কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' কোন ধরনের পত্রিকা?
A
মাসিক
B
দৈনিক
C
অর্ধ-সাপ্তাহিক
D
বার্ষিক
উত্তরের বিবরণ
'ধূমকেতু' পত্রিকা
-
সম্পাদনা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২২, অর্ধ-সপ্তাহিক পত্রিকা (সপ্তাহে দুবার প্রকাশিত)
-
প্রেক্ষাপট: বিশের দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলনের ব্যর্থতার পর সশস্ত্র বিপ্লববাদের পুনরাবির্ভাবে ধূমকেতু পত্রিকার তাৎপর্যপূর্ণ অবদান ছিল।
-
বিশেষত্ব: এক অর্থে পত্রিকাটি হয়ে উঠেছিল সশস্ত্র বিপ্লবীদের মুখপত্র।
-
প্রকাশক সংস্থা: ‘কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু’
-
২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হলে, ৮ নভেম্বর ওই সংখ্যা নিষিদ্ধ করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর পত্রিকার সাফল্য কামনা করে লিখেন:
'আয় চলে আয় রে ধূমকেতু
আঁধারে বাঁধ অগ্নিসেতু দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তাের বিজয়কেতন।'
0
Updated: 1 month ago
'বেদান্তগ্রন্থ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
উইলিয়াম কেরি
C
রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
‘বেদান্তগ্রন্থ’ ১৮১৫ সালে রাজা রামমোহন রায় কর্তৃক ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা হিসেবে রচিত হয়। বাংলাগদ্যের ইতিহাসে এর গুরুত্ব অসাধারণ। এই গ্রন্থে তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে হিন্দুধর্মের মূল ভিত্তি পৌত্তলিকতা নয়, বরং ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য। এর ফলে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবল বিতর্ক সৃষ্টি হয়।
রামমোহন রায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হলো—
-
তিনি বাংলার নবজাগরণের আদি পুরুষ। জন্মগ্রহণ করেন ১৭৭২ সালের ২২ মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে।
-
১৮৩০ সালে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাঁকে ‘রাজা’ উপাধি প্রদান করেন এবং ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে পক্ষে ওকালতির জন্য ইংল্যান্ডে পাঠান।
-
২০ আগস্ট ১৮২৮ সালে তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় কলকাতায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
-
তিনি শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
তাঁর রচিত গ্রন্থের সংখ্যা প্রায় ৩০টি।
উৎস:
0
Updated: 1 month ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা হয়েছে?
Created: 1 month ago
A
১৩টি
B
১৬টি
C
১৯টি
D
২১টি
সাত সাগরের মাঝি ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা মূলত জাগরণের উদ্দেশ্যে রচিত। এই কাব্যগ্রন্থে মোট উনিশটি কবিতা স্থান পেয়েছে, যা ১৯৪৩-৪৪ খ্রিষ্টাব্দের মধ্যে লেখা। কবি বাংলা প্রচলিত শব্দ পরিত্যাগ করে বহু অপ্রচলিত আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাজচিত্রের বিরূপ প্রভাবও কাব্যগ্রন্থে ফুটে উঠেছে।
-
কাব্যনাট্য:
-
নৌফেল ও হাতেম
-
-
সনেট সংকলন:
-
মুহূর্তের কবিতা
-
-
কাহিনিকাব্য:
-
হাতেমতায়ী
-
-
শিশুতোষ গ্রন্থ:
-
পাখির বাসা
-
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
কুহেলিকা
B
বাঁধন-হারা
C
মৃত্যুক্ষুধা
D
জননী
বাঁধন-হারা হলো কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস
-
পূর্ণাঙ্গ প্রকাশ: ১৯২৭
-
উপন্যাসে ১৮টি পত্র রয়েছে
-
রচনা: কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে শুরু
-
প্রকাশ মাধ্যম: ধারাবাহিকভাবে মোসলেম ভারত পত্রিকায়
-
কেন্দ্রীয় চরিত্র: নায়ক নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
কাজী নজরুল ইসলাম
-
বাংলাদেশের জাতীয় কবি, অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
-
জন্ম: ২৪ মে ১৮৯৯, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খেতাব: ‘বিদ্রোহী কবি’
-
আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে পরিচিত
কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস:
-
বাঁধন-হারা (১৯২৭)
-
মৃত্যুক্ষুধা (১৯৩০)
-
কুহেলিকা (১৯৩১)
0
Updated: 1 month ago