কোন শাসকদের আমলে চর্যাপদ রচিত হয়েছে বলে ধারণা করা হয়?
A
মৌর্য
B
গুপ্ত
C
সেন
D
পাল
উত্তরের বিবরণ
চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর মধ্যে একটি, যা পাল শাসকদের আমলে রচিত হয় বলে ধারণা করা হয়। এটি মূলত বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধক-কবিদদের আধ্যাত্মিক ও দার্শনিক চিন্তা ও সাধারণ জনজীবনের অভিজ্ঞতার সংমিশ্রণ প্রকাশ করে। চর্যাপদ রচনার সময়কাল প্রধানত ৮ম থেকে ১২শ শতাব্দী, যা পাল বংশের শাসনকালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
চর্যাপদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
চর্যাপদ রচনার সময়কাল ধরা হয় ৮ম থেকে ১২শ শতাব্দী, পাল শাসনকালীন।
-
পাল শাসকরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন।
-
চর্যাপদগুলো রচিত হয় বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধক-কবিদদের দ্বারা, যেখানে আধ্যাত্মিক ও দার্শনিক ভাবনার সঙ্গে সাধারণ জনজীবনের উপাদান মিশ্রিত ছিল।
-
১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কার করেন।
-
চর্যাপদের প্রধান কবিরা হলেন: সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা, কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।
-
চর্যাপদ শুধুমাত্র প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন নয়, এটি প্রাচীন বাংলা গানেরও নিদর্শন।

0
Updated: 18 hours ago
কবে চর্যাপদ আবিষ্কৃত হয়?
Created: 2 days ago
A
১৯২০ সালে
B
১৯১৬ সালে
C
১৯০৭ সালে
D
১৯০৯ সালে
চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্ভরযোগ্য নিদর্শন হিসেবে স্বীকৃত, যার আবিষ্কারের ইতিহাস বেশ বৈচিত্র্যময়।
১৮৮২ সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র তাঁর Sanskrit Buddhist Literature in Nepal গ্রন্থে নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা উল্লেখ করেন। তিনি বিভিন্ন গ্রন্থের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে একটি কৌতূহলের সৃষ্টি করেছিলেন। এই কৌতূহল থেকে অনুপ্রাণিত হয়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তাঁর তৃতীয় নেপাল সফরকালে ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে এই সাহিত্যের কতকগুলো পদ আবিষ্কার করেন। তাঁর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই পদগুলো ১৯১৬ সালে (বাংলা ১৩২৩ সনে) 'হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই গ্রন্থে চর্যাচর্যবিনিশ্চয়, সরহপাদ ও কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব-এর চারটি পুঁথি একত্রিত করা হয়।

0
Updated: 2 days ago
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
Created: 1 month ago
A
Buddhist Mystic Songs
B
চর্যাগীতিকা
C
চর্যাগীতিকোষ
D
হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা
চর্যাপদ
ড. মুহম্মদ শহীদুল্লাহর পর্যবেক্ষণ:
-
চর্যাপদ নিয়ে তার রচিত গ্রন্থের নাম “Buddhist Mystic Songs”।
-
তার মতে, চর্যাপদ ৬৫০-১২০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত।
-
এই গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম পাওয়া যায়।
-
এছাড়া চর্যাপদের ধর্মতত্ত্ব এবং বৌদ্ধধর্মের প্রভাবও আলোচিত হয়েছে।
অন্য গুরুত্বপূর্ণ গ্রন্থ ও গবেষকরা:
-
“চর্যাগীতিকা” গ্রন্থের রচয়িতা: মুহম্মদ আবদুল হাই।
-
হরপ্রসাদ শাস্ত্রী রচিত গ্রন্থ: “হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা”।
চর্যাপদ
-
চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ এবং বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
-
সুকুমার সেনের “বাঙ্গালা সাহিত্যের ইতিহাস” (প্রথম খন্ড) অনুযায়ী চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
-
ড. মুহম্মদ শহীদুল্লাহর Buddhist Mystic Songs গ্রন্থে ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
-
চর্যাপদের প্রথম পদটির রচয়িতা হলেন লুইপা।
-
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট পদ সংখ্যা ৫০, তবে সুকুমার সেনের মতে ৫১টি।
-
চর্যাপদের পদগুলো বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেছেন।
-
বিষয়বস্তু প্রধানত বৌদ্ধধর্ম সংক্রান্ত।
-
প্রধান কবিরা: সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা, কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা ইত্যাদি।
-
কাহ্নপা সর্বোচ্চ ১৩টি পদ রচনা করেছেন।
-
ভুসুকুপা দ্বিতীয় সর্বোচ্চ, ৮টি পদ রচনা করেছেন।
-
চর্যাপদে রচিত পদগুলো সন্ধ্যা বা সান্ধ্যাভাষায় লেখা।
-
২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতে চর্যাপদের রচনাকাল কোনটি?
Created: 2 weeks ago
A
৯৫০-১২০০ খ্রীষ্টাব্দ
B
৬৫০-৯৫০ খ্রীষ্টাব্দ
C
৬৫০-১২৫০ খ্রীষ্টাব্দ
D
৬৫০-১২০০ খ্রীষ্টাব্দ
চর্যাপদের রচনাকাল সম্পর্কে গবেষকদের মত
-
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে: ৬৫০ – ১২০০ খ্রিষ্টাব্দের মধ্যে
-
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে: ৯৫০ – ১২০০ খ্রিষ্টাব্দের মধ্যে
-
ড. সুকুমার সেনের মতে: ৯০০ – ১৩৫০ খ্রিষ্টাব্দের মধ্যে
চর্যাপদ
-
বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন
-
বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন
-
ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন
-
প্রবোধচন্দ্র বাগচী ১৯৩৮ সালে চর্যাপদের তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন

0
Updated: 2 weeks ago