নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রাজনৈতিক উপন্যাস?
A
বাঁধান-হারা
B
মৃত্যুক্ষুধা
C
রিক্তের বেদন
D
কুহেলিকা
উত্তরের বিবরণ
কুহেলিকা একটি রাজনৈতিক উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে কলকাতা থেকে প্রকাশিত মাসিক নওরোজ পত্রিকায়। পরে, ১৯৩১ খ্রিষ্টাব্দে উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
কাজী নজরুল ইসলাম:
-
২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
ডাক নাম ছিল 'দুখু মিয়া'।
-
বাংলা সাহিত্যে তিনি 'বিদ্রোহী কবি' নামে পরিচিত।
-
আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।
-
কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
-
সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন।
-
তিনি বাংলাদেশের জাতীয় কবি।
-
২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
-
-
কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য উপন্যাস:
-
বাঁধন হারা
-
মৃত্যু-ক্ষুধা
-
0
Updated: 1 month ago
শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
Created: 3 months ago
A
বনী আদম
B
জননী
C
চৌরসন্ধি
D
ক্রীতদাসের হাসি
‘ক্রীতদাসের হাসি’ উপন্যাস
- শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস ক্রীতদাসের হাসি।
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালােচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।
- বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দি ও অত্যাচার করে।
- তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয় ১৯৬৬ সালে।
-------------------------
• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ - শওকত ওসমান রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস-
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী,
- চৌরসন্ধি,
• শওকত ওসমান রচিত নাটক-
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'মধুমালতী' - গ্রন্থটি মধ্যযুগের কোন ধারার সাহিত্য?
Created: 1 month ago
A
মর্সিয়া সাহিত্য
B
জীবনী সাহিত্য
C
রোমান্টিক প্রণয়োপাখ্যান
D
বৈষ্ণব পদাবলি
‘রোমান্টিক প্রণয়োপাখ্যান’ মধ্যযুগের এক বিশেষ সাহিত্যধারা, যা মূলত মুসলিম চরিত্রনির্ভর এবং প্রণয়কাহিনি-আশ্রিত। এটি অনুবাদ সাহিত্যের অন্তর্ভুক্ত, যেখানে মুসলমান সাহিত্যিকরা বিদেশি কাহিনি অনুবাদ ও রূপান্তরের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করেন।
এই ধারার উল্লেখযোগ্য অনুবাদ সাহিত্য হলো—
-
ইউসুফ-জোলেখা
-
লায়লী মজনু
-
মধুমালতী
-
গুলে বকাওলী
-
চন্দ্রাবতী
-
পদ্মাবতী
-
সতীময়না-লোর-চন্দ্রানী ইত্যাদি
এই ধারার প্রধান কবিগণ হলেন—
-
শাহ মুহম্মদ সগীর
-
সৈয়দ সুলতান
-
আবদুল হাকিম
-
আলাওল
-
কোরেশী মাগন ঠাকুর প্রমুখ
উৎস:
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটে-
Created: 1 month ago
A
কৃষ্ণকুমারী নাটকে
B
তিলোত্তমাসম্ভব কাব্যে
C
পদ্মাবতী নাটকে
D
মেঘনাদবধ কাব্যে
মাইকেল মধুসূদন দত্ত ছিলেন একজন মহাকবি ও নাট্যকার, যিনি বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো:
-
তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক।
-
তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
-
প্রথমবার অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)।
-
অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো তিলোত্তমাসম্ভব কাব্য।
-
প্রথম কাব্যগ্রন্থ যা তিনি রচনা করেন তা হলো দ্য ক্যাপটিভ লেডি, যা ইংরেজিতে রচিত।
মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য কাব্যগুলো হলো:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস:
0
Updated: 1 month ago