Which century does Shakespeare belong to?
A
14th century
B
15th century
C
16th century
D
17th century
উত্তরের বিবরণ
উত্তরটি হলো: ১৬শতক।
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
বানান ভিন্ন রূপ: Shakspere
-
উপনাম: Bard of Avon বা Swan of Avon
-
পেশা: ইংরেজি কবি, নাট্যকার, এবং অভিনেতা
-
ইংরেজির জাতীয় কবি হিসেবে অভিহিত এবং বহুজনের মতে সেরা নাট্যকার
-
রচনা: ৩৭টি নাটক
প্রধান রচনা:
-
ট্র্যাজেডি:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet ইত্যাদি
-
-
ট্র্যাজি-কোমেডি:
-
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
-
কোমেডি:
-
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
-
ঐতিহাসিক নাটক:
-
Julius Caesar, Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III
-
0
Updated: 1 month ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 3 months ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica
0
Updated: 3 months ago
We can safely say that the business is now concluded so- .
Created: 1 week ago
A
that's him
B
that's us
C
that 's them
D
that's it
এটি ব্যবহার করা হয় যখন কোন কিছু শেষ হয়ে গেছে বা যথেষ্ট হয়েছে। সাধারণ অর্থে বোঝায় যে কোনো কাজ বা ঘটনা আর চলবে না এবং এরই মধ্যে পর্যাপ্ত হয়েছে। উদাহরণস্বরূপ:
-
"That's it" মানে "এটাই যথেষ্ট" বা "এটাই শেষ"।
-
প্রায়োগিক উদাহরণ: "Okay, that's it, you've cried long enough" → এখানে বলা হচ্ছে, "ঠিক আছে, এবার যথেষ্ট, তুমি অনেক কাঁদেছ"।
মূল বিষয়গুলো:
-
ব্যবহার হয় কাজ বা ঘটনার শেষ বোঝাতে।
-
বোঝায় পর্যাপ্ত বা যথেষ্ট হয়েছে।
-
প্রায়ই কথ্য ইংরেজিতে ব্যবহৃত হয়।
0
Updated: 1 week ago
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure." - This is quoted by -
Created: 2 months ago
A
Lord Byron
B
Alexander Pope
C
Francis Bacon
D
Robert Browning
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure." – Lord Byron
Don Juan:
-
জন্ম: স্পেনের সেভিল শহরে।
-
বাবা-মা সুখী ছিলেন না, বাবার মৃত্যু হলে মা তাকে বড় করেন।
-
কৈশোরে এক বিবাহিতা মহিলার সাথে সম্পর্ক গড়ে ওঠে।
-
স্পেন ত্যাগের পথে জাহাজডুবি থেকে কোনোমতে বেঁচে যান।
-
জলদস্যুরা তাকে দাস হিসেবে বিক্রি করে; পরে তুরস্কে এক মহিলার হাতে পড়েন।
-
তিনি পালিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেন এবং আবারও এক বিবাহিতা মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেন।
বিখ্যাত উক্তি:
-
"Sweet is revenge — especially to women."
-
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure."
-
"Man's love is of man's life a thing apart, 'Tis woman's whole existence."
Lord Byron:
-
পূর্ণ নাম: George Gordon Byron।
-
British Romantic poet ও satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব ইউরোপে আলোড়ন তোলে।
Notable Works:
-
Beppo
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
Giaour
-
Lara
-
Manfred
0
Updated: 2 months ago