Who wrote the novel "Oliver Twist"?
A
William Shakespeare
B
Charles Dickens
C
W. B. Yeats
D
G. B. Shaw
উত্তরের বিবরণ
উপন্যাস "Oliver Twist" রচয়িতা Charles Dickens।
Oliver Twist
-
রচনা: Charles Dickens
-
পূর্ণ শিরোনাম: Oliver Twist; or, The Parish Boy’s Progress
-
প্রকাশকাল: ১৮৩৭ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে
-
উপন্যাসের কাহিনী: অলিভার টুইস্ট, একজন জন্মগত অনাথ, তার জীবন সংগ্রামী ও কঠোর। লেখক লন্ডনের দারিদ্র্য, সামাজিক অবিচার এবং মানুষের অপরাধের দিকে ঠেলাটা তুলে ধরেছেন।
চরিত্রসমূহ:
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Mr. Brownlow
-
Charley Bates ইত্যাদি
সংক্ষিপ্ত সারাংশ:
-
Oliver Twist জন্মগ্রহণ করে একটি কাজের ঘরে (workhouse) এবং সেখানে কঠোর শাস্তি ভোগ করে।
-
পালিয়ে লন্ডনে এসে সে চোর Fagin-এর সঙ্গে পরিচিত হয়, যেখানে Bill Sikes ও Nancy-এর মতো চরিত্রদের সঙ্গে তার যোগাযোগ হয়। Fagin তাকে চোর শিক্ষা দিতে চায়, কিন্তু অলিভারের নিষ্পাপ মন তা মানতে অস্বীকার করে।
-
Mr. Brownlow নামের দয়ালু ব্যক্তি তাকে উদ্ধার করেন।
-
শেষে জানা যায়, অলিভার ধনী পরিবারের সন্তান এবং তার জীবন সুখী পরিণতিতে শেষ হয়।
-
উপন্যাসটি দরিদ্র শিশুদের প্রতি সমাজের নিষ্ঠুরতা, নৈতিক লড়াই এবং শ্রেণি বিভেদ তুলে ধরেছে।
Charles Dickens
-
জন্ম: ৭ ফেব্রুয়ারি, ১৮১২
-
মৃত্যু: ৯ জুন, ১৮৭০
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
ছদ্মনাম: Boz
-
পরিচিতি: Victorian Period-এর শ্রেষ্ঠ novelist
প্রখ্যাত রচনা:
-
David Copperfield (Autobiography)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times
0
Updated: 1 month ago
What does “rust unburnish’d” symbolize?
Created: 2 months ago
A
Glory of kingship
B
Idleness and decay
C
Battle and victory
D
Brightness of life
ইউলিসিস বলেন, “To rust unburnish’d, not to shine in use!”। এখানে মরিচা ধরা তলোয়ারকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি কোনো তলোয়ার ব্যবহার না করা হয়, তবে তা মরিচা ধরে অকেজো হয়ে যায়। তেমনি, মানুষ যদি কাজ ও অভিজ্ঞতার মধ্যে না থাকে, তবে তার জীবনের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। এই প্রতীক ইউলিসিসের দৃষ্টিতে অলসতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ।
2
Updated: 2 months ago
Choose the correct literary time frame of the Victorian period.
Created: 3 months ago
A
1742-1901
B
1832-1901
C
1862-1901
D
1842-1905
Victorian Period (1832–1901)
সঠিক উত্তর: খ) 1832-1901
সংক্ষিপ্ত বিবরণ:
-
নামকরণ: Queen Victoria (শাসনকাল শুরু 1837) এর নামে
-
শুরুর বছর: 1832 (সাহিত্যিক বৈশিষ্ট্যে বড় পরিবর্তনের কারণে)
-
মূল বৈশিষ্ট্য: শিল্প, সমাজ ও নৈতিকতার পরিবর্তন; সামাজিক সমস্যা ও বাস্তবধর্মী সাহিত্য
-
Fabian Society (1883) প্রতিষ্ঠিত হয় শ্রেণি-সংঘর্ষে সহিংসতা এড়ানোর জন্য; সদস্যদের একজন ছিলেন G.B. Shaw
দুইটি সময়কাল:
-
The Pre-Raphaelites (1848–1860)
-
Aestheticism & Decadence (1880–1901)
প্রধান লেখকরা:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler
0
Updated: 3 months ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
He made her to finish the work.
B
He made her finished the work.
C
He made her finishing the work.
D
He made her finish the work.
Causative Verb
-
যখন subject নিজে কোনো কাজ না করে অন্যকে কাজ করায়, তখন Causative Verb ব্যবহার করা হয়।
-
প্রচলিত Causative Verb: Have, Get, Help, Let, Make।
-
Make, Have, Get ইত্যাদির মাধ্যমে verb কে Causative Verb আকারে ব্যবহার করা হয়।
Make এর Causative Verb হিসেবে ব্যবহার:
-
Make এর পরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, verb-এর Base form ব্যবহার করতে হয়।
-
কোনোকে কোনো কাজ করতে বাধ্য করা বা Have, Get-এর চেয়ে বেশি জোর দেওয়ার জন্য Make ব্যবহার করা হয়।
সঠিক উত্তর: He made her finish the work।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) He made her to finish the work।
-
ভুল। "Make" causative verb, তাই এর পরে সরাসরি verb-এর base form আসে, "to" ব্যবহার করা যায় না।
-
-
খ) He made her finished the work।
-
ভুল। "Finished" (past participle) ব্যবহার হয়েছে; "make" এর পরে base form দরকার।
-
-
গ) He made her finishing the work।
-
ভুল। "Finishing" (present participle) ব্যবহার হয়েছে; base form ব্যবহার করা উচিত।
-
Source:
0
Updated: 1 month ago