নাথ সাহিত্যের আদি ও প্রধান কবি কে?
A
শ্যামদাস সেন
B
মীননাথ
C
শেখ ফয়জুল্লাহ
D
দৌলত উজির বাহারাম খান
উত্তরের বিবরণ
নাথ সাহিত্য হলো শিব উপাসক নাথ-যোগী ও সিদ্ধাচার্যদের রচিত সাহিত্য, যা মূলত নাথ ধর্মের সাধনতত্ত্ব এবং প্রাসঙ্গিক গল্প ও কাহিনির উপর ভিত্তি করে রচিত। নাথ সাহিত্যের আদি ও প্রধান কবি ছিলেন শেখ ফয়জুল্লাহ, যিনি তাঁর রচনায় নাথ যোগীদের অলৌকিক গল্প ও সাধনাচারণকে ফুটিয়ে তুলেছেন। নাথ সাহিত্য সাধারণত দুটি ভাগে বিভক্ত:
-
প্রথম ভাগ: মীন নাথ ও তার শিষ্য গোরক্ষ নাথের কাহিনি
-
দ্বিতীয় ভাগ: রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস
-
এই দুই কাহিনির মাধ্যমে নাথ যোগীদের অলৌকিক ও সাধনামূলক কাহিনি প্রকাশ পেয়েছে
শেখ ফয়জুল্লাহ সম্পর্কে:
-
তিনি ১৬শ শতকের মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি
-
মর্সিয়া সাহিত্য, যা মূলত কারবালা ও ইসলামি বেদনাগ্রস্ত কাহিনির উপর ভিত্তি করে মুসলমানদের রচিত, এর আদিকবি ছিলেন
-
তাঁর রচিত গ্রন্থের নাম জয়নবের চৌতিশা (১৫৭০ খ্রিষ্টাব্দ)
0
Updated: 1 month ago
'বসন্তকুমারী' মীর মশাররফ হোসেন রচিত-
Created: 1 month ago
A
উপন্যাস
B
প্রহসন
C
নাটক
D
আত্মজীবনী
‘বসন্তকুমারী’ মীর মশাররফ হোসেনের অন্যতম উল্লেখযোগ্য নাটক, যা ১৮৭৩ সালে রচিত এবং মুসলমান নাট্যকার দ্বারা রচিত প্রথম নাটক হিসেবে বিবেচিত। নাটকের কাহিনি ইন্দ্রপুরের বিপত্নীক রাজার বৃদ্ধ বয়সে যুবতী স্ত্রী গ্রহণ, রাজার যুবক পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ ও প্রেম নিবেদন, পুত্রের প্রত্যাখ্যান এবং বিমাতার ষড়যন্ত্রের পর রাজপরিবারের সকলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রচিত। নাটকটির অপর নাম হলো ‘বৃদ্ধস্য তরূণী ভার্যা’।
-
নাটকসমূহ:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
-
উপন্যাসসমূহ:
-
বিষাদ-সিন্ধু
-
-
গ্রন্থসমূহ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
-
0
Updated: 1 month ago
কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
Created: 2 months ago
A
ন
B
ম
C
ঞ
D
শ
ঞ (ঞ-কার) বর্ণের ধ্বনিগত ব্যবহার
-
নিজস্ব কোনো স্বতন্ত্র ধ্বনি নেই।
-
স্বতন্ত্র অবস্থায়:
ঞ বর্ণটি সাধারণত [অঁ] ধ্বনির মতো উচ্চারিত হয়। -
সংযুক্ত ব্যঞ্জনে:
ঞ বর্ণটি [ন্] ধ্বনির মতো উচ্চারিত হয়।
উদাহরণসমূহ
-
মিঞা → [মিয়াঁ]
-
চঞ্চল → [চন্চল্]
-
গঞ্জ → [গন্জো]
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 2 months ago
'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' কোন পদ?
Created: 1 month ago
A
বিশেষ্য
B
বিশেষণ
C
অব্যয়
D
ক্রিয়াবিশেষণ
• 'পাঁচটি বছর' - এখানে 'পাঁচটি' সংখ্যাবাচক বিশেষণ পদ।
• নাম বিশেষণ:
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।
উৎস:
0
Updated: 1 month ago