কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' কোন ধরনের পত্রিকা?
A
মাসিক
B
দৈনিক
C
অর্ধ-সাপ্তাহিক
D
বার্ষিক
উত্তরের বিবরণ
'ধূমকেতু' পত্রিকা
-
সম্পাদনা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২২, অর্ধ-সপ্তাহিক পত্রিকা (সপ্তাহে দুবার প্রকাশিত)
-
প্রেক্ষাপট: বিশের দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলনের ব্যর্থতার পর সশস্ত্র বিপ্লববাদের পুনরাবির্ভাবে ধূমকেতু পত্রিকার তাৎপর্যপূর্ণ অবদান ছিল।
-
বিশেষত্ব: এক অর্থে পত্রিকাটি হয়ে উঠেছিল সশস্ত্র বিপ্লবীদের মুখপত্র।
-
প্রকাশক সংস্থা: ‘কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু’
-
২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হলে, ৮ নভেম্বর ওই সংখ্যা নিষিদ্ধ করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর পত্রিকার সাফল্য কামনা করে লিখেন:
'আয় চলে আয় রে ধূমকেতু
আঁধারে বাঁধ অগ্নিসেতু দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তাের বিজয়কেতন।'

0
Updated: 19 hours ago
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
মাসিক মোহাম্মদী
B
সাপ্তাহিক বিজলী
C
দৈনিক নবযুগ
D
ধূমকেতু
কাজী নজরুল ইসলাম রচিত 'বিদ্রোহী' কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এ কবিতাটি ১৯২২ সালের ৬ জানুয়ারি সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: দোলনচাঁপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, ঝিঙেফুল, সর্বহারা, সঞ্চিতা, সন্ধ্যা, চক্রবাক, প্রলয়শিখা, মরুভাস্কর, সাম্যবাদী ইত্যাদি।

0
Updated: 2 months ago
'রত্নবতী' কোন ধরনের গ্রন্থ?
Created: 1 month ago
A
নাটক
B
উপন্যাস
C
প্রহসন
D
গল্পগ্রন্থ
রত্নবতী (মীর মশাররফ হোসেন)
-
লেখক: মীর মশাররফ হোসেন
-
প্রকাশ: ১৮৬৯
-
বিশেষত্ব:
-
মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম গ্রন্থ যা ঐতিহাসিকভাবে মূল্যবান
-
রূপকথা জাতীয় শিক্ষামূলক দীর্ঘ গল্প
-
-
মূল বিষয়:
-
রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ‘ধন বড় না বিদ্যা বড়’ বিতর্ক ও তার সমাধান
-
মীর মশাররফ হোসেন
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া
-
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক
-
সাংবাদিকতা:
-
সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা-র মফঃস্বল সংবাদদাতা
-
পত্রিকা আজিজননেহার ও হিতকরী সম্পাদনা
-
-
সাহিত্যিক অবদান:
-
বঙ্কিমযুগের প্রধান গদ্যশিল্পী
-
উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ
-

0
Updated: 1 month ago
'চাঁদের অমাবস্যা' কোন ধরনের উপন্যাস?
Created: 1 week ago
A
রাজনৈতিক উপন্যাস
B
মনস্তাত্ত্বিক উপন্যাস
C
ঐতিহাসিক উপন্যাস
D
রোমাঞ্চকর উপন্যাস
চাঁদের অমাবস্যা
-
রচয়িতা: সৈয়দ ওয়ালীউল্লাহ
-
ধরণ: মনস্তাত্ত্বিক উপন্যাস
-
প্রকাশ্য বিষয়:
-
উপন্যাসের কেন্দ্র চরিত্র: আরেফ আলী, একজন স্কুল মাস্টার
-
আরেফের মাধ্যমে মানুষের অন্তরজগতের জটিলতা, মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া ও সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের অসঙ্গতি চিত্রিত
-
অপরাধমূলক কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে আরেফের অভিজ্ঞতা মূল প্রতিপাদ্য
-
সৈয়দ ওয়ালীউল্লাহর অন্যান্য সাহিত্যকর্ম:
-
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো
-
গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প
-
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ

0
Updated: 1 week ago