রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনি নয় কোনটি?
A
জাভা যাত্রীর পত্র
B
পারস্য যাত্রী
C
রাশিয়ার চিঠি
D
ইউরোপের চিঠি
উত্তরের বিবরণ
‘ইউরোপের চিঠি’ একটি ভ্রমণকাহিনি নয়, বরং এর রচয়িতা অন্নদাশঙ্কর রায়। এই গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪২ সালে।
রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভ্রমণ ও ভ্রমণকাহিনি:
রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রমণকথার বইতে সমৃদ্ধ। তাঁর ভ্রমণকাহিনির সংখ্যা আটটি, যা বিশ্বপরিভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে:
-
‘ইউরোপ প্রবাসীর পত্র’
-
‘ইউরোপ যাত্রীর ডায়েরী’
-
‘পথের সঞ্চয়’
-
‘জাপান যাত্রী’
-
‘পশ্চিম যাত্রীর ডায়েরী’
-
‘জাভা যাত্রীর পত্র’
-
‘রাশিয়ার চিঠি’
-
‘পারস্য যাত্রী’

0
Updated: 17 hours ago
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যবরণ করেন?
Created: 6 days ago
A
১৮৬১ সালে
B
১৯৬১ সালে
C
১৯৪১ সালে
D
১৯৬০ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক, যিনি বাংলা ও বিশ্বসাহিত্যে অমর অবদান রেখেছেন।
তাঁর জীবনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো:
-
জন্মগ্রহণ করেন ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কার অর্জন করেন।
-
১৯১৫ সালে তিনি ইংরেজি কর্তৃক প্রদত্ত ‘নাইট’ উপাধি পান, যা ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ফিরিয়ে দেন।
-
১৯৪০ সালে তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট উপাধি প্রদান করা হয়।
-
১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উৎস:

0
Updated: 6 days ago
স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
ঘরে-বাইরে
B
প্রায়শ্চিত্ত
C
গোরা
D
বিষবৃক্ষ
‘ঘরে-বাইরে’ উপন্যাস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯১৬ সালে।
-
উপন্যাসটির পটভূমি: স্বদেশি আন্দোলন।
-
পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের ‘প্রিন্স অটো’ উপন্যাসের সাথে ভাবসাদৃশ্য রয়েছে।
-
স্টিভেনসনের চরিত্র সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ-এর প্রতিসম।
-
তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক ও মিলনাত্মক, আর রবীন্দ্রনাথের কাহিনী সকরুণ ও সিরিয়াস।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
বিমলা
-
নিখিলেশ
-
সন্দীপ
অন্য উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
‘গোরা’ উপন্যাস: ধর্মান্দোলন, স্বদেশপ্রেম ও নারীমুক্তি চিন্তার পটভূমিতে লেখা।
-
‘প্রায়শ্চিত্ত’ নাটক: রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক, টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি ও গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যায়।
-
‘বিষবৃক্ষ’: বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাস, যেখানে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ ফুটিয়ে তোলা হয়েছে।

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ’দেনাপাওনা' ছোটগল্পের চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
চারুলতা
B
সুরবালা
C
নিরূপমা
D
মৃন্ময়ী
'দেনাপাওনা' ছোটগল্প
-
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংকলিত
-
তৎকালীন হিন্দু সমাজে পণপ্রথার কুফল ও যৌতুকের নির্মম চিত্র তুলে ধরা হয়েছে
-
পণপ্রথার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি লক্ষ্য
-
প্রধান চরিত্র: নিরূপমা
রবীন্দ্রনাথের অন্যান্য ছোটগল্পের চরিত্র
-
'নষ্টনীড়' → চারুলতা
-
'একরাত্রি' → সুরবালা
-
'সমাপ্তি' → মৃন্ময়ী

0
Updated: 1 month ago