A
কার্পাস
B
লোহা
C
কাগজ
D
বস্ত্র
উত্তরের বিবরণ
কানাডা ও কাগজ শিল্প
কানাডা আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, যা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। দেশটির মুদ্রা হলো কানাডিয়ান ডলার এবং রাজধানী অটোয়া।
কানাডা একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাষ্ট্রপ্রধান হিসেবে রয়েছেন রাজা তৃতীয় চার্লস এবং সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
‘ম্যাপল পাতার দেশ’ হিসেবে পরিচিত কানাডা কাগজ শিল্পে তার বৈশ্বিক নেতৃত্বের জন্যও সমাদৃত। দেশটি বিশেষত নিউজপ্রিন্ট উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে আসছে।
এর উত্তরাঞ্চলে বিস্তৃত বিশাল তৈগা বনভূমি, যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, কাগজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় নরম কাঠের অন্যতম প্রধান উৎস। এই সরলবর্গীয় বনভূমি থেকে প্রাপ্ত কাঠের মন্ড ব্যবহৃত হয় উচ্চমানের কাগজ ও নিউজপ্রিন্ট তৈরিতে।
এছাড়াও, কাগজ তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত নানা ধরনের রাসায়নিক সহজেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সম্ভব হওয়ায়, কানাডার কাগজ শিল্প এক প্রযুক্তিগত ও অর্থনৈতিক সুবিধার অবস্থানে রয়েছে। ফলে এই খাতটি দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তথ্যসূত্র:
-
Britannica
-
Pulp and Paper Canada

0
Updated: 1 week ago