মুক্তিযুদ্ধকালে ৫ নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
A
মেজর মীর শওকত আলী
B
মেজর জিয়াউর রহমান
C
মেজর খালেদ মোশাররফ
D
মেজর কে এম শফিউল্লাহ
উত্তরের বিবরণ
মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ
-
১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালীর পূর্বাংশ, বেলোনিয়া-বুলগের মুহুরী নদীর তীরে বিস্তৃত।
-
সদরদপ্তর: হরিণা
-
সেক্টর কমান্ডার: মেজর জিয়াউর রহমান; পরে মেজর রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন
-
-
২নং সেক্টর: ঢাকা, কুমিল্লা ও ফরিদপুর জেলা এবং নোয়াখালীর অংশবিশেষ
-
সদরদপ্তর: মেলাঘর
-
সেক্টর কমান্ডার: মেজর খালেদ মোশাররফ; পরে মেজর এটিএম হায়দার
-
-
৩নং সেক্টর: উত্তরে শ্রীমঙ্গলের নিকট চূড়ামনকাঠি থেকে দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারবিল পর্যন্ত
-
সদরদপ্তর: হেজামারা
-
সেক্টর কমান্ডার: মেজর কে এম শফিউল্লাহ; পরে মেজর এএনএম নুরুজ্জামান
-
-
৪নং সেক্টর: সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট পর্যন্ত ১০০ মাইল এলাকা
-
সদরদপ্তর: প্রথমে করিমগঞ্জ, পরে আসামের মাসিমপুর
-
সেক্টর কমান্ডার: মেজর চিত্তরাজন দত্ত; পরে ক্যাপ্টেন এ রব
-
-
৫নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং পূর্বসীমা
-
সদরদপ্তর: বাঁশতলা
-
সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী
-
-
৬নং সেক্টর: রংপুর জেলা ও দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা
-
সদরদপ্তর: বুড়ি মাড়ি (বাংলাদেশের ভূখণ্ডে একমাত্র)
-
সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম খেদেমুল বাশার
-
-
৭নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুরের দক্ষিণাংশ
-
সদরদপ্তর: তরঙ্গপুর
-
সেক্টর কমান্ডার: মেজর নজরুল হক; পরে সুবেদার মেজর এ রব ও মেজর কাজী নুরুজ্জামান
-
-
৮নং সেক্টর: কুষ্টিয়া, যশোর, খুলনা ও সাতক্ষীরা
-
সদরদপ্তর: কল্যাণী
-
সেক্টর কমান্ডার: মেজর আবু ওসমান চৌধুরী; পরে মেজর এম এ মঞ্জুর
-
-
৯নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুরের অংশবিশেষ
-
সদরদপ্তর: বশিরহাট
-
সেক্টর কমান্ডার: মেজর এম জলিল; পরে মেজর এম এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন
-
-
১০নং সেক্টর: সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল
-
১১নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা
-
সদরদপ্তর: মহেন্দ্রগঞ্জ
-
সেক্টর কমান্ডার: মেজর এম আবু তাহের
-

0
Updated: 18 hours ago
According to the final report of the Population and Housing Census 2022, what is the population growth rate?
Created: 2 days ago
A
1.12%
B
1.17%
C
1.21%
D
1.32%
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.১২%, এবং জনসংখ্যার ঘনত্ব প্রায় ১১১৯ জন প্রতি বর্গকিমি। ৭ বছর বা তদূর্ধ্বের জনগণের মধ্যে সাক্ষরতার হার মোট ৭৪.৮০%, যার মধ্যে পুরুষের সাক্ষরতার হার ৭৬.৭১% এবং মহিলার সাক্ষরতার হার ৭২.৯৪%।
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%) এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
-
জেলা ভিত্তিক, সর্বোচ্চ সাক্ষরতার হার পিরোজপুরে (৮৫.৫৩%) এবং সর্বনিম্ন জামালপুরে (৬১.৭০%)।
তথ্যসূত্র:

0
Updated: 2 days ago
বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?
Created: 3 days ago
A
১৩৬
B
১৩৭
C
১৩৮
D
১৩৯
বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ক স্বাধীন দেশের আন্তর্জাতিক কূটনৈতিক ও মানবিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অংশ।
-
সদস্যপদ: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য, যা লাভ করা হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
-
প্রাথমিক প্রতিবন্ধকতা: চীন বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছে।
-
নিরাপত্তা পরিষদ: ১৯৭৯-৮০ এবং ২০০০-০১ সালে মোট ২বার অস্থায়ী সদস্য পদ লাভ।
-
জাতিসংঘ সাধারণ পরিষদ: ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হন।
-
মহাসচিব: মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
-
শান্তিরক্ষা মিশন: বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথমবার ইরাক-ইরান (UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।

0
Updated: 7 hours ago
এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে কোন মহাসাগর রয়েছে?
Created: 1 week ago
A
আটলান্টিক মহাসাগর
B
প্রশান্ত মহাসাগর
C
দক্ষিণ মহাসাগর
D
ভারত মহাসাগর
এন্টার্কটিকা (Antarctica):
- এন্টার্কটিকা মহাদেশ আয়তনে বিশ্বে পঞ্চম।
- এর মোট আয়তন :১ কোটি ৪২ লক্ষ বর্গকিমি; পঞ্চম বৃহত্তম।
- এটি ৯০° দক্ষিণ মেরুরেখা থেকে ৬০° দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এ মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি। এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।

0
Updated: 1 week ago