তিথিডোর’ উপন্যাসের লেখক কে?
A
মানিক বন্দ্যোপাধ্যায়
B
জীবনান্দ দাশ
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
বুদ্ধদেব বসু
উত্তরের বিবরণ
তিথিডোর বুদ্ধদেব বসু রচিত একটি উপন্যাস। এটি ১৯৪৯ সালে প্রকাশিত হয় এবং তিন খণ্ডে বিভক্ত—প্রথম শ্রাবণ, করুণ রঙিন পথ ও যবনিকা কম্পমান। উপন্যাসে বাঙালি মধ্যবিত্ত শিল্পিত স্বভাবের নর-নারীর জীবনযাত্রার মধুর কাহিনি বর্ণিত হয়েছে। এর মূল উপজীব্য হলো প্রেম ও যৌবনের বন্দনা।
বুদ্ধদেব বসু
-
সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক।
-
জন্ম: ৩০ নভেম্বর, ১৯০৮, কুমিল্লা।
-
আদি নিবাস: বিক্রমপুরের মালখানগর।
-
বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য।
রচিত কাব্যগ্রন্থ
-
মর্মবাণী
-
বন্দীর বন্দনা
-
কঙ্কাবতী
-
যে আঁধার আলোর অধিক
-
মরচেপড়া পেরেকের
-
একদিন চিরদিন
রচিত উপন্যাস
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা প্রভৃতি।
0
Updated: 1 month ago
জেনারেল এরশাদ কার হাতে ক্ষমতা হস্তান্তর করেন?
Created: 1 month ago
A
উপ-রাষ্ট্রপতি মওদুদ আহমেদ
B
বিচারপতি আব্দুস সাত্তার
C
বিচারপতি শাহাবুদ্দীন
D
বিচারপতি আবু সায়েম
তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা
এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলনের প্রেক্ষাপট ও ঘটনা সমূহ হলো:
-
প্রধান রাজনৈতিক দলগুলো এরশাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হন, যা প্রাতিষ্ঠানিক রূপ পায়।
-
২৭ নভেম্বর ১৯৯০: সরকার জরুরি অবস্থা জারি করে এবং রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে, তবে আন্দোলন দমন সম্ভব হয়নি।
-
সাধারণ জনগণ, বুদ্ধিজীবী ও পেশাজীবী সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন।
-
জনগণ রাস্তায় নেমে এরশাদের পদত্যাগ দাবি করে, এবং সামরিক বাহিনী এরশাদকে সমর্থন প্রত্যাহার করলে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বাধ্য হন।
-
৩ ডিসেম্বর ১৯৯০: এরশাদ রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দেন; আন্দোলনরত দলগুলো এটিকে অপকৌশল হিসেবে প্রত্যাখ্যান করে।
-
৪ ডিসেম্বর ১৯৯০: এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
-
৬ ডিসেম্বর ১৯৯০:
-
উপ-রাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন।
-
তিন-জোটের মনোনীত প্রার্থী, প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ উপ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান।
-
এরশাদ জাতীয় সংসদ ভেঙে ক্ষমতা বিচারপতি শাহাবুদ্দীনের হাতে হস্তান্তর করেন।
-
এই প্রক্রিয়ার মাধ্যমে এরশাদের শাসনের অবসান ঘটে এবং দেশের ইতিহাসে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান-৫, বিএ ও বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় কত সালে?
