In which play does the character "Mrs. Higgins" appear?
A
Pygmalion
B
Arms and the Man
C
Candida
D
Mrs. Warren's profession
উত্তরের বিবরণ
Mrs. Higgins চরিত্রটি উপস্থিত হয় Pygmalion নাটকে।
Pygmalion
-
রচনা: George Bernard Shaw
-
ধরণ: পাঁচ অঙ্কের রোমান্স নাটক
-
প্রথম মঞ্চায়ন: ১৯১৩ সালে ভিয়েনায় (জার্মান ভাষায়)
-
ইংল্যান্ডে মঞ্চায়ন: ১৯১৪ সালে
-
বিষয়বস্তু: ইংল্যান্ডের তৎকালীন সমাজ ব্যবস্থা এবং প্রেম-বিশ্বাসের মানবিক রূপ
চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill ইত্যাদি
সংক্ষিপ্ত সারাংশ:
-
Pygmalion একটি ব্যঙ্গাত্মক ও মানবিক রোমান্স নাটক, যা ভাষার প্রভাব এবং ইংরেজ সমাজের শ্রেণিবৈষম্য নিয়ে রচিত।
-
Mrs. Higgins একজন উচ্চারণ বিশেষজ্ঞ, যিনি বাজি ধরে যে Eliza Doolittle নামের সাধারণ ফুল বিক্রেতার কথা বদলে তাকে অভিজাত রমণীতে পরিণত করতে পারবেন।
-
কঠোর প্রশিক্ষণের পর Eliza সমাজে নিজ অবস্থান তৈরি করে, তবে Mrs. Higgins তাকে কেবল একটি পরীক্ষা হিসেবে দেখেন।
-
নাটকটি Eliza Doolittle-এর আত্মমর্যাদা এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প তুলে ধরে।
George Bernard Shaw (G. B. Shaw)
-
পরিচিতি: প্রখ্যাত আয়ারল্যান্ডীয় নাট্যকার ও সমালোচক
-
১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
-
বিশেষ খেতাব: The greatest modern English dramatist; The father of modern English Drama
প্রখ্যাত নাটকসমূহ:
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara ইত্যাদি
0
Updated: 1 month ago
'Mirabell' is the male protagonist of-
Created: 2 months ago
A
As You Like It
B
A Pair of Blue Eyes
C
The Way of the World
D
Pride and Prejudice
“Mirabell” হলো William Congreve-এর নাটক The Way of the World এর বিখ্যাত পুরুষ প্রধান চরিত্র।
-
The Way of the World:
-
William Congreve রচিত 5 acts বিশিষ্ট একটি নাটক।
-
প্রথম প্রকাশিত 1700 সালে।
-
এটি Comedy of Manners ধারার নাটক, যা তৎকালীন সমাজব্যবস্থা, রীতিনীতি এবং বিশেষ করে প্রেম ও বিবাহ সম্পর্কিত বিষয়গুলোকে উপহাসের মাধ্যমে উপস্থাপন করে।
-
কাহিনী কেন্দ্র করে Millamant এবং Mirabell-এর প্রচেষ্টা, Millamant-এর aunt-এর অনুমতি নিয়ে তাদের বিবাহ সম্পন্ন করার জন্য।
-
নাটকে বিভিন্ন ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং হাস্যরসের মাধ্যমে গল্প এগিয়ে চলে।
-
-
Main Characters:
-
Mirabell (male protagonist)
-
Millamant (female protagonist)
-
Fainall, Marwood, Lady Wishfort, Mrs. Arabella Fainall, Petulant ইত্যাদি।
-
-
William Congreve (1670–1729):
-
Restoration Period-এর একজন স্বনামধন্য নাট্যকার।
-
বিশেষভাবে পরিচিত Comedy of Manners-এর জন্য।
-
তার নাটকে চমৎকার comic dialogue, লিঙ্গসংক্রান্ত ব্যঙ্গ ও সমাজের ভণ্ডামি ফুটে ওঠে।
-
-
Famous Plays:
-
Love for Love
-
The Way of the World
-
The Double Dealer
-
The Old Bachelor
-
0
Updated: 2 months ago
In the sentence, “During the famine, villagers began to hoard food supplies,” the word hoard most nearly implies:
Created: 1 month ago
A
Donate generously
B
Guard resources openly
C
Store selfishly or secretly
D
Celebrate abundance
• Word: Hoard
-
Meaning: Store selfishly or secretly.
Details:
-
Part of Speech: Noun, Verb
-
English Meaning: A collection of money, food, or valuable objects, especially kept in a secret place so others will not find or steal it.
-
Bangla Meaning: সযত্নে সঞ্চিত ও রক্ষিত অর্থ; খাদ্য বা অন্য মূল্যবান সম্পদ; সঞ্চিত ভাণ্ডার।
Example Sentences:
-
The squirrel had a hoard of nuts hidden under the tree roots.
-
During the crisis, some people began to hoard essentials like toilet paper and canned food.
-
They discovered a hoard of ancient gold coins buried in the field.
0
Updated: 1 month ago
Who is referred to as the Moor of Venice in Shakespeare’s plays?
Created: 3 months ago
A
Cassio
B
Desdemona
C
Othello
D
Iago
• শেক্সপিয়ারের নাটক Othello-তে “The Moor of Venice” বলতে বোঝানো হয়েছে Othello-কে (উত্তর: গ)। Othello একজন মরোক্কান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ সেনাপতি, যিনি ভেনিসের সেবা করছেন। তাঁর বিদেশি পরিচয় ও গায়ের রঙ তাঁকে সমাজে একঘরে করে তোলে, যদিও তিনি দক্ষ, সৎ ও সম্মানিত। নাটকের কেন্দ্রীয় চরিত্র হওয়ায়, তাঁর ব্যক্তিত্ব, প্রেম, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতা থেকেই কাহিনির মূল নাটকীয়তা তৈরি হয়। অন্য অপশনগুলির মধ্যে Cassio হচ্ছে Othello-র লেফটেন্যান্ট, Desdemona তাঁর স্ত্রী এবং Iago তাঁর বিশ্বস্ত বলে বিবেচিত হলেও এক বিশাল ষড়যন্ত্রকারী, যার কারণে নাটকের ট্র্যাজেডি ঘটে।
• বিস্তারিত আলোচনা:
• Othello:
- এটি Shakespeare রচিত একটি পাঁচ-অ্যাক্টের Tragedy নাটক।
- যা ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়।
- এটি শেকসপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে একটি।
- It tells the story of 'Othello, A Moor of Venice'.
- নাটকটির মূল চরিত্র Othello, সে ছিল ভেনিসের একজন সেনাপতি।
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello এর Desdemona হচ্ছে নায়িকা।
- Villan চরিত্রে ছিল lago.
- নাটকে Othello তাঁর নিজ স্ত্রীকে সন্দেহ করে এবং তাকে হত্যা করে।
- In this tragedy, Othello, the hero, was affected by Othello Syndrome (a mental disorder of excessive jealousy) যার বর্শবর্তী হয়ে villain, Iago -এর প্ররোচনায় Othello -'Desdemona' কে হত্যা করে।
• Shakespeare:
- তার জন্মস্থান Stratford-upon-Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বলা হয়।
- He is considered by many to be the greatest dramatist of all time.
0
Updated: 3 months ago