বাংলা সাহিত্যে কখন থেকে অনুবাদ কাব্যের সূচনা হয়?
A
আধুনিক যুগে
B
মধ্যযুগে
C
প্রাচীন যুগে
D
উত্তর-আধুনিক যুগে
উত্তরের বিবরণ
বাংলা অনুবাদ কাব্যের সূচনা মধ্যযুগে ঘটে এবং তখন বিভিন্ন উৎস থেকে কাব্যগুলো বাংলা ভাষায় অনূদিত হয়। প্রধান উৎসগুলো ছিল সংস্কৃত, হিন্দি, আরবি ও ফারসি সাহিত্য। অনুবাদকর্মের মাধ্যমে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাব্যিক সৃষ্টি বাংলায় পৌঁছায়।
বাংলা অনুবাদ কাব্য প্রধানত তিনটি উৎস থেকে অনূদিত হয়েছে:
-
-
১) সংস্কৃত থেকে
২) হিন্দি সাহিত্য থেকে
৩) আরবি-ফারসি সাহিত্য থেকে
-
-
উল্লেখযোগ্য অনুবাদ সাহিত্য:
-
লায়লী মজনু: পারসি কবি জামির লায়লী মজনু থেকে অনুবাদ করেছেন দৌলত উজির বাহরাম খান।
-
মধুমালতী: হিন্দি কবি মনঝনের মধুমালতী কাব্য থেকে বাংলা অনুবাদ করেন মুহম্মদ কবীর।
-
পদ্মাবতী: হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সরের পদ্মাবতী কাব্য থেকে বাংলা অনুবাদ করেন আলাওল।
-
মালাধর বসু: ভাগবত কাব্যের প্রথম বাংলা অনুবাদক।
-
মহাভারত: প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর।
-
মুহম্মদ কবীর হিন্দি কবি মনঝনের মধুমালতী বা সাধনের মৈনাসত কাব্যের অনুসরণে তাঁর বাংলা মধুমালতী রচনা করেন।
-
রামায়ণ: প্রথম বাংলা অনুবাদক ছিলেন কৃত্তিবাস ওঝা।
-
0
Updated: 1 month ago
মধ্যযুগের শেষ কবি কে?
Created: 6 months ago
A
আব্দুল হাকিম
B
বড়ু চণ্ডীদাস
C
আলাওল
D
ভারত চন্দ্র রায় গুণাকর
অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- তিনি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গলকাব্য রচনা করেন।
- রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে ‘মধ্যযুগের শেষ বড় কবি’ বলা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 6 months ago
মধ্যযুগের কোন কবির জন্ম কিশোরগঞ্জে?
Created: 4 weeks ago
A
দ্বিজবংশী দাস
B
দ্বিজ কানাই
C
কানাই হরিদত্ত
D
ক্ষেমানন্দ
মধ্যযুগের বিশিষ্ট কবি দ্বিজ বংশীদাস বাংলা বৈষ্ণব পদাবলির অন্যতম গুরুত্বপূর্ণ রচয়িতা। তাঁর জন্ম কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে। তিনি চৈতন্যোত্তর যুগের কবি, যিনি বৈষ্ণব ধর্মভাব, রাধাকৃষ্ণের প্রেমলীলা ও ভক্তিরসকে কাব্যরূপে প্রকাশ করেছেন।
-
বংশীদাস ছিলেন দ্বিজ বা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণকারী, তাই তাঁর নামের পূর্বে ‘দ্বিজ’ বিশেষণ যুক্ত হয়েছে।
-
তাঁর রচনায় গভীর ভক্তি, প্রেম ও দার্শনিক তত্ত্বের মিশ্রণ দেখা যায়, যা বৈষ্ণব সাহিত্যধারার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য।
-
কিশোরগঞ্জ অঞ্চলটি মধ্যযুগে বৈষ্ণব সংস্কৃতি ও পদকাব্য রচনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, যেখানে বংশীদাসসহ আরও বহু কবি সাহিত্যচর্চা করেছেন।
-
তাঁর পদাবলিতে রাধাকৃষ্ণ প্রেমের মানবিক ও আধ্যাত্মিক উভয় দিক গভীরভাবে ফুটে উঠেছে।
0
Updated: 4 weeks ago
কোনটি বাংলা সাহিত্যের মধ্যযুগ?
Created: 1 month ago
A
১২০১-১৮০০ খ্রি.
B
১৫০১-১৯০০ খ্রি.
C
১২০১-১৩৫০ খ্রি.
D
৯০১- ১২০০ খ্রি.
বাংলা সাহিত্যের মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০ সাল পর্যন্ত বিস্তৃত। অনেকে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়টিকে যুগসন্ধি বা অন্ধকার যুগ হিসেবে অভিহিত করেন। মধ্যযুগের প্রথম নিদর্শন হলো বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য, আর প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর পঞ্চদশ শতকে প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য ‘ইউসুফ-জোলেখা’ রচনা করেন। এই যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য নিদর্শন হলো অনুবাদ সাহিত্য।
মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
শ্রীকৃষ্ণকীর্তন
-
ইউসুফ-জোলেখা
-
রামায়ণ
-
মঙ্গলকাব্য
-
ডাক ও খনার বচন
-
নূরনামা
0
Updated: 1 month ago