Created: 2 months ago
A
১৯৫১ সালে
B
১৯৫২ সালে
C
১৯৫৩ সালে
D
১৯৫৪ সালে
যুক্তফ্রন্ট (United Front), ১৯৫৪
-
গঠনের সিদ্ধান্ত:
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর, ময়মনসিংহে আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
-
কর্মসূচি:
-
১৯৫৩ সালের নভেম্বর মাসে যুক্তফ্রন্ট একটি একুশ দফা কর্মসূচি প্রণয়ন করে এবং সেটিকে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে।
-
-
গঠিত দলসমূহ (৪টি দল):
-
আওয়ামী লীগ
-
কৃষক শ্রমিক পার্টি
-
নেজামে ইসলাম
-
গণতন্ত্রী দল
-
-
১৯৫৪ সালের সাধারণ নির্বাচন:
-
অনুষ্ঠিত হয়: ৮ মার্চ ১৯৫৪
-
বৈশিষ্ট্য: পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকার ভিত্তিক সাধারণ নির্বাচন।
-
প্রধান ইস্যু: স্বায়ত্তশাসনের দাবি
-
ফলাফল প্রকাশ: ২ এপ্রিল ১৯৫৪
-
-
নির্বাচনের ফলাফল:
-
মোট আসন: ৩০৯
-
যুক্তফ্রন্ট: ২২৩টি আসন (বিশাল ব্যবধানে জয়লাভ)
-
মুসলিম লীগ (ক্ষমতাসীন দল): ৯টি আসন
-
পাকিস্তান জাতীয় কংগ্রেস: ২৪টি আসন
-
তফসিল ফেডারেশন: ২৭টি আসন
-
খেলাফতে রব্বানী: ২টি আসন
-
কমিউনিস্ট পার্টি: ৪টি আসন
-
খ্রিস্টান সম্প্রদায়: ১টি আসন
-
বৌদ্ধ সম্প্রদায়: ১টি আসন
-
-
গুরুত্ব:
-
মুসলিম লীগের শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে পূর্ব বাংলার জনগণের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়।
-
0
Updated: 2 months ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন সিটি কর্পোরেশনে?
Created: 2 months ago
A
রংপুর
B
সিলেট
C
খুলনা
D
রাজশাহী
বাংলাদেশ বিষয়াবলি
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
জনশুমারি ও গৃহগণনা ২০২২ (বাংলাদেশ)
-
পরিচালনায়: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
-
আয়োজনের সময়: ১৫-২১ জুন ২০২২।
-
বৈশিষ্ট্য: দেশের প্রথম ডিজিটাল শুমারি।
-
তথ্য সংগ্রহ পদ্ধতি: CAPI (Computer Assisted Personal Interviewing)।
-
গণনার পদ্ধতি: মোডিফাইড ডি-ফ্যাক্টো (Modified De-facto) পদ্ধতি।
জনসংখ্যা ও ঘনত্ব
-
মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
-
সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা: ঢাকা (১০,০৬৭ জন/বর্গ কিমি)।
-
সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা: রাঙ্গামাটি (১০৬ জন/বর্গ কিমি)।
-
বিভাগ অনুযায়ী জনসংখ্যা:
-
সর্বাধিক: ঢাকা বিভাগ (৪৫,৬৪,৪৫,৮৬ জন)
-
সর্বনিম্ন: বরিশাল বিভাগ (৯,৩২,৫৮,২০ জন)
-
-
বিভাগ অনুযায়ী ঘনত্ব:
-
সর্বাধিক: ঢাকা বিভাগ (২,১৫৬ জন/বর্গ কিমি)
-
সর্বনিম্ন: বরিশাল বিভাগ (৬৮৮ জন/বর্গ কিমি)
-
সিটি কর্পোরেশন অনুযায়ী জনসংখ্যা ও ঘনত্ব
-
সবচেয়ে বেশি মানুষ বসবাস: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (৫৯,৯০,৭২৩ জন)
-
সবচেয়ে কম মানুষ বসবাস: বরিশাল সিটি কর্পোরেশন (৭,০৮,৫৭০ জন)
-
সবচেয়ে বেশি ঘনত্ব: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (৩৯,৪০৬ জন/বর্গ কিমি)
-
সবচেয়ে কম ঘনত্ব: রংপুর সিটি কর্পোরেশন (৩,৪৪৫ জন/বর্গ কিমি)
তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ওয়েবসাইট
0
Updated: 2 months ago