বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কবে বাংলাদেশে ফিরিয়ে এনে পুনঃ সমাহিত করা হয়?
A
২০০৫ সালে
B
২০০৬ সালে
C
২০০৭ সালে
D
২০০৮ সালে
উত্তরের বিবরণ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
-
সর্বকনিষ্ঠ শহীদ বীরশ্রেষ্ঠ
-
জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৫৩, ঝিনাইদহ জেলার খালিশপুর গ্রাম
-
পেশা: সেনাবাহিনী
-
মুক্তিযুদ্ধ: ৪নং সেক্টরের অধীনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ
-
পদবী: সিপাহী (১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)
শাহাদাত:
-
২৮ অক্টোবর ১৯৭১, ধলই আক্রমণে সহযোদ্ধাদের জীবন রক্ষার্থে শত্রুর বাঙ্কার ধ্বংসের সময় শত্রুর মেশিনগান বাস্টের আঘাতে শহীদ হন।
-
মৃতদেহ উদ্ধার করে ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর জেলাধীন আমবাসা গ্রামে দাফন করা হয়।
-
স্বাধীন বাংলাদেশ সরকার তাকে বীরত্বের স্বীকৃতি হিসেবে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।
-
শাহাদাতের ৩৬ বছর পর, ১১ ডিসেম্বর ২০০৭, বাংলাদেশ সরকারের উদ্যোগে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে রাষ্ট্রীয় সম্মানে পুনঃসমাহিত করা হয়।
0
Updated: 1 month ago
কোন প্রকার সতর্কতা ছাড়াই কোন ধরনের দুর্যোগ সংঘটিত হয়?
Created: 1 month ago
A
খরা
B
ভূমিকম্প
C
সুনামি
D
বন্যা
ভূমিকম্প হলো ভূ-পৃষ্ঠে আকস্মিকভাবে সৃষ্ট কম্পন, যা মূলত পৃথিবীর স্তরের বিভিন্ন প্লেটের গতিশীলতার কারণে ঘটে। পৃথিবীর ভূ-ত্বক প্রধানত সাতটি বৃহৎ এবং কিছু ছোট প্লেট দ্বারা গঠিত, যা একে অপরের দিকে ধাক্কা খায়, বিপরীতে সরতে থাকে বা সমান্তরালভাবে সঞ্চালিত হয়। এই সঞ্চালনের ফলে জমে থাকা চাপ হঠাৎভাবে মুক্তি পেলে ভূমিকম্পের কম্পন সৃষ্টি হয়, যা সাধারণত কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়।
• পৃথিবীর ভূ-ত্বক সাতটি বৃহৎ এবং কিছু ছোট প্লেট দ্বারা গঠিত।
• প্লেটসমূহ একে অপরের দিকে ধাক্কা, বিপরীত দিকে সরে যাওয়া বা সমান্তরালভাবে সঞ্চালিত হয়।
• এই সঞ্চালনের ফলে জমে থাকা চাপ হঠাৎ মুক্ত হলে ভূমিকম্পের সৃষ্টি হয়।
• ভূমিকম্প সাধারণত কোনো সতর্কতা ছাড়া ঘটে।
ভৌগোলিক অবস্থান ও ভূ-গাঠনিক কারণে বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ১৯৯৩ সালে দেশকে তিনটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ভাগ করা হয়:
-
মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল: দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত।
-
মাঝারি ঝুঁকিপূর্ণ অঞ্চল: দেশের মধ্যাঞ্চল অন্তর্ভুক্ত।
-
কম ঝুঁকিপূর্ণ অঞ্চল: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়?
Created: 1 month ago
A
যশোর
B
চাঁপাইনবাবগঞ্জ
C
ফেনী
D
সিলেট
মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ মার্চ ১৯৪৯ সালে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।
-
শিক্ষা জীবন: ১৯৫৩ সালে পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
-
সেনা জীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
-
মুক্তিযুদ্ধ: ৭নং সেক্টরের মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি আরগরারহাট, কানসাট, শাহপুর এলাকায় অসামান্য বীরত্ব দেখিয়ে যুদ্ধ পরিচালনা করেন এবং মুক্তাঞ্চল গঠন করেন।
-
চাপাইনবাবগঞ্জ অভিযান: ১২ই ডিসেম্বর তার নেতৃত্বে মুক্তিবাহিনী চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
-
শহীদ: ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানি বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন। পরদিন সহযোদ্ধারা তার লাশ উদ্ধার করে শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে সমাহিত করেন।
0
Updated: 1 month ago
Trafalgar Square- কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্সে
B
ইংল্যান্ডে
C
চীনে
D
দক্ষিণ কোরিয়া
ট্রাফালগার স্কয়ার হলো ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি বিখ্যাত চত্ত্বর, যা সাধারণ জনগণের মিলনস্থল হিসেবে পরিচিত। এটি ১৮০৫ সালে ইংল্যান্ডের ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সঙ্গে যুদ্ধে জয় উদযাপন করার উদ্দেশ্যে স্থাপিত।
অন্য কিছু উল্লেখযোগ্য স্কয়ার ও তাদের অবস্থান:
-
রেড স্কয়ার: মস্কো, রাশিয়া
-
ট্রাফালগার স্কয়ার: লন্ডন, যুক্তরাজ্য
-
টাইমস স্কয়ার: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্লাজা দে মায়ো: বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
-
সেন্ট পিটার্স স্কয়ার: ভ্যাটিকান সিটি
-
তিয়ানআনমেন স্কয়ার: বেইজিং, চীন
উৎস:
0
Updated: 1 month ago