কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?
A
বিদ্রোহী
B
আনন্দময়ীর আগমনে
C
রক্তাম্বরধারিণী মা
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
অনেক সময় বলা হয় যে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল, কিন্তু এই তথ্য সঠিক নয়। প্রকৃতপক্ষে ‘অগ্নিবীণা’ কখনও নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। তবে এই কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত ‘রক্তাম্বর-ধারিণী মা’ শীর্ষক কবিতাটি ব্রিটিশ শাসকদের দ্বারা নিষিদ্ধ হয়েছিল।
[এই তথ্যের ভিত্তিতে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হিসেবে ‘ঘ’ বিকল্পটি বিবেচিত হয়েছে]
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
‘অগ্নিবীণা’ হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
এই গ্রন্থের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী কবিতা ‘বিদ্রোহী’, যার মাধ্যমে তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিতি লাভ করেন।
-
গ্রন্থটির সূচনা কবিতা ‘প্রলয়োল্লাস’।
-
নজরুল এই কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন।
‘অগ্নিবীণা’ কাব্যের অন্তর্ভুক্ত মোট ১২টি কবিতা:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
মূল ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ
0
Updated: 3 months ago
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন-
Created: 2 months ago
A
এজরা পাউন্ড
B
টি.এস.এলিয়ট
C
ডব্লিউ. বি. ইয়েটস
D
কীটস
গীতাঞ্জলি
-
গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ১৫৭টি গানের একটি সংকলন।
-
এই গানগুলো তিনি মূলত ১৯০৮ ও ১৯০৯ সালে লিখেছিলেন এবং ১৯১০ সালে বই আকারে প্রকাশিত হয়।
-
১৯১২ সালে, তিনি নিজেই এই গানের ইংরেজি অনুবাদ করেন, যার নাম ছিল Song Offerings (অর্থাৎ ‘গীতার্ঘ্য’ বা ‘গান উৎসর্গ’)।
-
এই ইংরেজি সংস্করণের ভূমিকা লিখেছিলেন বিখ্যাত আইরিশ কবি ও নাট্যকার উইলিয়াম বাটলার ইয়েটস্।
-
ইংরেজি অনুবাদটি তিনি কিছুটা সম্পাদনাও করেন।
-
এই গ্রন্থের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি ছিলেন প্রথম এশীয়, যিনি সাহিত্যে নোবেল পান।
রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ
রবীন্দ্রনাথ ঠাকুর বহু সুন্দর কাব্যগ্রন্থ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখা
-
কবি-কাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), ব্রিটানিকা, বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago
কোনটি কাব্যগ্রন্থ?
Created: 3 months ago
A
কবিতা
B
কাব্য পরিক্রমা
C
কয়েকটি কবিতা
D
বাঙলার কাব্য
সমর সেন ও 'কয়েকটি কবিতা': আধুনিক বাংলা কাব্যের এক উজ্জ্বল নাম
বাংলা আধুনিক কবিতার জগতে এক অনন্য নাম সমর সেন। তিনি জন্মগ্রহণ করেন ১৯১৬ সালের ১০ অক্টোবর, কলকাতার বাগবাজারে। সাহিত্যিক পরিবারে জন্ম নেওয়া সমর সেনের রক্তে ছিল সাহিত্য-ভাবনার ধারা; তাঁর পিতামহ ছিলেন প্রখ্যাত গবেষক দীনেশচন্দ্র সেন।
