‘শিয়রে বাংলাদেশ’ কাব্যগ্রন্থের রচয়িতা নির্মলেন্দু গুণ।
-
প্রকাশিত: ১৯৯৮ সালে।
নির্মলেন্দু গুণ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি:
-
জন্ম: ১৯৪৫, নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে।
-
পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী।
-
বাংলাদেশের কবিদের মধ্যে তাঁকে কবির কবি বলা হয়।
-
পুরস্কার: ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮২ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক।
নির্মলেন্দু গুণের অন্যান্য কাব্যগ্রন্থ:
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
বাংলার মাটি বাংলার জল
-
কবিতা অমীমাংসিত রমণী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
চৈত্রের ভালোবাসা
-
তার আগে চাই সমাজতন্ত্র
-
চাষাভুষার কাব্য
-
দূর হ দুঃশাসন
-
প্রথম দিনের সূর্য
-
নিরঞ্জনের পৃথিবী
-
নেই কেন সে পাখি
-
মুজিব-লেনিন-ইন্দিরা
-
চিরকালের বাঁশি
-
শিয়রে বাংলাদেশ
-
দুঃখ করো না, বাঁচো