রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের কাছ থেকে কোন উপাধিটি পেয়েছিলেন, যা পরে তিনি ত্যাগ করেন?
A
ব্যারন
B
নাইটহুড
C
লর্ড
D
বাহাদুর
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর ও নাইটহুড
-
৩রা জুন, ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে 'নাইটহুড' বা 'স্যার' উপাধি প্রদান করে।
-
পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (১৩ এপ্রিল ১৯১৯)-এর প্রতিবাদে ১৯১৯ সালের এপ্রিলে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার
-
মাত্র ৮ বছর বয়সে লিখেছিলেন প্রথম কবিতা হিন্দুমেলার উপহার
-
১৫ বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ: বনফুল
-
অর্জন: ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার, এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম
-
বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক হিসেবে পরিচিত
-
গীতিকার ও চিত্রশিল্পী হিসেবেও অবদান অনন্যসাধারণ
-
সাহিত্যকর্মের পরিমাণ:
-
৫৬টি কাব্যগ্রন্থ
-
৪টি গীতিপুস্তক
-
১১৯টি ছোটগল্প
-
৯টি ভ্রমণকাহিনী
-
২৯টি নাটক
-
১৯টি কাব্যনাট্য
-
২২৩২টি গান
-
২ হাজারের বেশি চিত্রাবলি
-
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে
0
Updated: 1 month ago
'যুবনাশ্ব' কার ব্যবহৃত ছদ্মনাম?
Created: 1 month ago
A
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের
B
সতীনাথ ভাদুড়ীর
C
বিমল মিত্রের
D
মণীশ ঘটকের
বাংলা সাহিত্যে অনেক লেখক তাঁদের সৃষ্টিকর্মে ছদ্মনাম ব্যবহার করেছেন। মণীশ ঘটকের ছদ্মনাম ছিলো যুবনাশ্ব। অন্যদিকে আরও কয়েকজন খ্যাতনামা লেখকের ছদ্মনাম পাওয়া যায়।
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – যাযাবর
-
বিমল মিত্র – জাবালি
-
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত
উৎস:
0
Updated: 1 month ago
যদি X একটি নির্দিষ্ট দিকে চলে, তাহলে নিচের কোনটি সত্য?
Created: 1 month ago
A
Y এবং Z ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
B
Y ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং Z ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
C
Y ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং Z ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
D
Y এবং Z বিপরীত ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
প্রশ্ন: যদি X একটি নির্দিষ্ট দিকে চলে, তাহলে-
সমাধান:
আমরা জানি,
পরস্পর সংযুক্ত দুটি চাকা সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে X চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এবং চাকাগুলো সমান্তরাল বেল্ট দ্বারা যুক্ত আছে, তাই Y ও Z চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
0
Updated: 1 month ago
'ঘরে বাইরে' উপন্যাসটি কার লেখা?
Created: 2 months ago
A
আলাওল
B
কাজী দীন মহম্মদ
C
কাজী মোতাহের হোসেন
D
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘরে-বাইরে (উপন্যাস)
-
রবীন্দ্রনাথ ঠাকুর চলিত ভাষায় যে প্রথম উপন্যাসটি লেখেন সেটি হলো ঘরে-বাইরে।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯১৬ সালে।
-
এর পটভূমি হলো বাংলার স্বদেশি আন্দোলন।
-
এ উপন্যাসের কাহিনির সাথে পাশ্চাত্য লেখক রবার্ট লুই স্টিভেনসন-এর Prince Otto উপন্যাসের কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যায়।
-
স্টিভেনসনের Seraphina, Otto ও Gondremark চরিত্র তিনটি রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ চরিত্রের সাথে তুলনীয়।
-
তবে পার্থক্য হলো— স্টিভেনসনের কাহিনি ব্যঙ্গাত্মক এবং মিলনমুখী পরিসমাপ্তি ঘটলেও, রবীন্দ্রনাথের কাহিনি গভীর, গম্ভীর ও করুণ আবহে সমাপ্ত।
প্রধান চরিত্রসমূহ:
-
নিখিলেশ
-
বিমলা
-
সন্দীপ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ, চিত্রশিল্পী এবং সমাজ-সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।
-
পিতা: মহার্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
তিনি বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক। তাঁর প্রথম প্রকাশিত ছোটগল্প হলো ভিখারিণী।
-
১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভকারী প্রথম এশীয় ব্যক্তি।
-
১৯১৫ সালে ব্রিটিশ সরকার প্রদত্ত “নাইট” উপাধি লাভ করেন, কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে উপাধিটি ত্যাগ করেন।
রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
-
বৌঠাকুরাণীর হাট
-
প্রজাপতির নির্বন্ধ
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
গোরা
-
চতুরঙ্গ
-
রাজর্ষি
-
চার অধ্যায়
-
মালঞ্চ
-
দুই বোন
-
যোগাযোগ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, এবং বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago