’বাউণ্ডেলের আত্মকাহিনী’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A
ধুমকেতু
B
কল্লোল
C
মোসলেম ভারত
D
সওগাত
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ডাক নাম ছিল 'দুখু মিয়া'। বাংলা সাহিত্যে তাঁকে 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত, এবং আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাতি লাভ করেন। কবি ও শিল্পী জীবনের শুরু লেটোদল থেকে হয়। সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত। ২৯ আগস্ট ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
-
প্রথম প্রকাশিত গল্প:
-
বাউণ্ডেলের আত্মকাহিনী
-
এটি ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
-
-
কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
0
Updated: 1 month ago
'সবুজপত্র' পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 3 months ago
A
১৮৪৩ সালে
B
১৯১১ সালে
C
১৯১৪ সালে
D
১৯১৮ সালে
'সবুজপত্র' পত্রিকা:
-
বিংশ শতাব্দীর বাংলায় আধুনিকতার বাহক বাংলা সাময়িকী।
-
প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪ সালের) ২৫ বৈশাখ।
-
এ ধরনের সাময়িকী প্রকাশের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীকে উৎসাহ প্রদান করেছিলেন।
-
প্রমথ চৌধুরী নতুন সাহিত্য রীতি প্রবর্তনের প্রচেষ্টায় কথ্য বাংলাকে অগ্রাধিকার দেন, যা ‘বীরবলী’ ভাষা (তাঁর ছদ্মনাম ‘বীরবল’ থেকে) হিসেবে পরিচিতি পায়।
-
সবুজপত্রের প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত এবং সম্পাদকের নিজস্ব লেখা সন্নিবেশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 3 months ago
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Created: 3 months ago
A
কল্লোল
B
সবুজপত্র
C
বঙ্গদর্শন
D
কালিকলম
বাংলা সাহিত্যে কথ্য গদ্যের প্রচলনে ‘সবুজপত্র’ পত্রিকার বিশেষ ভূমিকা রয়েছে।
‘সবুজপত্র’ পত্রিকা সম্পর্কে কিছু তথ্য:
-
এটি ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
-
বাংলা বর্ষ ১৩২১ সালে পত্রিকাটি প্রকাশ শুরু করে।
-
বাংলা গদ্যের ধাঁচ বদলে চলিত গদ্যরীতি চালু করতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এর আগে যেভাবে সাধু গদ্য লেখা হতো, ‘সবুজপত্র’ সেই ধাঁচ থেকে আলাদা হয়ে কথ্য ভাষার গদ্য প্রচলন করে।
-
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে কথ্য গদ্যের স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পরবর্তীতে তা ব্যবহার করেন।
-
সাহিত্য জগতে ‘সবুজপত্র’ পত্রিকা ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি সাহিত্য দল গঠনের পথ তৈরি করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি প্রথন কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
বিচিত্রা
B
মোসলেম ভারত
C
মোহাম্মদী
D
পূর্বাশা
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস
-
রচয়িতা: অদ্বৈত মল্লবর্মণ।
-
বিষয়বস্তু: কুমিল্লা জেলার তিতাস নদীতীরের ধীবর (জেলে) সমাজের রীতিনীতি, ধর্ম-সংস্কার, উৎসব ও জীবনযাপনের চিত্রায়ন।
-
প্রকাশ: প্রথম প্রকাশ ১৩৫২ বঙ্গাব্দে মোহাম্মদী পত্রিকায় এবং গ্রন্থাকারে প্রকাশ ১৯৫৬ সালে।
-
চলচ্চিত্র: ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক উপন্যাসটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন।
-
কাহিনীর কেন্দ্র: কোনো মানুষ নয়, নদী ‘তিতাস’।
-
উল্লেখযোগ্য চরিত্র: কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী, মনমালী।
-
জনপ্রিয় উক্তি:
-
‘মনের মত মানুস পাইলাম না।’ — জনৈক মালো যুবক
-
‘তোমার আমার ঘরই নাই, তার আবার মানুষ।’ — করমালী
-
0
Updated: 1 month ago