মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার চিত্র অঙ্কিত হয়েছে কোন গল্পগ্রন্থে?
A
অন্যঘরে অন্যস্বর
B
খোঁয়ারি
C
জাল স্বপ্ন, স্বপ্নের জাল
D
দুধভাতে উৎপাত
উত্তরের বিবরণ
‘জাল স্বপ্ন, স্বপ্নের জাল’ গল্পগ্রন্থের রচয়িতা আক্তারুজ্জামান ইলিয়াস।
-
প্রকাশ: গল্পসংকলনে বিভিন্ন গল্পে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা ফুটে উঠেছে।
-
গল্পসংখ্যা: ৫টি
-
প্রেমের গপ্পো
-
ফোঁড়া
-
জাল স্বপ্ন, স্বপ্নের জাল
-
কান্না
-
রেইনকোট
-
আক্তারুজ্জামান ইলিয়াসের অন্যান্য গল্পগ্রন্থ:
-
‘অন্যঘরে অন্যস্বর’ (১৯৭৬): প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। এতে ১৯৬৫-৭৫ সালের পুরনো ঢাকার জনজীবন ও নিরুদ্দেশ যাত্রা, উৎসব, প্রতিশোধ, যোগাযোগ, ফেরারী ইত্যাদি গল্প সংকলিত।
-
‘খোঁয়ারি’ (১৯৮২): দ্বিতীয় গল্পগ্রন্থ। চারটি গল্পে সময়ের ভেতরে থেকেও চিরকালের প্রসঙ্গ—নৈঃসঙ্গ, যৌনতা, বার্ধক্য, মৃত্যু—উদাহরণ হিসেবে আনা হয়েছে।
-
‘দুধভাতে উৎপাত’: সমাজবাস্তবতার নিপুণ চিত্রায়ণ, যেখানে নিম্নবিত্ত ও বঞ্চিত মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং অর্থনৈতিক বঞ্চনা তুলে ধরা হয়েছে। বিশেষভাবে মুসলিম জনগোষ্ঠীর দারিদ্র্য ও জীবন সংগ্রামের বাস্তব চিত্র উপস্থাপন।

0
Updated: 19 hours ago
'রেইনকোট' গল্পটি কে লিখেছেন?
Created: 3 weeks ago
A
আলাউদ্দিন আল আজাদ
B
আখতারুজ্জামান ইলিয়াস
C
আবুল মনসুর আহমদ
D
আবুল কালাম শামসুদ্দীন
রেইনকোট গল্প
আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট একটি মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প। গল্পটিতে মনস্তাত্ত্বিক দিক থাকলেও এটি মূলত প্রতীকী রূপে রচিত। রেইনকোট প্রথম প্রকাশিত হয় ১৯৯৫ সালে। এর কথক নুরুল হুদা। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম সঞ্চারিত হয়, তারই ব্যঞ্জনা প্রকাশিত হয়েছে এ গল্পে। এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল (১৯৯৭)-এ সংকলিত হয়।
লেখক পরিচিতি: আখতারুজ্জামান ইলিয়াস
আখতারুজ্জামান ইলিয়াস গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস বগুড়া জেলায়।
তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প
মিলির হাতে স্টেনগান, রেইনকোট, দুধভাতে উৎপাত, জাল স্বপ্ন স্বপ্নের জাল, ফোঁড়া, নিরুদ্দেশ যাত্রা ইত্যাদি।
উৎস
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
'গ্রানাডার শেষ বীর' কোন ধরনের সাহিত্য রচনা?
Created: 3 weeks ago
A
উপন্যাস
B
প্রবন্ধ
C
ছোটগল্প
D
নাটক
এস. ওয়াজেদ আলি
-
রচয়িতা: ‘গ্রানাডার শেষ বীর’ (ঐতিহাসিক উপন্যাস, ১৯৪০ সালে প্রকাশিত)
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
প্রবন্ধ:
-
জীবনের শিল্প
-
প্রাচ্য ও প্রতীচ্য
-
ভবিষ্যতের বাঙালী
-
আকবরের রাষ্ট্র সাধনা
-
মুসলিম সংস্কৃতির আদর্শ
উপন্যাস:
-
গ্রানাডার শেষ বীর
ভ্রমণকাহিনি:
-
পশ্চিম ভারত
-
মোটর যোগে রাঁচী সফর
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 3 weeks ago
আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
দোজখের ওম
B
খােয়াবনামা
C
দুধেভাতে উৎপাত
D
খোয়ারি
আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক। তিনি ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গোহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। উপন্যাস ও ছোটগল্পে তিনি বাস্তবধর্মী জীবনচিত্র অঙ্কনের জন্য খ্যাতি অর্জন করেন।
তাঁর রচিত উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
তাঁর রচিত গল্পগ্রন্থ:
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম

0
Updated: 1 week ago