মাইকেল মধুসূদন দত্ত রচিত 'পদ্মাবতী' কোন ধরনের রচনা?
A
কবিতা
B
সনেট
C
নাটক
D
কাব্যগ্রন্থ
উত্তরের বিবরণ
'পদ্মাবতী' হলো মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটক।
-
পদ্মাবতী নাটকে (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে) তিনি প্রথমবার অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন।
মাইকেল মধুসূদন দত্ত
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রাম
-
পরিচিতি: মহাকবি ও নাট্যকার
-
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক
-
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
প্রথম কাব্যগ্রন্থ: The Captive Lady (ইংরেজিতে রচিত)
রচিত নাটকসমূহ:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
প্রহসনসমূহ:
-
একেই কি বলে সভ্যতা
-
বুড় সালিকের ঘাড়ে রোঁ
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
একটি কালো মেয়ের কথা
B
তেইশ নম্বর তৈলচিত্র
C
আয়নামতির পালা
D
ইছামতী
‘একটি কালো মেয়ের কথা’ উপন্যাস
-
লেখক: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশিত: ১৯৭১
-
বিষয়: বাংলাদেশের মুক্তিযুদ্ধ
-
উপন্যাসের সারসংক্ষেপ: উপন্যাসের কেন্দ্র চরিত্র নাজমা, একজন কালো মেয়ে, পাকিস্তানি সশস্ত্র বাহিনীর পাঞ্জাবির দ্বারা নির্যাতনের শিকার হন। সীমান্ত অতিক্রমের সময় তিনি ‘স্পাই’ হিসেবে ধরা পড়েন এবং ভারতীয় পুলিশ অফিসার ডেভিড আর্মস্ট্রং-এর সামনে জবানবন্দি দেন।
-
উল্লেখযোগ্য উদ্ধৃতি (ডেভিডের জবানবন্দি থেকে):
"এরই মধ্যে এই দেশটাকে এমন করে ভালবেসে ফেললাম যে এই আমার সব থেকে ভালো দেশ, এর থেকে ভালো দেশ আর নেই। আর এই দেশই আমার দেশ।"
-
গুরুত্ব: নাজমার চরিত্র ১৯৭১-এর বাংলাদেশের সংগ্রাম ও কষ্টের প্রতীক হিসেবে উপন্যাসে ফুটে উঠেছে।
‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাস
-
লেখক: আলাউদ্দিন আল আজাদ
-
ফিল্ম অনুবাদ: ‘বসুন্ধরা’ (পরিচালক: সুভাষ দত্ত, ১৯৭৭)
-
উল্লেখযোগ্য অর্জন: চলচ্চিত্রটি ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
‘ইছামতী’ উপন্যাস
-
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশিত: ১৯৫০
-
বিষয়: ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবন
-
প্রধান চরিত্র: ভবানী বাঁড়ুয়া, তার পুত্র তিলু, বিলু, নীলু
-
উল্লেখযোগ্য অর্জন: রবীন্দ্র পুরস্কার
-
গুরুত্ব: লেখকের শেষ উপন্যাস, গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
জন্ম: ১৮৯৮, বীরভূম, পশ্চিমবঙ্গ
-
পেশা: কথাসাহিত্যিক, রাজনীতিবিদ
-
প্রথম গল্প: ‘রসকলি’ (কল্লোল পত্রিকায় প্রকাশিত)
-
প্রসিদ্ধ ত্রয়ী উপন্যাস: ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম
-
উল্লেখযোগ্য উপন্যাস:
চৈতালি ঘূর্ণি, ধাত্রীদেবতা, কালিন্দী, কবি, হাঁসুলি বাঁকের উপকথা, গণদেবতা, আরগ্য, নিকেতন, পঞ্চপুণ্ডলী, রাধা ইত্যাদি -
প্রসিদ্ধ ছোটগল্প: রসকলি, বেদেনী, ডাকহরকরা
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
কুহেলিকা
B
বাঁধন-হারা
C
মৃত্যুক্ষুধা
D
জননী
বাঁধন-হারা হলো কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস
-
পূর্ণাঙ্গ প্রকাশ: ১৯২৭
-
উপন্যাসে ১৮টি পত্র রয়েছে
-
রচনা: কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে শুরু
-
প্রকাশ মাধ্যম: ধারাবাহিকভাবে মোসলেম ভারত পত্রিকায়
-
কেন্দ্রীয় চরিত্র: নায়ক নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
কাজী নজরুল ইসলাম
-
বাংলাদেশের জাতীয় কবি, অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
-
জন্ম: ২৪ মে ১৮৯৯, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খেতাব: ‘বিদ্রোহী কবি’
-
আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে পরিচিত
কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস:
-
বাঁধন-হারা (১৯২৭)
-
মৃত্যুক্ষুধা (১৯৩০)
-
কুহেলিকা (১৯৩১)
0
Updated: 1 month ago
মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী?
Created: 1 month ago
A
প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
B
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
C
প্রভাতকুমার শর্মা
D
প্রবোধকুমার শর্মা
মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন প্রভাবশালী এবং শক্তিমান লেখক। তিনি ১৯০৮ খ্রিষ্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। প্রকৃত নাম প্রবোধকুমার, এবং ‘মানিক’ ছিল তাঁর ডাকনাম।
মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্মে বাংলার সামাজিক, রাজনৈতিক ও মানবিক বাস্তবতার জীবন্ত চিত্র পাওয়া যায়। তাঁর উপন্যাসগুলোতে সাধারণ মানুষের জীবন, সংগ্রাম ও সম্পর্কের জটিলতা গভীরভাবে ফুটে ওঠে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
জননী
-
দিবারাত্রির কাব্য
-
পদ্মানদীর মাঝি
-
পুতুলনাচের ইতিকথা
-
শহরতলী
-
চিহ্ন
-
চতুষ্কোণ
-
সার্বজনীন
-
আরোগ্য
0
Updated: 1 month ago