কাজী নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
A
রিক্তের বেদন
B
শিউলিমালা
C
ব্যথার দান
D
বাউন্ডেলের আত্মকাহিনী
উত্তরের বিবরণ
ব্যথার দান গল্পগ্রন্থটি ১৯২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং এতে মোট ছয়টি গল্প সংকলিত হয়। এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।
গ্রন্থভুক্ত গল্পগুলো
-
ব্যথার দান
-
হেনা
-
অতৃপ্ত কামনা
-
বাদল-বরিষণে
-
ঘুমের ঘোরে
-
রাজবন্দীর চিঠি
কাজী নজরুল ইসলাম
-
তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
তাঁর জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
বিখ্যাত গল্পগ্রন্থগুলো
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
0
Updated: 1 month ago
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম—
Created: 1 month ago
A
কালকূট
B
সুনন্দ
C
জাবালি
D
চিত্রগুপ্ত
• নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম — সুনন্দ।
অন্যদিকে,
- সমরেশ বসুর ছদ্মনাম- কালকূট ও ভ্রমর।
- বিমল মিত্রের ছদ্মনাম- জাবালি।
- সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম- চিত্রগুপ্ত।
0
Updated: 1 month ago
'চারুমুখ চিত্তহারা' রোমিও জুলিয়েটে'র অনুবাদ নাটকটি কার রচনা?
Created: 1 month ago
A
রামনারায়ণ তর্করত্ন
B
হরচন্দ্র ঘোষ
C
গিরিশচন্দ্র ঘোষ
D
মনোমোহন বসু
অনুবাদ নাটক বাংলা নাটকের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র প্রস্তুত করেছিল। এই প্রসঙ্গে হরচন্দ্র ঘোষের অনুবাদ নাটক বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
ভানুমতী চিত্তবিলাস (১৮৫২): শেক্সপীয়রের মার্চেন্ট অব ভেনিস এর ভাবানুবাদ।
-
চারুমুখ চিত্তহারা (১৮৬৪): শেক্সপীয়রের রোমিও জুলিয়েট এর ভাবানুবাদ নাটক।
0
Updated: 1 month ago
ফররুখ আহমদের কোন গ্রন্থটি শিশুতোষ রচনা?
Created: 1 month ago
A
নৌফেল ও হাতেম
B
হাতেমতায়ী
C
পাখির বাসা
D
হাবেদা মরুর কাহিনী
ফররুখ আহমদ রচিত শিশুতোষ গ্রন্থ হলো পাখির বাসা। ১৯৬৬ সালে এই গ্রন্থটির জন্য তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে শিশুতোষ রচনায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
ফররুখ আহমদ
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
তিনি মুসলিম পুনর্জাগরণবাদী কবি হিসেবে খ্যাত।
-
তাঁর প্রথম প্রকাশিত এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি।
-
মুহূর্তের কবিতা তাঁর রচিত একটি সনেট সংকলন।
কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
0
Updated: 1 month ago