মুক্তিযুদ্ধকালে ৫ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
A
মেজর মীর শওকত আলী
B
মেজর জিয়াউর রহমান
C
মেজর খালেদ মোশাররফ
D
মেজর কে এম শফিউল্লাহ
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ
-
১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালীর পূর্বাংশ, বেলোনিয়া-বুলগের মুহুরী নদীর তীরে বিস্তৃত।
-
সদরদপ্তর: হরিণা
-
সেক্টর কমান্ডার: মেজর জিয়াউর রহমান; পরে মেজর রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন
-
-
২নং সেক্টর: ঢাকা, কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং নোয়াখালীর অংশবিশেষ
-
সদরদপ্তর: মেলাঘর
-
সেক্টর কমান্ডার: মেজর খালেদ মোশাররফ; পরে মেজর এটিএম হায়দার
-
-
৩নং সেক্টর: উত্তরে শ্রীমঙ্গলের নিকট চূড়ামনকাঠি থেকে দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারবিল পর্যন্ত
-
সদরদপ্তর: হেজামারা
-
সেক্টর কমান্ডার: মেজর কে এম শফিউল্লাহ; পরে মেজর এএনএম নুরুজ্জামান
-
-
৪নং সেক্টর: সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট পর্যন্ত ১০০ মাইল এলাকা
-
সদরদপ্তর: প্রথমে করিমগঞ্জ, পরে আসামের মাসিমপুর
-
সেক্টর কমান্ডার: মেজর চিত্তরাজন দত্ত; পরে ক্যাপ্টেন এ রব
-
-
৫নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং পূর্বসীমা
-
সদরদপ্তর: বাঁশতলা
-
সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী
-
-
৬নং সেক্টর: রংপুর জেলা ও দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা
-
সদরদপ্তর: বুড়ি মাড়ি (বাংলাদেশের ভূখণ্ডে একমাত্র)
-
সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম খেদেমুল বাশার
-
-
৭নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুরের দক্ষিণাংশ
-
সদরদপ্তর: তরঙ্গপুর
-
সেক্টর কমান্ডার: মেজর নজরুল হক; পরে সুবেদার মেজর এ রব ও মেজর কাজী নুরুজ্জামান
-
-
৮নং সেক্টর: কুষ্টিয়া, যশোর, খুলনা ও সাতক্ষীরা
-
সদরদপ্তর: কল্যাণী
-
সেক্টর কমান্ডার: মেজর আবু ওসমান চৌধুরী; পরে মেজর এম এ মঞ্জুর
-
-
৯নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুরের অংশবিশেষ
-
সদরদপ্তর: বশিরহাট
-
সেক্টর কমান্ডার: মেজর এম জলিল; পরে মেজর এম এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন
-
-
১০নং সেক্টর: সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল
-
১১নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা
-
সদরদপ্তর: মহেন্দ্রগঞ্জ
-
সেক্টর কমান্ডার: মেজর এম আবু তাহের
-
0
Updated: 1 month ago
প্রাচীন বাংলার জনপদ ’সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
বগুড়া
C
কুমিল্লা
D
সিলেট
সমতট হলো পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার একটি অঞ্চল, যা বঙ্গের পাশাপাশি অবস্থিত। এটি প্রাচীন ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এলাকা, যেখানে বিভিন্ন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।
-
সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত।
-
এলাকা বিস্তৃত গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চল এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশকে ধরা হয় সমতট হিসেবে।
-
কুমিল্লার ময়নামতিতে প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে শালবন বিহার অন্যতম।
-
বর্তমান কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল প্রাচীন সমতট জনপদের অন্তর্গত।
উৎস:
0
Updated: 1 month ago
According to the Global Terrorism Index 2025, which country is most at risk from terrorism?
Created: 2 months ago
A
Afghanistan
B
Burkina Faso
C
Somalia
D
Syria
0
Updated: 2 months ago
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’কে?
Created: 1 month ago
A
বিরােধী দল
B
সুশীল সমাজ
C
মন্ত্রী পরিষদ
D
সচেতন নাগরিক
বিকল্প সরকার হলো প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিরোধী দল, যা সরকারের কার্যক্রমের প্রতি নজর রাখে এবং প্রয়োজনে সরকারের উপর চাপ সৃষ্টি করে।
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় ছায়া মন্ত্রিসভা গঠন করে।
-
এর উদ্দেশ্য হলো সরকারকে স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ হওয়া থেকে রক্ষা করা।
-
বর্তমান সময়ে গণতন্ত্রকে দলীয় শাসন হিসেবেও দেখা হয়।
অন্যদিকে, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরাও সরকারের কার্যক্রমে চাপ সৃষ্টির অংশ হিসেবে ভূমিকা পালন করে।
উৎস:
0
Updated: 1 month ago