কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?
A
কুহেলিকা
B
বাঁধন-হারা
C
মৃত্যুক্ষুধা
D
জননী
উত্তরের বিবরণ
বাঁধন-হারা হলো কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস
-
পূর্ণাঙ্গ প্রকাশ: ১৯২৭
-
উপন্যাসে ১৮টি পত্র রয়েছে
-
রচনা: কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে শুরু
-
প্রকাশ মাধ্যম: ধারাবাহিকভাবে মোসলেম ভারত পত্রিকায়
-
কেন্দ্রীয় চরিত্র: নায়ক নুরুল হুদা
-
অন্যান্য চরিত্র: রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ
কাজী নজরুল ইসলাম
-
বাংলাদেশের জাতীয় কবি, অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
-
জন্ম: ২৪ মে ১৮৯৯, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম
-
ডাক নাম: দুখু মিয়া
-
খেতাব: ‘বিদ্রোহী কবি’
-
আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে পরিচিত
কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস:
-
বাঁধন-হারা (১৯২৭)
-
মৃত্যুক্ষুধা (১৯৩০)
-
কুহেলিকা (১৯৩১)

0
Updated: 19 hours ago
'গীতগোবিন্দম্' - গ্রন্থটি মধ্যযুগের কোন ধারার সাহিত্য?
Created: 5 days ago
A
বৈষ্ণব পদাবলি
B
রোমান্টিক প্রণয়োপাখ্যান
C
মঙ্গলকাব্য
D
লোকসাহিত্য
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি।
মুখ্য তথ্যসমূহ—
-
বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বা আদিকবি বলা হয়। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন, তবে এটি সংস্কৃত ভাষায় রচিত।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন এবং তাঁকে ব্রজবুলি ভাষায় আদি কবি বলা হয়; তিনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে পাঁচটি রস বিদ্যমান:
১. শান্তরস
২. দাস্যরস
৩. সখ্যরস
৪. বাৎসল্যরস
৫. মধুররস (শৃঙ্গার রস)
উৎস:

0
Updated: 5 days ago
'সারেং বৌ' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
সৈয়দ শামসুল হক
B
শহীদুল্লা কায়সার
C
হাসান আজিজুল হক
D
আবু ইসহাক
• ‘সারেং বৌ’ (উপন্যাস):
-
‘সারেং বৌ’ বিখ্যাত উপন্যাসটি রচিত হয় ১৯৬২ সালে।
-
এতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম চিত্রিত হয়েছে।
শহীদুল্লাহ কায়সার:
-
১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পূর্ণ নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
-
তিনি প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের সহোদর।
-
তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ হলো ‘পেশোয়ার থেকে তাসখন্দ’।
-
তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ হলো ‘রাজবন্দীর রোজনামচা’।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
-
কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'জয়গুন' কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র?
Created: 1 week ago
A
সূর্য-দীঘল বাড়ী
B
সংশপ্তক
C
সারেং বৌ
D
পদ্মা নদীর মাঝি
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
রচয়িতা: আবু ইসহাক
-
প্রকাশ: ১৯৫৫
-
বিষয়: সামাজিক উপন্যাস; বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত চিত্র
-
পটভূমি: বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ
-
কেন্দ্রীয় চরিত্র: জয়গুন
অন্যান্য চরিত্রসমূহ:
-
হাসু
-
মায়মুন
-
শাফি
-
ডা. রমেশ চক্রবর্তী
-
মোরল গদু
আবু ইসহাক সম্পর্কে:
-
জন্ম: ১ নভেম্বর ১৯২৬, শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রাম
-
কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় ‘অভিশাপ’ গল্প প্রকাশিত
-
অন্যান্য প্রকাশনা: সওগাত, আজাদ প্রভৃতি পত্রিকায় রচনা
-
মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি ২০০৩, ঢাকা
অন্য রচনাসমূহ:
-
উপন্যাস: পদ্মার পলিদ্বীপ, জাল
-
গল্পগ্রন্থ: হারেম, মহাপতঙ্গ

0
Updated: 1 week ago