’ক্রন্দসী’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A
সুকান্ত ভট্টাচার্য
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
হুমায়ুন কবির
D
হুমায়ুন আজাদ
উত্তরের বিবরণ
সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন কবি, প্রাবন্ধিক এবং পত্রিকা সম্পাদক। তিনি ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে জন্মগ্রহণ করেন। ত্রৈমাসিক পরিচয় পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি সাহিত্যজগতে স্থায়ী আসন লাভ করেন। সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের একজন। তিনি ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ অনুসরণ করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ তন্বী তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের বিশেষ বৈশিষ্ট্য। বাংলা কবিতায় দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ ঘটানো এবং বাংলা গদ্যের আধুনিক রূপপ্রবর্তনের কৃতিত্বও তাঁর। তিনি ১৯৬০ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থ
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
ক্রন্দসী
-
উত্তরফাল্গুনী
-
সংবর্ত
-
প্রতিদিন
-
দশমী
তাঁর রচিত অনুবাদ-কাব্যগ্রন্থ
-
প্রতিধ্বনি
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় -
Created: 2 months ago
A
১২০১ - ১৫০০ সাল
B
৯৫০ - ১৩৫০ সাল
C
১২০১-১৩৫০ সাল
D
১২০১-১৪৫০ সাল
বাংলা সাহিত্যের মধ্যযুগ
-
সময়কাল: প্রায় চার শতাব্দী
-
ভাগ:
-
প্রাকচৈতন্য যুগ: ১২০১ - ১৫০০
-
চৈতন্য যুগ: ১৫০১ - ১৬০০
-
চৈতন্য পরবর্তী যুগ: ১৬০১ - ১৮০০
-
-
বিশেষ উল্লেখ:
-
১২০১-১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 2 months ago
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
রাজসিংহ
B
দুর্গেশনন্দিনী
C
কৃষ্ণকান্তের উইল
D
কপালকুণ্ডলা
দুর্গেশনন্দিনী
-
রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যে গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে
-
পেশা: ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের প্রধান পুরুষ
-
বাংলা উপন্যাসে অবদান: ‘রাজমোহনস ওয়াইফ’ (ইংরেজিতে) থেকে শুরু করে বাংলা সাহিত্যে উপন্যাস ধারার প্রবর্তক
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
-
0
Updated: 2 months ago
'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত?
Created: 2 months ago
A
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
B
মুক্তিযুদ্ধ
C
ভাষা আন্দোলন
D
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
চিলেকোঠার সেপাই
-
রচয়িতা: আখতারুজ্জামান ইলিয়াস
-
ধরন: মহাকাব্যোচিত উপন্যাস
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের গণঅভ্যুত্থান
-
প্রধান চরিত্র: ওসমান
-
কাহিনি: চিলেকোঠার ছোট্ট ঘরে বাস করলেও, স্বাধীনতার লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের সঙ্গে ওসমানের সংযোগের গল্প
আখতারুজ্জামান ইলিয়াস
-
জন্ম: ১৯৪৩, ১২ ফেব্রুয়ারি, গাইবান্ধা জেলা, গোহাটি গ্রাম
-
পরিচিতি: কথাসাহিত্যিক
রচিত গ্রন্থসমূহ
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খােয়াবনামা
গল্পগ্রন্থ:
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago