‘বেদের মেয়ে’ নাটকটির রচয়িতা পল্লিকবি জসীম উদ্দীন। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে।
• জসীম উদ্দীন রচিত অন্যান্য নাটক:
-
পদ্মাপার
-
বেদের মেয়ে
-
মধুমালা
-
পল্লীবধূ
-
গ্রামের মেয়ে
“মুখরা রমণী বশীকরণ” নাটকটি কোন নাটকের অনুবাদ?
A
The Silver Box
B
The Taming of the Shrew
C
You Never Can Tell
D
The Tempest
উত্তরের বিবরণ
মুনীর চৌধুরী ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, নাট্যকার এবং সাহিত্যসমালোচক, যিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সাহিত্যকর্মে সামাজিক, রাজনৈতিক এবং ভাষা আন্দোলনের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
মুনীর চৌধুরীর জীবনের গুরুত্বপূর্ণ তথ্য:
জন্ম ও পৈতৃক নিবাস: ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন, পৈতৃক নিবাস নোয়াখালী।
১৯৫২ ভাষা আন্দোলন: ভাষা আন্দোলনের পটভূমিতে তিনি কারাবন্দী অবস্থায় ১৯৫৩ সালে "কবর" নাটক রচনা করেন, যা তাঁর অন্যতম বিখ্যাত রচনা।
বাংলা টাইপরাইটার উদ্ভাবন:
১৯৬৫ সালে তিনি কেন্দ্রীয় বাঙলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলা টাইপরাইটারের জন্য একটি উন্নতমানের কী-বোর্ড উদ্ভাবন করেন, যার নাম "মুনীর অপ্টিমা"।
রচিত নাটকসমূহ:
মৌলিক নাটক:
"কবর" (১৯৫৩): ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক, বাংলা নাটকের ইতিহাসে বিশেষ স্থান অধিকারী।
"রক্তাক্ত প্রান্তর": পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে লেখা।
"মানুষ": ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গা উপজীব্য।
"নষ্ট ছেলে": রাজনৈতিক চেতনাসমৃদ্ধ নাটক।
"পলাশী ব্যারাক ও অন্যান্য": রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত।
"দণ্ডকারণ্য": তিনটি নাটকের সমন্বয়ে নির্মিত।
"রাজার জন্মদিন": রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে রচিত নাটক।
অনুবাদ নাটক:
"কেউ কিছু বলতে পারে না" (১৯৬৯): জর্জ বার্নার্ড শর-এর "You Never Can Tell" নাটকের বাংলা অনুবাদ।
"রূপার কৌটা" (১৯৬৯): জন গলজওয়র্দির "The Silver Box" নাটকের বাংলা অনুবাদ।
"মুখরা রমণী বশীকরণ" (১৯৭০): উইলিয়াম শেকসপিয়ারের "The Taming of the Shrew" নাটকের বাংলা অনুবাদ।
0
Updated: 18 hours ago
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা কে?
Created: 5 days ago
A
কাজী নজরুল ইসলাম
B
জসীম উদদীন
C
আল মাহমুদ
D
দ্বিজেন্দ্রলাল রায়
0
Updated: 5 days ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
Created: 2 months ago
A
মার্চেন্ট অব ভেনিস
B
কমেডি অব এররস
C
অ্যা মিডসামার নাইটস ড্রিম টেমিং অব দ্য শ্রুনাইটস ড্রিম
D
টেমিং অব দ্য শ্রু
0
Updated: 2 months ago
'কিত্তনখোলা' নাটকটির বিষয় কোনটি?
Created: 1 month ago
A
লোকায়ত জীবন- সংস্কৃতি
B
দেশভাগ
C
স্বদেশী আন্দোলন
D
মহাজনী শোষণ
রচয়িতা: সেলিম আল দীন। এটি তাঁর জীবনঘনিষ্ঠ নাট্যকর্ম।
কিত্তনখোলা রচনার মাধ্যমে সেলিম আল দীন বাংলা নাট্যশিল্পকে নতুন মাত্রায় উন্নীত করেন।
এ নাটক থেকেই পাশ্চাত্য নাট্যরীতি বর্জন করে প্রাচ্যীয় নাট্যরীতির সূচনা ঘটে।
কিত্তনখোলা হয়ে উঠেছে বাঙালির প্রান্তিক জনজীবনের প্রথাগত সংস্কৃতি ও আচার-আচরণের ইতিবৃত্ত।
লেখকের ভাষায়— “কিত্তনখোলা পর্বে আমি মানিকগঞ্জের লোকায়ত জীবন-সংস্কৃতি এবং এর অপূর্ব নিসর্গের সাথে পরিচিত হই।”
নাটকটিতে মহাকাব্যিক ব্যঞ্জনায় গ্রামীণ জীবনের বিস্তৃত চিত্র অঙ্কিত হয়েছে।
বর্ণনামূলক শিল্পরীতির প্রয়োগে নাটকটি শিল্পের এক মহৎ উচ্চতায় পৌঁছে নতুন মাত্রা লাভ করে।
জন্ডিস ও বিবিধ বেলুন
বাসন
কেরামতমঙ্গল
প্রাচ্য
হাতহদাই
যৈবতী কন্যার মন
চাকা
হরগজ
একটি মারমা রূপকথা
বনপাংশুল
নিমজ্জন
স্বর্ণবোয়াল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, কিত্তনখোলা নাটক
0
Updated: 1 month ago