‘কাঁটাতারে প্রজাপতি' সেলিনা হোসেনের উপন্যাসটি কোন পটভূমিতে রচিত?

A

১৯৪৭ এর দেশভাগ

B

রংপুরের কৃষক বিদ্রোহ 


C

নাচোলের তেভাগা আন্দোলন

D

বাংলাদেশের মুক্তিযুদ্ধ

উত্তরের বিবরণ

img

‘কাঁটাতারে প্রজাপতি’ উপন্যাস রচয়িতা সেলিনা হোসেন

  • প্রকাশ: ১৯৮৯

  • বিষয়: নাচোলের তেভাগা আন্দোলন ও তার নেত্রী ইলা মিত্রকে কেন্দ্র করে ইতিহাস-নির্ভর জীবনী-উপন্যাস।

  • কেন্দ্রবিন্দু: ইলা মিত্র—নাচোলের কৃষক বিদ্রোহের নেত্রী। উপন্যাসে ইলা মিত্র জমিদার বাড়ির বউ হিসেবে রমেন মিত্রের সঙ্গে কৃষক আন্দোলনে জড়িয়ে পড়েন এবং নাচোলের কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে সকলের প্রিয় হয়ে ওঠেন।

  • গঠন: ২৭টি অধ্যায়

  • কাহিনীর সূত্রপাত: সুতা উৎপাদক আজমলের চিন্তাস্রোত বর্ণনা দিয়ে।

  • কাহিনীর সমাপ্তি: রাজশাহী জেল হাসপাতালে মরণাপন্ন অবস্থায় আজমলের মাধ্যমে ইলা মিত্রের জবানবন্দি পাঠ ও শেষ নিঃশ্বাস ত্যাগ।

সেলিনা হোসেন রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস:

  • ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ (১৯৮৭): চল্লিশের দশকের পটভূমিতে রচিত।

  • ‘কাকতাড়ুয়া’ (১৯৯৬): শিশুতোষ উপন্যাস; বুধা নামে এক এতিম কিশোর মুক্তিযোদ্ধার কাহিনি।

  • ‘হাঙর নদী গ্রেনেড’ (১৯৭৬): মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস; ১৯৭২ সালে গল্প রূপে প্রকাশিত, পরবর্তীতে উপন্যাসে রূপান্তরিত।

  • ‘যাপিত জীবন’ (১৯৮১): ১৯৪৭-৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা প্রধান চরিত্র জাফরের মাধ্যমে ফুটিয়ে তোলা।

  • ‘পোকামাকড়ের ঘরবসতি’ (১৯৮৬): বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নাফ নদীর তীরবর্তী শাহপরী দ্বীপের ধীবর শ্রেণির মানুষের জীবন সংগ্রামের বাস্তব রূপায়ণ; চরিত্র: মালেক, সাফিয়া।


Unfavorite

0

Updated: 19 hours ago

Related MCQ

শাহপরি দ্বীপের মাঝিদের সংগ্রামী জীবনের বাস্তব রূপায়ণ ঘটেছে সেলিনা হোসেন রচিত কোন উপন্যাসে?


Created: 6 days ago

A

নিরন্তর ঘন্টাধ্বনি


B

হাঙ্গর নদী গ্রেনেড


C

পোকামাকড়ের ঘরবসতি


D

জলোচ্ছ্বাস


Unfavorite

0

Updated: 6 days ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD