর রায়: লীলাময় রায়
-
প্যারীচাঁদ মিত্র: টেকচাঁদ ঠাকুর
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়: হাবু শর্মা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন?
Created: 1 month ago
A
১৯১8
B
১৯২৬
C
১৯৩২
D
১৯৩৬
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তাঁর প্রথম বক্তৃতা প্রদান করেন, যার শিরোনাম ছিল “The Meaning of Art”। এরপর ১৯২৬ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় বক্তৃতা দেন, যার শিরোনাম ছিল “The Rule of the Giant”। উভয় বক্তৃতাতেই তিনি কলা, সভ্যতা ও মানবিক মূল্যবোধের গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
Created: 1 month ago
A
১০ বছর
B
১২ বছর
C
১৪ বছর
D
১৬ বছর
রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক হিসেবে চিহ্নিত করা হয়। তিনি মোট ১১৯টি ছোট গল্প রচনা করেছেন, যার মধ্যে তাঁর প্রথম গল্পটি হলো ভিখারিণী। এই গল্পটি ১৮৭৪ খ্রিষ্টাব্দে ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।
জানা যায়, এটিই তাঁর প্রথম গল্প যা কোনো সাময়িকপত্রে প্রকাশিত হয়েছিল। মাত্র ষোলো বছর বয়সে এই প্রকাশের মাধ্যমে তিনি ছোট গল্পকার হিসেবে খ্যাতি লাভ করেন, যদিও নিজে কোনো গ্রন্থে এ গল্পটি অন্তর্ভুক্ত করেননি। রবীন্দ্রনাথের ছোট গল্প সংকলনের নাম হলো গল্পগুচ্ছ।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের চারটি অতিপ্রাকৃতিক গল্প:
• ক্ষুধিত পাষাণ
• নিশীতে
• মণিহার
• কঙ্কাল -
আধুনিক মনস্তত্ত্ব নিয়ে তাঁর ছোট গল্প:
• রবিবার
• শেষকথা
• ল্যাবরেটরি -
সমাজসমস্যামূলক ছোট গল্প:
• দেনাপাওনা
• রামকানাইয়ের নির্বুদ্ধিতা
• যজ্ঞেশ্বরের যজ্ঞ
• অনধিকার প্রবেশ
0
Updated: 1 month ago