রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন?
A
১৯০১
B
১৯১০
C
১৯২১
D
১৯৩০
উত্তরের বিবরণ
শান্তিনিকেতন প্রতিষ্ঠা
-
১৮৬৩ সালে আশ্রম হিসেবে শান্তিনিকেতনের যাত্রা শুরু।
-
রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার কাছ থেকে বিশ বিঘা জমি কিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। আশ্রমটি পশ্চিম বাংলার বীরভূম জেলার বোলপুরের কাছে অবস্থিত। উদ্দেশ্য ছিল গৃহী ব্যক্তিদের জাগতিক কাজ থেকে মুক্ত রেখে প্রার্থনায় সময় কাটানোর জন্য নির্জন আশ্রয় প্রদান।
-
১৮৮৮ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যেখানে অতিথিভবন, প্রার্থনা কক্ষ এবং ধর্মীয় সাহিত্যের জন্য গ্রন্থাগারের সংস্থান করা হয়।
-
১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য শান্তিনিকেতন আশ্রমে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
অর্জন: ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ, এশিয়ার বরেণ্য ব্যক্তি হিসেবে প্রথম।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
রচিত কাব্যগ্রন্থ:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখ্
-
কবি-কাহিনী ইত্যাদি

0
Updated: 19 hours ago
কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'ধূমকেতু' কোন ধরনের পত্রিকা?
Created: 19 hours ago
A
মাসিক
B
দৈনিক
C
অর্ধ-সাপ্তাহিক
D
বার্ষিক
'ধূমকেতু' পত্রিকা
-
সম্পাদনা: কাজী নজরুল ইসলাম
-
প্রকাশকাল: ১৯২২, অর্ধ-সপ্তাহিক পত্রিকা (সপ্তাহে দুবার প্রকাশিত)
-
প্রেক্ষাপট: বিশের দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলনের ব্যর্থতার পর সশস্ত্র বিপ্লববাদের পুনরাবির্ভাবে ধূমকেতু পত্রিকার তাৎপর্যপূর্ণ অবদান ছিল।
-
বিশেষত্ব: এক অর্থে পত্রিকাটি হয়ে উঠেছিল সশস্ত্র বিপ্লবীদের মুখপত্র।
-
প্রকাশক সংস্থা: ‘কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু, আয় চলে আয়রে ধূমকেতু’
-
২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হলে, ৮ নভেম্বর ওই সংখ্যা নিষিদ্ধ করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর পত্রিকার সাফল্য কামনা করে লিখেন:
'আয় চলে আয় রে ধূমকেতু
আঁধারে বাঁধ অগ্নিসেতু দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তাের বিজয়কেতন।'

0
Updated: 19 hours ago
বাংলা নাটক প্রথম অভিনীত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৭৯৫ সালে
B
১৭৯০ সালে
C
১৭৯৮ সালে
D
১৮৯৫ সালে
বাংলা নাটকের উৎস ও বিকাশ
-
আঠারো শতকের শেষদিকে নেপালে বাংলা নাটক রচিত ও অভিনীত হয়।
-
তবে বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে এসব নাটক কেবল কৌতূহল সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ ছিল, অন্য কোনো প্রভাব বিস্তার করতে পারেনি।
-
বাংলা নাটকের প্রথম অভিনয় অনুষ্ঠিত হয় ১৭৯৫ সালে।
-
রুশদেশীয় আগন্তুক হেরাসিম লেবেডফ কলকাতায় প্রথম ‘বেঙ্গল থিয়েটার’ নামে একটি রঙ্গালয় স্থাপন করেন।
-
তিনি The Disguise ও Love is the best Doctor নাটকগুলো বাংলা ভাষায় অনুবাদ করে এদেশীয় অভিনেতাদের দ্বারা অভিনয় করান।
-
এতে ভারতচন্দ্র রচিত গান সংযোজিত ছিল।
-
১৮৩১ সালে প্রসন্নকুমার ঠাকুর কলকাতায় ‘হিন্দু থিয়েটার’ প্রতিষ্ঠা করেন, যা প্রথম বাংলা নাট্যাভিনয়ের উপযোগী রঙ্গমঞ্চ।
-
সেখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের বিদ্যাসুন্দর অংশের নাট্যরূপ* অভিনীত হয়।
-
বাংলা মৌলিক নাটক রচনার সূচনা ঘটে ১৮৫২ সালে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি?
Created: 2 weeks ago
A
ভূমিপুত্র
B
মাটির জাহাজ
C
কাঁটাতারে প্রজাপতি
D
চিলেকোঠার সেপাই
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস
-
লেখক: আখতারুজ্জামান ইলিয়াস
-
ধরণ: মহাকাব্যোচিত উপন্যাস
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনের পূর্ববর্তী সময়, ঊনসত্তরের গণঅভ্যুত্থান
-
প্রধান চরিত্র: ওসমান
-
মূল বিষয়: উপন্যাসে ওসমানের চরিত্রের মাধ্যমে দেখা যায়, কীভাবে স্বাধীনতার লক্ষ্যে একটি বড় আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়েছিল। এখানে ইতিবাচক রাজনীতির প্রভাব ও বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রাথমিক রূপ ফুটে উঠেছে।
আখতারুজ্জামান ইলিয়াস
-
জন্ম: ১৯৪৩, গাইবান্ধা জেলা
-
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
-
-
ছোটগল্প:
-
অন্য ঘরে অন্য স্বর
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago