নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রাজনৈতিক উপন্যাস?
A
বাঁধান-হারা
B
মৃত্যুক্ষুধা
C
রিক্তের বেদন
D
কুহেলিকা
উত্তরের বিবরণ
কুহেলিকা একটি রাজনৈতিক উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৩৩৪ বঙ্গাব্দের আষাঢ় মাসে কলকাতা থেকে প্রকাশিত মাসিক নওরোজ পত্রিকায়। পরে, ১৯৩১ খ্রিষ্টাব্দে উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
কাজী নজরুল ইসলাম:
-
২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
-
ডাক নাম ছিল 'দুখু মিয়া'।
-
বাংলা সাহিত্যে তিনি 'বিদ্রোহী কবি' নামে পরিচিত।
-
আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।
-
কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই।
-
সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন।
-
তিনি বাংলাদেশের জাতীয় কবি।
-
২৯ আগস্ট ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।
-
-
কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য উপন্যাস:
-
বাঁধন হারা
-
মৃত্যু-ক্ষুধা
-

0
Updated: 19 hours ago
'হাঁসুলী বাঁকের উপকথা' কোন ধরনের উপন্যাস?
Created: 6 days ago
A
ঐতিহাসিক উপন্যাস
B
আঞ্চলিক উপন্যাস
C
রাজনৈতিক উপন্যাস
D
মহাকাব্যিক উপন্যাস
‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাস
-
এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি আঞ্চলিক উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৪৭ সালে।
-
উপন্যাসে বীরভূমের কাহার সম্প্রদায়ের জীবন, তাদের সংস্কৃতি, ধর্মবিশ্বাস, আচার-আচরণ ও লোককথা আন্তরিকভাবে উপস্থাপন করা হয়েছে।
-
কাহিনীর মূল ধারা: একদিকে সম্প্রদায়ের আত্মবিরোধ, পরিবর্তন ও বিলুপ্তি, অন্যদিকে প্রাচীন সমাজের সঙ্গে নতুন পরিবর্তমান জগতের সংঘাত।
আঞ্চলিক উপন্যাস:
-
কোনো বিশেষ অঞ্চলের মানুষের জীবনযাপন, তাদের হাসি-কান্না, আচরণ ও উচ্চারণের স্বতঃসিদ্ধ চিত্র তুলে ধরা উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা হয়।
-
পরিচিত আঞ্চলিক উপন্যাসের উদাহরণ:
-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় – আরণ্যক
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – হাঁসুলি বাঁকের উপকথা
-
সতীনাথ ভাদুড়ি – ঢোঁড়াই চরিত মানস
-
দেবেশ রায় – তিস্তাপারের বৃত্তান্ত
-
আলাউদ্দীন আল আজাদ – কর্ণফুলী
-
অদ্বৈত মল্লবর্মণ – তিতাস একটি নদীর নাম
-

0
Updated: 6 days ago
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
মৃত্যুক্ষুধা
B
আলেয়া
C
ঝিলিমিলি
D
মধুমালা
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা।
- মৃত্যুক্ষুধা ।
- কুহেলিকা।
• 'মৃত্যুক্ষুধা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩১ সালে।
- নারী জীবনের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়েছে।
- দারিদ্য, ক্ষুধা, দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে সপরিবারে মেজ-বৌয়ের মুসলিম থেকে খ্রিষ্ট ধর্মান্তর গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে গল্পে। অন্যদিকে গল্পের নায়কা রুবি আনসারকে ভালোবাসালেও রুবির পিতা তাকে বিয়ে দেয় আইসিএস পরীক্ষার্থী মোয়াজ্জেমের সঙ্গে। মোয়াজ্জেমের মৃত্যুর পর বিধবা রুবির জীবনে নেমে আসে সমাজের বিধিনিষেধ।
• ‘বাঁধন-হারা' উপন্যাস:
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
• 'কুহেলিকা' উপন্যাস:
- ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় 'কুহেলিকা' উপন্যাস প্রকাশ আরম্ভ হয়।
- গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দে(১৯৩১)।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, ''ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।''
অন্যদিকে,
• কাজী নজরুল ইসলাম রচিত তাঁর রচিত গীতিনাট্য: আলেয়া, মধুমালা।
• কাজী নজরুল ইসলাম রচিত তিনটি ছোট নাটকের গ্রন্থ হচ্ছে ঝিলিমিলি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'রত্নবতী' কোন ধরনের গ্রন্থ?
Created: 1 month ago
A
নাটক
B
উপন্যাস
C
প্রহসন
D
গল্পগ্রন্থ
রত্নবতী (মীর মশাররফ হোসেন)
-
লেখক: মীর মশাররফ হোসেন
-
প্রকাশ: ১৮৬৯
-
বিশেষত্ব:
-
মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম গ্রন্থ যা ঐতিহাসিকভাবে মূল্যবান
-
রূপকথা জাতীয় শিক্ষামূলক দীর্ঘ গল্প
-
-
মূল বিষয়:
-
রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ‘ধন বড় না বিদ্যা বড়’ বিতর্ক ও তার সমাধান
-
মীর মশাররফ হোসেন
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া
-
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক
-
সাংবাদিকতা:
-
সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা-র মফঃস্বল সংবাদদাতা
-
পত্রিকা আজিজননেহার ও হিতকরী সম্পাদনা
-
-
সাহিত্যিক অবদান:
-
বঙ্কিমযুগের প্রধান গদ্যশিল্পী
-
উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ
-

0
Updated: 1 month ago