কোনটি বিশেষণবাচক শব্দ?
A
দহন
B
জীবনী
C
জীবাণু
D
জীবাশ্ম
উত্তরের বিবরণ
জীবনী শব্দটি বাংলা একাডেমির অভিধান অনুযায়ী বিশেষণবাচক শব্দ। এটি অন্য কিছু বস্তুর বা জীবনের বৈশিষ্ট্য বা অবস্থার বর্ণনা করতে ব্যবহৃত হয়।

-
ক) দহন – বিশেষ্য (জ্বালানোর কাজ বা প্রক্রিয়া বোঝায়)।
-
গ) জীবাণু – বিশেষ্য (ক্ষুদ্র জীবকে নির্দেশ করে)।
-
ঘ) জীবাশ্ম – বিশেষ্য (প্রাচীন জীবের দেহাবশেষ বোঝায়)।
0
Updated: 1 month ago
'বেসাতি' শব্দের অর্থ কোনটি?
Created: 1 month ago
A
নির্জীব
B
দোকানদারি
C
দীর্ঘায়ু
D
অরণ্যে বসবাস
বেসাতি শব্দের অর্থ হলো দোকানদারি।
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
জীবস্মৃত = নির্জীব, মনমরা
-
চিরজীবী = দীর্ঘায়ু, অমর
-
বনবাস = অরণ্যে বসবাস
উৎস:
0
Updated: 1 month ago
'যতিচিহ্ন' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 1 month ago
A
রূপতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
ধ্বনিতত্ত্ব
D
অর্থতত্ত্ব
বাক্যতত্ত্ব হলো ভাষার এমন একটি শাখা, যেখানে বাক্য এবং তার গঠন, নির্মাণ ও ব্যবহার নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
-
বাক্যতত্ত্বে বাক্যের নির্মাণ ও গঠন প্রধান আলোচ্য বিষয়।
-
এটি ব্যাখ্যা করে বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে।
-
এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বিষয়ও এখানে অন্তর্ভুক্ত।
-
এছাড়া কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বিষয়ও বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।
0
Updated: 1 month ago
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়—
Created: 2 months ago
A
উপমান
B
রূপক
C
উপমেয়
D
উপমিত
ত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, এবং যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।) এরূপ- তুষারের ন্যায় শুভ্র= তুষারশুভ্র, অরুণের ন্যায় রাঙা= অরুণরাঙা, রক্তের ন্যায় লাল= রক্তলাল, চন্দনের মতো স্নিগ্ধ= চন্দনস্নিগ্ধ।
0
Updated: 2 months ago