তিথিডোর’ উপন্যাসের লেখক কে?
A
মানিক বন্দ্যোপাধ্যায়
B
জীবনান্দ দাশ
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
বুদ্ধদেব বসু
উত্তরের বিবরণ
তিথিডোর বুদ্ধদেব বসু রচিত একটি উপন্যাস। এটি ১৯৪৯ সালে প্রকাশিত হয় এবং তিন খণ্ডে বিভক্ত—প্রথম শ্রাবণ, করুণ রঙিন পথ ও যবনিকা কম্পমান। উপন্যাসে বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাবের নর-নারীর জীবনযাত্রার মধুর কাহিনি বর্ণিত হয়েছে। এর মূল উপজীব্য হলো প্রেম ও যৌবনের বন্দনা।
বুদ্ধদেব বসু
-
সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক।
-
জন্ম: ৩০ নভেম্বর, ১৯০৮, কুমিল্লা।
-
আদি নিবাস: বিক্রমপুরের মালখানগর।
-
বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য।
রচিত কাব্যগ্রন্থ
-
মর্মবাণী
-
বন্দীর বন্দনা
-
কঙ্কাবতী
-
যে আঁধার আলোর অধিক
-
মরচেপড়া পেরেকের
-
একদিন চিরদিন
রচিত উপন্যাস
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা প্রভৃতি।

0
Updated: 18 hours ago
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি?
Created: 1 month ago
A
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
B
ছাত্রলীগ
C
তমদ্দুন মজলিশ
D
রাষ্ট্রভাষা বাংলা কমিটি
বাংলাদেশ বিষয়াবলি
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
ভাষা আন্দোলন
ভাষা আন্দোলন
-
প্রথম সংগঠন:
-
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন ছিল তমদ্দুন মজলিশ।
-
এটি ছিল ইসলামী আদর্শভিত্তিক একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ করা হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।
-
-
প্রাসঙ্গিক ইতিহাস:
-
ভাষা আন্দোলন মূলত ছিল বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
-
১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় প্রথম উর্দু বনাম বাংলা বিতর্ক দেখা দেয়।
-
১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দিলে, শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর প্রবল বিরোধিতা করেন।
-
ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করেছিল তমদ্দুন মজলিশ।
-
-
গুরুত্ব:
-
বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ধাপ ছিল ভাষা আন্দোলন।
-
এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ও বিকাশ ঘটে।
-
ভাষা আন্দোলনের সূচনা হয় ১৯৪৭ সালে এবং এটি চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
-
📖 তথ্যসূত্র:
বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
কবর
B
একুশের গল্প
C
আরেক ফাল্গুন
D
মাতৃ ভাষা
বাংলাদেশ বিষয়াবলি
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস ও সাহিত্যকর্ম
-
প্রথম উপন্যাস:
-
ভাষা আন্দোলনকে উপজীব্য করে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস হলো জহির রায়হানের আরেক ফাল্গুন।
-
প্রকাশকাল: ১৯৬১ খ্রিস্টাব্দ।
-
কাহিনির প্রেক্ষাপট: ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস পালনের অভিজ্ঞতা।
-
উপন্যাসে পুলিশের গ্রেপ্তার অভিযানের পর একজন চরিত্র বলে ওঠে—
"আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো।" -
প্রধান চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা প্রমুখ।
-
এতে বাঙালির জাতীয় ঐতিহাসিক সংগ্রামকে শিল্পরূপ দেওয়া হয়েছে।
-
-
প্রথম নাটক:
-
ভাষা আন্দোলন নিয়ে প্রথম বাংলা নাটক হলো মুনীর চৌধুরীর কবর।
-
-
প্রথম গল্প:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম গল্প হলো জহির রায়হানের একুশের গল্প।
-
তথ্যসূত্র:
ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে?
Created: 1 week ago
A
নুরুল আমিন
B
ফিরোজ খান নুন
C
গোলাম মোহাম্মদ
D
আইয়ুব খান
ভাষা আন্দোলন
ভাষা আন্দোলন বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম বড় ঘটনা এবং বাঙালি জাতীয়তাবোধের উন্মেষের সূচনা। এই আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং এটি চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
প্রধান তথ্যসমূহ:
-
পূর্ব বাংলার গভর্নর: ফিরোজ খান নুন
-
প্রধানমন্ত্রী: খাজা নাজিমউদ্দীন
-
পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী: নুরুল আমিন
-
ভাষা আন্দোলন বাঙালির মুক্তি ও স্বাভাবিক ভাষার স্বীকৃতির সংগ্রামের অংশ
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago