রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের কাছ থেকে কোন উপাধিটি পেয়েছিলেন, যা পরে তিনি ত্যাগ করেন?
A
ব্যারন
B
নাইটহুড
C
লর্ড
D
বাহাদুর
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর ও নাইটহুড
-
৩রা জুন, ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে 'নাইটহুড' বা 'স্যার' উপাধি প্রদান করে।
-
পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (১৩ এপ্রিল ১৯১৯)-এর প্রতিবাদে ১৯১৯ সালের এপ্রিলে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার
-
মাত্র ৮ বছর বয়সে লিখেছিলেন প্রথম কবিতা হিন্দুমেলার উপহার
-
১৫ বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ: বনফুল
-
অর্জন: ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার, এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম
-
বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক হিসেবে পরিচিত
-
গীতিকার ও চিত্রশিল্পী হিসেবেও অবদান অনন্যসাধারণ
-
সাহিত্যকর্মের পরিমাণ:
-
৫৬টি কাব্যগ্রন্থ
-
৪টি গীতিপুস্তক
-
১১৯টি ছোটগল্প
-
৯টি ভ্রমণকাহিনী
-
২৯টি নাটক
-
১৯টি কাব্যনাট্য
-
২২৩২টি গান
-
২ হাজারের বেশি চিত্রাবলি
-
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে

0
Updated: 19 hours ago
'বেদান্তগ্রন্থ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 5 days ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
উইলিয়াম কেরি
C
রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
‘বেদান্তগ্রন্থ’ ১৮১৫ সালে রাজা রামমোহন রায় কর্তৃক ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা হিসেবে রচিত হয়। বাংলাগদ্যের ইতিহাসে এর গুরুত্ব অসাধারণ। এই গ্রন্থে তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে হিন্দুধর্মের মূল ভিত্তি পৌত্তলিকতা নয়, বরং ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য। এর ফলে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবল বিতর্ক সৃষ্টি হয়।
রামমোহন রায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হলো—
-
তিনি বাংলার নবজাগরণের আদি পুরুষ। জন্মগ্রহণ করেন ১৭৭২ সালের ২২ মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে।
-
১৮৩০ সালে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাঁকে ‘রাজা’ উপাধি প্রদান করেন এবং ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে পক্ষে ওকালতির জন্য ইংল্যান্ডে পাঠান।
-
২০ আগস্ট ১৮২৮ সালে তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় কলকাতায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
-
তিনি শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
তাঁর রচিত গ্রন্থের সংখ্যা প্রায় ৩০টি।
উৎস:

0
Updated: 5 days ago
রামপ্রসাদ সেন কোন ধরনের গানের জন্য বিশেষভাবে পরিচিত?
Created: 20 hours ago
A
রাজসঙ্গীত
B
লোকগীতি
C
শ্যামাসঙ্গীত
D
ভজনগীতি
রামপ্রসাদ সেন ছিলেন বাংলা ভক্তিগীতির, বিশেষ করে শ্যামাসঙ্গীতের শ্রেষ্ঠ রূপকার, এক সাধককবি ও গায়ক। তিনি সংসারের বিভিন্ন দুঃখ-কষ্টকে গৌরব মনে করে মায়ের উদ্দেশে গান রচনা করেছিলেন, যেমন: ‘আমি কি দুঃখেরে ডরাই’।
-
রামপ্রসাদ প্রচুর গান রচনা করেছিলেন, যার বেশির ভাগ আজ হারিয়ে গেছে।
-
কৃষ্ণচন্দ্র তাঁকে ‘কবিরঞ্জন’ উপাধিতে ভূষিত করেন।
-
তিনি ভক্তিভাব এবং রাগ ও বাউল সুরের মিশ্রণে একটি স্বতন্ত্র সুর সৃষ্টি করেন, যা বাংলা সঙ্গীতজগতে ‘রামপ্রসাদী সুর’ নামে পরিচিত।
-
রামপ্রসাদ নিজে এই সুরে কালী বা শ্যামার উদ্দেশে অনেক সঙ্গীত রচনা করেন, যা বিশেষভাবে শ্যামাসঙ্গীত নামে পরিচিত।

0
Updated: 20 hours ago
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতাঞ্জলি কাব্য কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 6 days ago
A
১৯১০ সালে
B
১৯১১ সালে
C
১৯১২ সালে
D
১৯১৩ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গীতাঞ্জলি’ তাঁর অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এটি মূলত ১৫৭টি গানের সংকলন, যেগুলো আসলে কবিতা হিসেবেই রচিত হয়েছিল। গানগুলো লেখা হয়েছিল ১৯০৮ ও ১৯০৯ সালে, আর কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয় ১৯১০ সালে।
‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ হলো Song Offerings, যা প্রকাশিত হয় ১৯১২ সালে। এর ভূমিকা লেখেন খ্যাতনামা ইংরেজ কবি W.B. Yeats। এই অনুবাদগ্রন্থের মাধ্যমেই রবীন্দ্রনাথ বিশ্বসাহিত্যে অমরত্ব লাভ করেন। Song Offerings-এর জন্যই তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যা তাঁকে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী করে তোলে।
রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
-
কবি-কাহিনী ইত্যাদি
উৎস:

0
Updated: 6 days ago