A
প্যারীচাঁদ মিত্র
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
প্রমথ চৌধুরী
উত্তরের বিবরণ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্যোগে ১৮৭২ সালে প্রকাশিত ‘বঙ্গদর্শন’ ছিল উনিশ শতকের বাংলা সাহিত্য-সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মোড়।
বাংলা গদ্যভাষার বিকাশে এ পত্রিকার অবদান অনস্বীকার্য। যদিও এটি প্রথম পর্যায়ে মাত্র চার বছর (১৮৭২–১৮৭৬) নিয়মিত প্রকাশ পেয়েছিল, তবুও তার প্রভাব ছিল সুদূরপ্রসারী।
‘বঙ্গদর্শন’-এর ভাষা ছিল উৎকর্ষমান সাধু বাংলা, যা তৎকালীন শিক্ষিত সমাজের রুচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই পত্রিকায় সাহিত্য, সমাজনীতি, ধর্মতত্ত্ব, দর্শন, রাজনীতি ও বিজ্ঞানের উপর বহু তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী রচনা প্রকাশিত হতো।
এর মাধ্যমে বাঙালি মধ্যবিত্ত সমাজ প্রথম আধুনিক চেতনার প্রকাশের সুযোগ পায়। তাই একে শিক্ষিত বাঙালির প্রথম মুখপত্র বললে অত্যুক্তি হয় না।
বঙ্কিমচন্দ্র ছাড়াও গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় কুমার সরকার ও চন্দ্রনাথ বসুর মতো জ্ঞানীগুণী ব্যক্তিত্বরা নিয়মিত এই পত্রিকায় লেখালেখি করতেন।
পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের দুই ভাই—সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র—কিছুদিন এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন।
দীর্ঘ বিরতির পর, ২০০০ সাল থেকে পশ্চিমবঙ্গের নৈহাটিতে অবস্থিত বঙ্কিমভবন গবেষণাকেন্দ্র ‘বঙ্গদর্শন’-কে নতুন আঙ্গিকে ষাণ্মাসিক পত্রিকা হিসেবে পুনঃপ্রকাশ করছে। এই নবযাত্রা ‘বঙ্গদর্শন’-এর ঐতিহ্য ও তাৎপর্যকে আরও প্রসারিত করছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
'হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও' কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
Created: 2 months ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
দি ইস্ট ইন্ডিয়ান
D
জ্ঞানাণ্বেষণ
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 'ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান' পত্রিকার সম্পাদক ছিলেন।
• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও:
- ডিরোজিওর পূর্ণ নাম- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
- তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক।
- মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজের (বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক নিযুক্ত হন।
- 'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
- তিনি 'ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান' পত্রিকার সম্পাদক ছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
আবুল কালাম আজাদ
C
খান মুহাম্মদ মঈনুদ্দিন
D
মোহাম্মদ নাসিরুদ্দিন
‘সওগাত’ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন
‘সওগাত’ পত্রিকা ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯১৮ সালে) মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করে। পত্রিকার অন্যতম প্রধান লেখক ছিলেন কাজী নজরুল ইসলাম। করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন তিনি ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ শিরোনামে একটি ছোটগল্প সওগাতে পাঠান, যা তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখাটি ছিল।
‘সওগাত’-এর অন্যান্য উল্লেখযোগ্য লেখকরা হলেন:
-
বেগম রোকেয়া,
-
কাজী আবদুল ওদুদ,
-
আবুল কালাম শামসুদ্দীন,
-
আবুল মনসুর আহমদ এবং
-
আবুল ফজল।
এছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর ও সত্যেন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় তাদের লেখনী প্রকাশ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও' কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
Created: 2 months ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
দি ইস্ট ইন্ডিয়ান
D
জ্ঞানাণ্বেষণ
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
-
পূর্ণ নাম: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
-
তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক ছিলেন।
-
মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক হিসেবে নিয়োগ পান।
-
‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন তিনি।
-
এছাড়াও তিনি ‘ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান’ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago