অপারেশন কিলো ফ্লাইটের মূল লক্ষ্য কী ছিল?
A
মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া
B
পাকিস্তানি বাহিনীর তেল ডিপো ও সরবরাহ লাইন ধ্বংস করা
C
ভারতীয় বিমান বাহিনীকে সহায়তা করা
D
পাকিস্তানি নৌবাহিনীকে আক্রমণ করা
উত্তরের বিবরণ
অপারেশন কিলো ফ্লাইট
-
কিলো ফ্লাইট ছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান গঠনের সাংকেতিক নাম।
-
এটি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর বিমান উইংয়ের একটি গুরুত্বপূর্ণ অভিযান।
-
মূল লক্ষ্য: পাকিস্তানি বাহিনীর তেল ডিপো, যোগাযোগ ব্যবস্থা এবং সরবরাহ লাইন ধ্বংস করা; একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করা।
-
এটি একটি দুঃসাহসিক বিমান হামলা যা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পরিচালিত হয়।
প্রস্তুতি ও সরঞ্জাম:
-
১৯৭১ সালের সেপ্টেম্বরে ভারত সরকার অস্থায়ী বাংলাদেশ সরকারকে দান করে:
-
আমেরিকায় তৈরি একটি পুরানো DC-3 বিমান
-
কানাডায় তৈরি একটি অটার বিমান
-
ফ্রান্সের তৈরি একটি Alouette-3 হেলিকপ্টার
-
-
ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে একটি দ্বিতীয় মহাযুদ্ধের পরিত্যক্ত রানওয়ে ব্যবহার করার অনুমতি।
-
২৮ সেপ্টেম্বর, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ এ কে খন্দকার এর নেতৃত্বে ৯ জন পাইলট ও ৪৭ জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ারের সমন্বয়ে যাত্রা শুরু।
-
বিমান বাহিনী প্রধান হিসাবে মুক্তিযুদ্ধের উপ-প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার নিয়োগপ্রাপ্ত হন।
ফলাফল:
-
কিলো ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে দুঃসাহসিক বিমান যোদ্ধারা ছিন্নবিচ্ছিন্ন করে দেন।
-
পাকিস্তানি হানাদার বাহিনী চিরতরে ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাও হারায়।

0
Updated: 18 hours ago
Which was recognized as the 22nd state of India in 1975?
Created: 2 weeks ago
A
Mizoram
B
Manipur
C
Sikkim
D
Nagaland
সিকিম:
- সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য,
- এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- সিকিমের রাজধানী গ্যাংটক।
- একসময় এটি একটি স্বাধীন অঞ্চল ছিল, কিন্তু ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে।
- ১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগের পর সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
- ১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।
- ২৬ এপ্রিল ১৯৭৫ সালে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
সূত্র: ব্রিটানিকা ও বিভিন্ন পত্রিকা রিপোর্ট।

0
Updated: 2 weeks ago
মায়া সভ্যতা বিরাজমান ছিল কোন অঞ্চলে?
Created: 1 week ago
A
ইউরোপে
B
মধ্য আমেরিকা
C
আফ্রিকা
D
এশিয়া
মায়া সভ্যতা হলো আমেরিকার প্রাচীন তিনটি সভ্যতার মধ্যে একটি, যা মধ্য আমেরিকায় বিরাজমান ছিল।
-
মায়া সভ্যতা মূলত গুয়েতেমালা ও মেক্সিকোর পূর্বাঞ্চলে অবস্থিত সমৃদ্ধ জনপদে বিরাজমান ছিল।
-
তাদের লিখিত ভাষার রূপ ছবি বা চিহ্ন ব্যবহার করায় অনেকটা হায়ারোগ্লিফিক ধাঁচের ছিল।
-
প্রায় ৮০০টির বেশি ছবি ব্যবহার করে তারা এই লিপির প্রচলন ঘটিয়েছিল।
-
তারা গাছের বাকল দিয়ে তৈরি করা কাগজ থেকে কোডেক্স নামের বই বানাতো।
উৎস:

0
Updated: 1 week ago
CAMELS মডেল মূলত কোন খাতের মূল্যায়নে ব্যবহৃত হয়?
Created: 1 week ago
A
Capital Adequacy
B
Cash Flow
C
Current Ratio
D
Collateral Value
CAMELS সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
CAMELS ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি মূল্যায়নের একটি পদ্ধতি। এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়।
-
Capital Adequacy (মূলধনের পর্যাপ্ততা): কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা তা বোঝায়, যা দিয়ে তারা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি সামাল দিতে পারবে। মূলধন যত বেশি মজবুত হবে, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল থাকবে। এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা এবং গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
-
Asset Quality (সম্পদের মান): ব্যাংকের সম্পদ বা ঋণের মান।
-
Management Quality (ব্যবস্থাপনার মান): ব্যাংকের পরিচালন দক্ষতা ও নীতি।
-
Earnings (আয়): ব্যাংকের আয় এবং লাভজনকতা।
-
Liquidity (তরলতা): ব্যাংকের অর্থ বা নগদ প্রবাহের সহজলভ্যতা।
-
Sensitivity to Market Risk (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা): ব্যাংকের বাজার ঝুঁকির প্রতি প্রতিক্রিয়া বা সংবেদনশীলতা।
CAMELS এর পূর্ণরূপ:
C = Capital Adequacy
A = Asset Quality
M = Management Quality
E = Earnings
L = Liquidity
S = Sensitivity to Market Risk

0
Updated: 1 week ago