কাজী নজরুলের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ কোনটি?
A
রিক্তের বেদন
B
শিউলিমালা
C
ব্যথার দান
D
বাউন্ডেলের আত্মকাহিনী
উত্তরের বিবরণ
ব্যথার দান গল্পগ্রন্থটি ১৯২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং এতে মোট ছয়টি গল্প সংকলিত হয়। এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ।
গ্রন্থভুক্ত গল্পগুলো
-
ব্যথার দান
-
হেনা
-
অতৃপ্ত কামনা
-
বাদল-বরিষণে
-
ঘুমের ঘোরে
-
রাজবন্দীর চিঠি
কাজী নজরুল ইসলাম
-
তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
তাঁর জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
বিখ্যাত গল্পগ্রন্থগুলো
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা

0
Updated: 19 hours ago
'গেরিলা' কবিতাটি শামসুর রাহমান রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
B
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
C
রৌদ্র করোটিতে
D
বন্দী শিবির থেকে
শামসুর রাহমান ও 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থের নাম: বন্দী শিবির থেকে
-
প্রকাশকাল: ১৯৭২ সালের জানুয়ারি, কলকাতা
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া অবস্থায় লেখা
-
ছদ্মনাম: “মজলুম আদিব” (দেশ পত্রিকায় লেখা)
-
বিখ্যাত কবিতা:
-
গেরিলা
-
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
রক্তাক্ত প্রান্তরে
-
-
প্রারম্ভে: ‘পুর্বলেখ’ শিরোনামে রচনার প্রেক্ষাপট বর্ণনা

0
Updated: 1 month ago
সংস্কৃত ভাষায় চৈতন্যদেবের জীবনী কাব্য রচনা করেন কে?
Created: 1 week ago
A
বৃন্দাবন দাস
B
মুরারি গুপ্ত
C
লোচন দাস
D
কৃষ্ণদাস কবিরাজ
চৈতন্যদেবের জীবনী কাব্য
চৈতন্যদেবের জীবনী বাংলা ও সংস্কৃত ভাষায় বিভিন্ন কাব্যগ্রন্থে রচিত হয়েছে।
-
প্রথম জীবনী লেখক (সংস্কৃত)
-
মুরারি গুপ্ত – কৃতিত্বের অধিকারী।
-
কাব্যের নাম: শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম, সাধারণভাবে পরিচিত মুরারি গুপ্তের কড়চা।
-
-
বাংলা ভাষার প্রথম জীবনী কাব্য
-
বৃন্দাবন দাস – কাব্যটির নাম প্রথমে চৈতন্যামঙ্গল, পরে ভাগবতের প্রভাব ও লীলা পর্যায় দেখে নামকরণ করা হয় চৈতন্যভাগবত।
-
সম্ভাব্য রচনাকাল: ১৫৪৮ খ্রিষ্টাব্দ।
-
-
বাংলা ভাষার দ্বিতীয় জীবনী কাব্য
-
লোচন দাস – কাব্যের নাম চৈতন্য-চরিতামৃত।
-
-
বাংলা ভাষায় অদ্বিতীয় ও সর্বাপেক্ষা তথ্যবহুল জীবনী কাব্য
-
কৃষ্ণদাস কবিরাজ – কাব্যের নাম চৈতন্য-চরিতামৃত।
-

0
Updated: 1 week ago
জহির রায়হানের রচিত ‘সূর্যগ্রহণ’ কোন ধরনের রচনা?
Created: 1 day ago
A
নাটক
B
গল্পগ্রন্থ
C
উপন্যাস
D
প্রবন্ধ
বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতে জহির রায়হান ছিলেন এক অনন্য নাম। তিনি যেমন একজন প্রখ্যাত কথাশিল্পী, তেমনি ছিলেন দক্ষ চলচ্চিত্র পরিচালকও। তাঁর রচিত ‘সূর্যগ্রহণ’ একটি সুপরিচিত গল্পগ্রন্থ, যা তাঁকে সাহিত্যের জগতে বিশেষভাবে প্রতিষ্ঠিত করে।
জহির রায়হান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
-
জন্ম: ১৯৩৫ সালে, ফেনী জেলায়।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক ছিলেন।
-
সুপরিচিত গল্পগ্রন্থ: সূর্যগ্রহণ।
-
পরিচালিত প্রথম চলচ্চিত্র: কখনো আসেনি।
-
প্রথম রঙিন চলচ্চিত্র: সঙ্গম।
-
প্রথম সিনেমাস্কোপ ছবি: বাহানা।
-
তাঁর নির্মিত চলচ্চিত্র ‘কাঁচের দেয়াল’ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার অর্জন করে।
-
উপন্যাস ‘হাজার বছর ধরে’-এর জন্য তিনি আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন।
রচিত উপন্যাসসমূহ:
-
আরেক ফাল্গুন
-
হাজার বছর ধরে
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
তৃষ্ণা
-
শেষ বিকেলের মেয়ে
-
কয়েকটি মৃত্যু
পরিচালিত চলচ্চিত্রসমূহ:
-
জীবন থেকে নেয়া
-
কখনো আসেনি
-
Stop Genocide
-
সোনার কাজল
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
আনোয়ারা
-
সঙ্গম
-
বাহানা

0
Updated: 21 hours ago