’বাউণ্ডেলের আত্মকাহিনী’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A
ধুমকেতু
B
কল্লোল
C
মোসলেম ভারত
D
সওগাত
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ডাক নাম ছিল 'দুখু মিয়া'। বাংলা সাহিত্যে তাঁকে 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত, এবং আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাতি লাভ করেন। কবি ও শিল্পী জীবনের শুরু লেটোদল থেকে হয়। সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত। ২৯ আগস্ট ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
-
প্রথম প্রকাশিত গল্প:
-
বাউণ্ডেলের আত্মকাহিনী
-
এটি ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়।
-
-
কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-

0
Updated: 19 hours ago
“সমাচার দর্পণ” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Created: 1 month ago
A
জেমস অগাস্টাস হিকি
B
জেমস সিল্ক বাকিংহাম
C
ভবানীচরণ ব্যানার্জি
D
জন ক্লার্ক মার্শম্যান
সমাচার দর্পণ:
-
এটি বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
-
প্রকাশ: শ্রীরামপুর মিশন থেকে, সম্পাদনা করেছেন জন ক্লার্ক মার্শম্যান।
-
প্রথম সংখ্যা প্রকাশ: ১৮১৮ সালের ২৩ মে (১০ জ্যৈষ্ঠ, ১২২৫) শনিবার।
-
পত্রিকাটির মূল্য ছিল মাসিক দেড় টাকা।
-
১৮২৯ সাল থেকে পত্রিকাটি দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) করা হয়।
-
১৮৩২ সাল থেকে সপ্তাহে দুইবার প্রকাশের ব্যবস্থা করা হয়; প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১১ জানুয়ারি, বুধবার।
-
১৮৪০ সালের ১ জুলাই থেকে সম্পাদকের ওপর নতুন বাংলা সাপ্তাহিক পত্র গভর্নমেন্ট গেজেট সম্পাদনার ভার ন্যস্ত হওয়ায় ২৫ ডিসেম্বর ১৮৪১ তারিখে সমাচার দর্পণের শেষ সংখ্যা প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
Created: 1 month ago
A
মোজাম্মেল হক
B
মোহাম্মদ আকরম খাঁ
C
মোহাম্মদ নাসিরুদ্দিন
D
আবুল কালাম শামসুদ্দিন
'সওগাত' পত্রিকা:
-
১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়।
-
কাজী নজরুল ইসলাম ছিলেন সওগাতের প্রধান লেখকদের একজন।
- তিনি করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামে একটি ছোট গল্প পাঠান।
- এটিই তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখা। -
সওগাতের অন্যান্য প্রধান লেখক: বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ, আবুল ফজল।
-
এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এতে লিখেছেন।
অন্য পত্রিকা ও সম্পাদক:
-
মোহাম্মদ মোজাম্মেল হক – 'মোসলেম ভারত'
-
মোহাম্মদ আকরাম খাঁ – সাপ্তাহিক 'মোহাম্মদী'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
Created: 1 week ago
A
সাধনা
B
বঙ্গদর্শন
C
সংবাদ প্রভাকর
D
ভারতী
সংবাদ প্রভাকর:
-
সংবাদ প্রভাকর ছিল একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা।
-
প্রথম প্রকাশ: ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ)।
-
প্রকাশক: ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)।
-
পত্রিকা প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
-
ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর কারণে ১৮৩২ সালের ২৫ মে প্রকাশিত ৬৯তম সংখ্যার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
-
মৃত্যুর চার বছর পর তিনি পুনরায় সংবাদ প্রভাকর প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন।
-
১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে পত্রিকাটি বারত্রয়িক রূপে প্রকাশিত হতে থাকে।
-
পুনরায় পত্রিকা প্রকাশে পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার সহযোগিতা প্রদান করে।
-
১৮৩৯ সালের ১৪ জুন, ‘সংবাদ প্রভাকর’ বাংলায় প্রকাশিত সর্বপ্রথম দৈনিক পত্রিকা হিসেবে আবির্ভূত হয়।
অন্য পত্রিকা ও সম্পাদক:
-
সাধনা: সম্পাদক সুধীন্দ্রনাথ দত্ত
-
বঙ্গদর্শন: সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
ভারতী: সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

0
Updated: 1 week ago