এন্টনি ফিরিঙ্গি কোন কাব্যরীতির জন্য বিখ্যাত ছিলেন?
A
মঙ্গলকাব্য
B
কবিগান
C
প্রণয়কাব্য
D
শাক্ত পদাবলি
উত্তরের বিবরণ
এন্টনি ফিরিঙ্গি বাংলা কবিগানের জগতে বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি আঠারো শতকের একজন প্রখ্যাত কবিয়াল ছিলেন এবং তাঁর জীবন ও কর্মকাণ্ডে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য লক্ষ্য করা যায়।
-
পূর্ণ নাম: হেনসম্যান এন্টনি (Hensman Anthony)।
জাতি ও ধর্ম: পর্তুগিজ এবং খ্রিস্টান।
-
বাসস্থান: পশ্চিমবঙ্গের চন্দননগরের ফরাসডাঙা।
-
ধর্ম ও জীবনধারা: খ্রিস্টান হলেও হিন্দু কালী সাধকের মতো জীবনযাপন করতেন।
-
বিবাহ ও সামাজিক অবদান: একজন হিন্দু বিধবার সাথে বিবাহ এবং কলকাতার বউবাজারে ফিরিঙ্গি কাকীমন্দির প্রতিষ্ঠা।
তার একটি বিখ্যাত গান:
‘আমি ভজন সাধন জানি নে মা
নিজে ত ফিরিঙ্গি।
যদি দয়া করে কৃপা কর
হে শিবে মাতঙ্গী।’

0
Updated: 19 hours ago
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 3 weeks ago
A
নেকড়ে অরণ্য
B
বন্দী শিবির থেকে
C
নিষিদ্ধ লোবান
D
প্রিয়যোদ্ধা প্রিয়তম
‘বন্দী শিবির থেকে’ – শামসুর রহমান
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শামসুর রহমান ভারতীয় শরণার্থী শিবিরে আশ্রয় নেন।
-
সেই সময় তিনি “মজলুম আদিব” ছদ্মনামে বিভিন্ন দেশের পত্রিকায় লেখা প্রকাশ করতেন।
-
তার লেখা “বন্দী শিবির থেকে” কাব্যগ্রন্থটি ১৯৭২ সালের জানুয়ারিতে কলকাতা থেকে প্রকাশিত হয়।
-
কাব্যগ্রন্থের সব কবিতা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রচিত।
-
কাব্যগ্রন্থের শুরুতে ‘পুর্বলেখ’ শিরোনামে কবি রচনার পটভূমি এবং প্রেক্ষাপট বর্ণনা করেছেন।
উল্লেখযোগ্য কবিতা:
-
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
মধুস্মৃতি
-
রক্তাক্ত প্রান্তরে
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্ম
-
শওকত ওসমান – নেকড়ে অরণ্য (উপন্যাস)
-
সৈয়দ শামসুল হক – নিষিদ্ধ লোবান (উপন্যাস)
-
হারুন হাবীব – প্রিয়যোদ্ধা প্রিয়তম (১৯৮২, উপন্যাস), যেখানে বাংলাদেশ ও যুগোস্লাভিয়ার মুক্তিসংগ্রামকে অভিন্ন অনুভূতি ও বিশ্বাসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 3 weeks ago
'কালের কলস' কোন ধরনের রচনা?
Created: 1 week ago
A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
প্রবন্ধ
D
নাটক
আল মাহমুদ
-
জন্ম: ১৯৩৬ সালে, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে।
-
প্রকৃত নাম: মীর আবদুল শুকুর আল মাহমুদ।
-
স্বাধীনতা-পরবর্তীকালে দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন।
-
তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সোনালি কাবিন।
-
মৃত্যু: ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি, ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে, বয়স ৮২ বছর।
প্রধান কাব্যগ্রন্থ:
-
লোক লোকান্তর
-
কালের কলস
-
সোনালি কাবিন
-
বখতিয়ারের ঘোড়া
-
অদৃষ্টবাদীদের রান্নাবান্না
-
পাখির কাছে ফুলের কাছে
-
প্রেমের কবিতা

0
Updated: 1 week ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে?
Created: 2 months ago
A
ফররুখ আহমদ
B
আহসান হাবিব
C
শামসুর রাহমান
D
হাসান হাফিজুর রহমান
‘সাত সাগরের মাঝি’ — ফররুখ আহমদের প্রধান কাব্যসংগ্রহ
মুসলিম পুনর্জাগরণের কবি ফররুখ আহমদ রচিত প্রথম ও সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ ১৯৪৪ সালে প্রকাশ পায়। এই গ্রন্থে মোট ১৯টি কবিতা অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ‘সাত সাগরের মাঝি’ নামে একটি কবিতা রয়েছে যা গ্রন্থের শেষ ভাগে স্থান পেয়েছে।
ফররুখ আহমদের লেখা ‘পাঞ্জেরি’ কবিতাটিও এই কাব্যগ্রন্থের অংশ। এর বাইরে গ্রন্থে আরও গুরুত্বপূর্ণ কবিতাগুলো হলো—‘সিন্দাবাদ’, ‘লাশ’, ‘আউলাদ’, ‘দরিয়ার শেষরাত্রি’ প্রভৃতি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago