স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় -
A
২ মার্চ, ১৯৭১
B
৩ মার্চ, ১৯৭১
C
৭ মার্চ, ১৯৭১
D
১১ মার্চ, ১৯৭১
উত্তরের বিবরণ
প্রথম পতাকা উত্তোলন
-
২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে আ.স.ম আব্দুর রব, তৎকালীন ঢাকসুর ভিপি, স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
-
পতাকা গৃহীত হয় ৬ মার্চ ১৯৭১।
-
বাংলাদেশের বাইরে প্রথম পতাকা উত্তোলন হয় কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
জাতীয় পতাকার নকশা ও সংবিধান:
-
সংবিধানের ৪ নং অনুচ্ছেদে জাতীয় পতাকার উল্লেখ আছে।
-
মানচিত্রসহ প্রথম নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
-
জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)।
-
বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেছেন কামরুল হাসান।
0
Updated: 1 month ago
সার্বিয়ার রাজধানী-
Created: 1 month ago
A
ব্রানিসেভা
B
বেলগ্রেড
C
মিত্রোভিকা
D
পিসিনজা
সার্বিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। এটি পৃথিবীর উত্তর ও পূর্ব উভয় গোলার্ধে অবস্থান করছে এবং ভূ-রাজনৈতিকভাবে বিভিন্ন সীমান্ত দেশগুলোর সঙ্গে সংযুক্ত। দেশের রাজধানী ও বৃহত্তম শহর হলো বেলগ্রেড, এবং সরকারি ভাষা হলো সার্বিয়ান, যা দেশের জনসংখ্যার প্রায় ৮৮% মানুষের মাতৃভাষা।
-
অবস্থান: দক্ষিণ-পূর্ব ইউরোপ, বলকান উপদ্বীপ
-
গোলার্ধ: উত্তর ও পূর্ব
-
সীমান্তবর্তী দেশসমূহ: ৮টি দেশ দ্বারা বেষ্টিত
-
রাজধানী ও বৃহত্তম শহর: বেলগ্রেড
-
সরকারী ভাষা: সার্বিয়ান
-
জনসংখ্যার মাতৃভাষা: প্রায় ৮৮% মানুষ সার্বিয়ান ভাষাভাষী
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক পুলিশ সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 2 months ago
A
১৯২১ সাল
B
১৯২২ সাল
C
১৯২৩ সাল
D
১৯২৪ সাল
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯২৩ সাল।
- বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- বর্তমান সদস্য: ১৯৬টি দেশ। (আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সদস্য দেশ: পালাউ।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬ সাল।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (আগস্ট, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।
তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
একনেক (ECNEC)-এর প্রধান কে?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
বাণিজ্যমন্ত্রী
C
অর্থমন্ত্রী
D
রাষ্ট্রপতি
একনেক (ECNEC) হলো বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ, যা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হিসেবে কাজ করে।
-
ECNEC-এর পূর্ণরূপ হলো Executive Committee of the National Economic Council।
-
একনেক ১৯৮২ সালে গঠিত হয়।
-
এর চেয়ারম্যান বা প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী।
-
সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী।
উৎস:
0
Updated: 1 month ago