Which century does Shakespeare belong to?
A
14th century
B
15th century
C
16th century
D
17th century
উত্তরের বিবরণ
উত্তরটি হলো: ১৬শতক।
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
বানান ভিন্ন রূপ: Shakspere
-
উপনাম: Bard of Avon বা Swan of Avon
-
পেশা: ইংরেজি কবি, নাট্যকার, এবং অভিনেতা
-
ইংরেজির জাতীয় কবি হিসেবে অভিহিত এবং বহুজনের মতে সেরা নাট্যকার
-
রচনা: ৩৭টি নাটক
প্রধান রচনা:
-
ট্র্যাজেডি:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timons of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet ইত্যাদি
-
-
ট্র্যাজি-কোমেডি:
-
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
-
কোমেডি:
-
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
-
-
ঐতিহাসিক নাটক:
-
Julius Caesar, Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I, Henry VI Part II, Henry VI Part III, Henry VIII, King John, Richard II, Richard III
-

0
Updated: 19 hours ago
To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
Created: 2 weeks ago
A
disdaining
B
challenging
C
scorning
D
kowtowing
• Complete sentence:
To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
-
Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।
• Given options:
-
ক) disdaining — ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা
-
খ) challenging — কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো
-
গ) scorning — তিরস্কার; ঘৃণায় পরিহার করা
-
ঘ) irascible — (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে
-
ঙ) kowtowing — অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঙ) kowtowing
-
বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 2 weeks ago
Identify the correctly spelled word:
Created: 1 week ago
A
Meggnimity
B
Magnanimity
C
Magnanemity
D
Magninimity
Magnanimity (noun) অর্থ হলো মহানুভবতা, বিশেষত শত্রু বা যাকে আপনি পরাজিত করেছেন তার প্রতি উদারতা ও সহানুভূতি দেখানো।
-
ইংরেজি অর্থ: Kindness and generosity, especially towards an enemy or someone you have defeated.
-
বাংলা অর্থ: মহানুভবতা।
-
Synonyms:
-
Generosity (উদারতা, মহত্ত্ব)
-
Charitableness (দানশীলতা)
-
Benevolence (হিতসাধনের ইচ্ছা)
-
Munificence (বদান্যতা)
-
-
Antonyms:
-
Meanness (হীনমনা ব্যক্তি)
-
Selfishness (স্বার্থপরতা, আত্মপরায়ণতা)
-
Stinginess (কৃপণতা)
-
Smallness (নীচতা)
-
Pettiness (ক্ষুদ্রতা)
-
-
অন্যান্য রূপ:
-
Magnanimous (adjective) → মহানুভব
-
Magnanimously (adverb)
-
-
উদাহরণ বাক্য:
-
Both sides will have to show magnanimity.
-
His mind was fraught with independence, magnanimity, and every manly virtue.
-
সঠিক উত্তর: (b) Magnanimity

0
Updated: 1 week ago
The idiom "Carry the day" means:
Created: 6 days ago
A
To lose a game
B
To postpone an activity
C
To win or be successful
D
To carry something physically all day
Carry the day একটি idiom, যা বোঝায় কোনো প্রতিযোগিতা বা প্রচেষ্টায় জয়লাভ করা বা সফল হওয়া। এটি সাধারণত triumph বা success বোঝাতে ব্যবহৃত হয়।
-
Carry the day (idiom)
English Meaning: To win a contest or competition; be triumphant; succeed
Bangla Meaning: জয়ী হওয়া -
Correct Answer: To win or be successful
-
Other Options:
ক) To lose a game → বিপরীত অর্থ
খ) To postpone an activity → সম্পর্কহীন (put off)
ঘ) To carry something physically all day → শব্দার্থিক অর্থ (idioms সাধারণত রূপক অর্থে ব্যবহার হয়) -
Example Sentence:
-
Courage would carry the day.
-
-
Source:

0
Updated: 6 days ago