কবিতায় তাঁর আত্মপ্রকাশ ঘটে এক নতুন ধারা নিয়ে, যেখানে নাগরিক জীবনের বাস্তবতা ও সমাজমনস্ক ভাবনার ছাপ স্পষ্ট। এ কারণে তাঁকে "আধুনিক নাগরিক কবি" হিসেবে আখ্যায়িত করা হয়। সমর সেন কখনোই রোমান্টিকতার মোহে আবদ্ধ ছিলেন না; তিনি নিজেই বলেছিলেন—
"আমি রোমান্টিক কবি নই, আমি মার্ক্সিস্ট"। এই উক্তি থেকেই বোঝা যায়, সমাজ ও রাজনীতির প্রতি তাঁর গভীর দৃষ্টিভঙ্গি এবং মার্কসবাদের প্রতি তাঁর শ্রদ্ধা।
তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘কয়েকটি কবিতা’ প্রকাশিত হয় ১৯৩৭ সালে। এটি বাংলা কবিতার ভুবনে এক নতুন পথচলার সূচনা করে। এই কাব্যগ্রন্থ ছাড়াও তাঁর উল্লেখযোগ্য কবিতার বইগুলো হলো:
-
গ্রহণ ও অন্যান্য কবিতা
-
নানাকথা
-
খোলাচিঠি
-
তিন পুরুষ
-
সমর সেনের কবিতা
গদ্য সাহিত্যে তাঁর অবদানও কম নয়। তাঁর রচিত ‘বাবু বৃত্তান্ত’ গদ্যগ্রন্থটি বিশেষভাবে স্মরণযোগ্য।
সম্পাদনা জীবনেও সমর সেন রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি ছিলেন ‘ফ্রন্টিয়ার’ (Frontier) ও ‘নাও’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। এই পত্রিকাগুলোর মাধ্যমে তিনি সাহিত্য ও সমাজ ভাবনার একটি নতুন দিক উন্মোচন করেন।
অন্যদিকে বাংলা কাব্যচর্চার প্রসঙ্গ এলে স্মরণে আসে আরও কিছু বিশিষ্ট গ্রন্থ ও পত্রিকার নাম:
-
হুমায়ুন কবির রচিত কাব্য সমালোচনামূলক গ্রন্থ: ‘বাঙলার কাব্য’
-
অজিতকুমার চক্রবর্তী রচিত গ্রন্থ: ‘কাব্য পরিক্রমা’
-
এবং বাংলা সাহিত্যের আলোচিত একটি পত্রিকা ‘কবিতা’, যা ছিল একটি ত্রৈমাসিক কবিতাবিষয়ক পত্রিকা। এর প্রথম প্রকাশ হয় ১ অক্টোবর ১৯৩৫ (আশ্বিন ১৩৪২), যার সম্পাদনায় ছিলেন বুদ্ধদেব বসু ও প্রেমেন্দ্র মিত্র।
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া
0
Updated: 3 months ago
"মহাশ্মশান" মহাকাব্যের রচনার পটভূমি কী?
Created: 2 months ago
A
পলাশীর যুদ্ধ
B
পানিপথের তৃতীয় যুদ্ধ
C
বক্সারের যুদ্ধ
D
ফকির বিদ্রোহ
মহাশ্মশান
-
রচয়িতা: কায়কোবাদ
-
ধরণ: মহাকাব্য
-
ঐতিহাসিক পটভূমি: তৃতীয় পানিপথের যুদ্ধ (১৭৬১)
-
বিষয়বস্তু: মহারাষ্ট্রীদের পরাজয় এবং আহমদ শাহ আবদালীর বিজয়
-
খণ্ড: তিনটি খণ্ড
-
প্রথম খণ্ড: ২৯ সর্গ
-
দ্বিতীয় খণ্ড: ২৪ সর্গ
-
তৃতীয় খণ্ড: ৭ সর্গ
-
কায়কোবাদ
-
জন্ম: ১৮৫৭, ঢাকা জেলার নবাবগঞ্জ, আগলা গ্রাম
-
মৃত্যু: ১৯৫১
-
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী
-
সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ
-
বাঙ্গালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা
-
আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি
-
প্রথম প্রকাশিত কাব্য: বিরহবিলাপ (১৮৭০, বয়স ১৩)
অন্যান্য কাব্যগ্রন্থ
-
কুসুম কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান
-
শিব-মন্দির
0
Updated: 2 months ago