'প্রচুর' এর বিশেষ্য রূপ কোনটি?
A
প্রাচুর্য্য
B
প্রাচুর্য
C
প্রাচুর্যতা
D
প্রচুর
উত্তরের বিবরণ
প্রচুর শব্দের বিশেষ্য রূপ হলো প্রাচুর্য।
-
প্রচুর (বিশেষণ)
-
সংস্কৃত থেকে আগত শব্দ।
-
গঠন: প্র + √চুর্ + অ
-
অর্থ: ঢের, পর্যাপ্ত
-
-
প্রাচুর্য (বিশেষ্য)
-
সংস্কৃত থেকে আগত শব্দ।
-
গঠন: প্রচুর + য
-
অর্থ: আধিক্য
-
0
Updated: 1 month ago
’পদ্মপাতায় জল’ বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
ক্ষণস্থায়ী
B
অহংকার
C
অসম্ভব বস্তু
D
অলীক কল্পনা
বাংলা ভাষায় কিছু বাগধারা বিশেষ অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ—
-
পদ্মপাতায় জল – অর্থ: ক্ষণস্থায়ী
-
ব্যাংঙের সর্দি – অর্থ: অসম্ভব বস্তু
-
দিবা স্বপ্ন – অর্থ: অলীক কল্পনা
-
পায়া ভারী – অর্থ: অহংকার
উৎস:
0
Updated: 1 month ago
কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না?
Created: 1 month ago
A
অজ
B
নর
C
কবিরাজ
D
কবি
কতগুলো শব্দ কেবল পুরুষবাচক বোঝায়, এদের কোন স্ত্রীবাচক হয় না। যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
0
Updated: 1 month ago
'যা বলা হয়নি' এর এক কথায় প্রকাশ-
Created: 1 month ago
A
অনুক্ত
B
অবাচ্য
C
অকথ্য
D
অব্যাক্ত
বাংলা ভাষায় কিছু শব্দ বা ভাবকে এক কথায় প্রকাশ করা যায়, যা বাক্যকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জল করে। নিচে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো।
-
যা বলা হয়নি → অনুক্ত
-
বলা অনুচিত এমন → অবাচ্য
-
যা বলার যোগ্য নয় → অকথ্য
-
যা কখনো নষ্ট হয় না → অবিনশ্বর
-
যা মর্ম স্পর্শ করে → মর্মস্পর্শী
-
যা অতি দীর্ঘ নয় → নাতিদীর্ঘ
-
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না → অজ্ঞাতকুলশীল
-
যার প্রকৃত বর্ণ ধরা যায় না → বর্ণচোরা
উৎস:
0
Updated: 1 month ago