নৌফেল ও হাতেম' ফররুখ আহমদ রচিত কী ধরনের গ্রন্থ?
A
কাহিনিকাব্য
B
কাব্যনাট্য
C
মহাকাব্য
D
গীতিককাব্য
উত্তরের বিবরণ
‘নৌফেল ও হাতেম’ ফররুখ আহমদ রচিত একটি কাব্যনাট্য, যা আরব্য উপন্যাসের বিখ্যাত কাহিনির ভিত্তিতে রচিত। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৬১ সালে ‘মাহে নও’ পত্রিকায় ধারাবাহিক আকারে, পরবর্তীতে একই বছরের জুন মাসে পাকিস্তান লেখক সংঘের পক্ষে ড. কাজী মোতাহার হোসেনের সম্পাদনায় গ্রন্থাকারে প্রকাশিত হয়। একই বছর ঢাকার ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে ঢাকা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ নাটকটি মঞ্চস্থ করলে নাট্যমোদীরা উচ্চ প্রশংসা করেন।
-
ফররুখ আহমদ ইসলামি রেনেসাঁর কবি হিসেবে পরিচিত। তাঁর এই নাটকে হাতেমকে মানবতাবাদী চরিত্র ও প্রতীকরূপে উপস্থাপন করা হয়েছে। হাতেমকে দেখানো হয়েছে আদর্শবাদী, ন্যায়পরায়ণ, পরোপকারী, সেবাব্রতী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং মহৎ মানবতাবাদী হিসেবে।
-
নৌফেল চরিত্রটি ঈর্ষাপরায়ণ, অহংকারী ও অত্যাচারী বাদশাহর প্রতীক হিসেবে চিত্রিত।
-
নাটকটিতে শেষ পর্যন্ত বিজয় দেখানো হয়েছে মানবতার, আর মুক্তির পথ নির্দেশ করা হয়েছে ইনসাফ বা ন্যায়ের মাধ্যমে।
ফররুখ আহমদের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো—
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুর কাহিনী
0
Updated: 1 month ago
মুসলিম পুনর্জাগরণবাদী কবি বলা হয় কাকে?
Created: 1 month ago
A
মীর মশাররফ হোসেন
B
বেগম রোকেয়া
C
আল মাহমুদ
D
ফররুখ আহমদ
ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম পুনর্জাগরণবাদী কবি হিসেবে পরিচিত এবং বাংলা সাহিত্যে কাব্য ও সনেটের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো 'সাত সাগরের মাঝি'। ফররুখ আহমদ তাঁর কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন এবং একই সালে শিশুতোষ 'পাখির বাসা' এর জন্য ইউনেস্কো পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি 'মুহূর্তের কবিতা' নামে একটি সনেট সংকলন রচনা করেছেন।
-
কাব্যগ্রন্থসমূহ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
-
0
Updated: 1 month ago
ফররুখ আহমদ কোন সাহিত্যকর্মের জন্য আদমজি পুরস্কার লাভ করেন?
Created: 2 months ago
A
হাতেমতায়ী
B
লাশ
C
মুহূর্তের কবিতা
D
সাত সাগরের মাঝি
ফররুখ আহমদ:
-
ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
-
‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে রচিত ‘লাশ’ কবিতার মাধ্যমে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
-
তিনি তাঁর বিখ্যাত কাহিনী কাব্য ‘হাতেমতায়ী’-এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
-
একই সালে তাঁর শিশুতোষ গ্রন্থ ‘পাখির বাসা’ ইউনেস্কো পুরস্কার লাভ করে।
-
‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমদ রচিত একটি সনেট সংকলন।
ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
উৎস: ১) বাংলাপিডিয়া ২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থ কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৯৩২ সালে
B
১৯৩৬ সালে
C
১৯৩৭ সালে
D
১৯৪৪ সালে
'সাত সাগরের মাঝি' হলো ফররুখ আহমদের রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা বাংলা সাহিত্যে আধুনিক কাব্যধারার গুরুত্বপূর্ণ নিদর্শন।
-
রচয়িতা ও প্রকাশকাল: ফররুখ আহমদ; প্রকাশিত ১৯৪৪ সালে।
-
কাব্যগ্রন্থের কাঠামো: মোট উনিশটি কবিতা অন্তর্ভুক্ত; কবিতাগুলি ১৯৪৩–৪৪ খ্রিষ্টাব্দে রচিত।
-
লক্ষ্য ও বিষয়: মূলত সমাজে জাগরণ ঘটানোর উদ্দেশ্যে রচিত; দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিরূপ সামাজিক পরিস্থিতির প্রতিফলন কাব্যগ্রন্থে আছে।
-
ভাষা ও শব্দচয়ন: বাংলা প্রচলিত শব্দ পরিত্যাগ করে কবি বহু অপ্রচলিত আরবি-ফারসি শব্দ গ্রহণ করেছেন।
0
Updated: 1 month ago