রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন?
A
১৯০১
B
১৯১০
C
১৯২১
D
১৯৩০
উত্তরের বিবরণ
শান্তিনিকেতন প্রতিষ্ঠা
-
১৮৬৩ সালে আশ্রম হিসেবে শান্তিনিকেতনের যাত্রা শুরু।
-
রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার কাছ থেকে বিশ বিঘা জমি কিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। আশ্রমটি পশ্চিম বাংলার বীরভূম জেলার বোলপুরের কাছে অবস্থিত। উদ্দেশ্য ছিল গৃহী ব্যক্তিদের জাগতিক কাজ থেকে মুক্ত রেখে প্রার্থনায় সময় কাটানোর জন্য নির্জন আশ্রয় প্রদান।
-
১৮৮৮ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যেখানে অতিথিভবন, প্রার্থনা কক্ষ এবং ধর্মীয় সাহিত্যের জন্য গ্রন্থাগারের সংস্থান করা হয়।
-
১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য শান্তিনিকেতন আশ্রমে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
অর্জন: ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ, এশিয়ার বরেণ্য ব্যক্তি হিসেবে প্রথম।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
রচিত কাব্যগ্রন্থ:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখ্
-
কবি-কাহিনী ইত্যাদি
0
Updated: 1 month ago
'প্রায়শ্চিত্ত' নাটকের চরিত্র নয় কোনটি?
Created: 2 months ago
A
উদয়াদিত্য
B
অমল
C
সুরমা
D
ধনঞ্জয়
‘প্রায়শ্চিত্ত’ নাটক
-
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৌঠাকুরাণীর হাট’ উপন্যাসের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
-
এটি প্রকাশিত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে।
-
নাটকটি পঞ্চাঙ্কের এবং বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক।
-
নাটকে টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি এবং গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস লক্ষ্য করা যায়।
-
‘প্রায়শ্চিত্ত’ নাটকের নতুন ও পরিবর্তিত সংস্করণ হলো ‘পরিত্রাণ’, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়।
‘প্রায়শ্চিত্ত’ নাটকের উল্লেখযোগ্য চরিত্র
-
ধনঞ্জয় বৈরাগী
-
সুরমা
-
উদয়াদিত্য
-
বিভা
অন্য নাটকের উল্লেখযোগ্য চরিত্র
-
ডাকঘর → অমল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ - কে লিখেছেন?
Created: 3 weeks ago
A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
B
শেখ হাসিনা
C
কাজী নজরুল ইসলাম
D
রবীন্দ্রনাথ ঠাকুর
0
Updated: 3 weeks ago
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
চৈতালী ঘূর্ণি
B
একটি কালো মেয়ের কথা
C
হাঁসুলি বাঁকের উপকথা
D
কালিন্দী
‘একটি কালো মেয়ের কথা’ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি গভীর মানবিক ও রাজনৈতিক তাৎপর্যমণ্ডিত উপন্যাস, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মানবতার করুণ চিত্র, নারীর যন্ত্রণা এবং জাতির আত্মত্যাগ একত্রে ফুটে উঠেছে। এটি শুধু একটি কাহিনি নয়, বরং স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রামের সময়কার বাংলাদেশের মানসিক ও নৈতিক অবস্থার প্রতিচ্ছবি।
-
‘একটি কালো মেয়ের কথা’ হলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বিষয়ক উপন্যাস, যা ১৯৭১ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
-
এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস, যেখানে তিনি জীবনের অন্তিম পর্যায়ে এসে স্বাধীনতার আদর্শ ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে এক অসাধারণ সাহিত্যকর্ম সৃষ্টি করেন।
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নাজমা, এক কালো মেয়ে, যিনি সীমান্ত পেরোনোর সময় ‘স্পাই’ সন্দেহে ধরা পড়ে এবং ভারতীয় পুলিশ অফিসার ডেভিড আর্মস্ট্রং-এর সামনে জবানবন্দি দেন।
-
নাজমা পাকিস্তানি সেনাদের এক পাঞ্জাবি সৈন্যের হাতে নির্যাতিতা ও সন্তানহারা নারী, যার কণ্ঠে বাংলাদেশের নারীসমাজের যন্ত্রণা ও মুক্তির আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে।
-
নাজমা উপন্যাসে ১৯৭১ সালের বাংলাদেশের প্রতিরূপে রূপায়িত, যেখানে তাঁর নিপীড়ন, দুঃখ ও প্রতিবাদ একাত্তরের রক্তাক্ত ইতিহাসের প্রতীক হয়ে উঠেছে।
-
উপন্যাসটির ভাষা সংযত হলেও এতে রয়েছে অতল বেদনা, মানবিকতা ও মুক্তির আকুলতা।
-
লেখক এই রচনায় রাজনীতি, ইতিহাস ও মানবিক অনুভূতির সমন্বয়ে এক বাস্তবধর্মী শিল্পরূপ সৃষ্টি করেছেন।
-
এটি তারাশঙ্করের সাহিত্যজীবনের এক সমাপ্তিমূলক সৃষ্টিকর্ম, যেখানে তাঁর মানবতাবাদী চিন্তা ও সমাজচেতনা পরিপূর্ণভাবে বিকশিত হয়েছে।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
-
তিনি বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক, যিনি বাস্তববাদ, সমাজচিত্র ও মানবমনের জটিলতা সাহিত্যরূপে প্রকাশে অনন্য।
-
জন্ম: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে, এক জমিদার পরিবারে।
-
তাঁর সাহিত্যকর্মে গ্রামীণ সমাজ, দরিদ্র মানুষের জীবনসংগ্রাম ও মানবিক সম্পর্কের টানাপোড়েন গভীরভাবে ফুটে ওঠে।
প্রধান উপন্যাসসমূহ:
-
চৈতালী ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
গণদেবতা
-
পঞ্চগ্রাম
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
একটি কালো মেয়ের কথা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে মানবিক বোধ, সামাজিক দায়িত্ববোধ ও জাতীয় চেতনা একসঙ্গে মিশে আছে, আর ‘একটি কালো মেয়ের কথা’ তাঁর সেই জীবনদর্শনের সর্বোচ্চ প্রকাশ।
0
Updated: 1 month ago