'জয়নবের চৌতিশা' - গ্রন্থটি কোন প্রকার সাহিত্য?
A
মর্সিয়া সাহিত্য
B
নাথ সাহিত্য
C
লোকসাহিত্য
D
রোমান্টিক প্রণয়োপাখ্যান
উত্তরের বিবরণ
মর্সিয়া সাহিত্য মূলত পারস্যের কবিদের দ্বারা প্রসার লাভ করে। বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্যের প্রবর্তক ছিলেন শেখ ফয়জুল্লাহ, এবং বাংলা ভাষায় মর্সিয়া সাহিত্যের প্রথম কাব্য হলো জয়নবের চৌতিশা, যা ১৫৭০ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। মর্সিয়া সাহিত্য হিন্দু কবিদের মধ্যেও জনপ্রিয় ছিল; এর মধ্যে রাধারমণ গোপ উল্লেখযোগ্য, যিনি তাঁর কাব্য 'ইমামগণের কেচ্ছা ও অফৎনামা' রচনা করেন। এছাড়া, দৌলত উজির বাহরাম খাঁ কারবালার করুণ কাহিনি নিয়ে 'জঙ্গনামা' নামক গুরুত্বপূর্ণ কাব্য রচনা করেন, যা ১৭২৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
-
মর্সিয়া সাহিত্যের প্রসার: পারস্যের কবিদের দ্বারা
-
বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া কবি: শেখ ফয়জুল্লাহ
-
বাংলা সাহিত্যের প্রথম মর্সিয়া কাব্য: জয়নবের চৌতিশা (১৫৭০ খ্রিষ্টাব্দ)
-
হিন্দু কবি: রাধারমণ গোপ
-
রাধারমণ গোপের কাব্য: ইমামগণের কেচ্ছা ও অফৎনামা
-
দৌলত উজির বাহরাম খাঁর কাব্য: জঙ্গনামা (কারবালার করুণ কাহিনি, ১৭২৩ খ্রিষ্টাব্দ)

0
Updated: 19 hours ago
নিচের কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
Created: 4 days ago
A
দেবদাস
B
শেষ প্রশ্ন
C
পণ্ডিতমশাই
D
মৃত্যুক্ষুধা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুর
-
প্রথম প্রকাশিত গল্প: মন্দির (১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ)
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (১৯০৭, ভারতী পত্রিকা)
-
রাজনৈতিক উপন্যাস: পথের দাবী (১৯২৬, ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত)
প্রধান উপন্যাসসমূহ:
-
চরিত্রহীন
-
পণ্ডিতমশাই
-
পল্লীসমাজ
-
দেবদাস
-
শ্রীকান্ত
-
পরিণীতা
-
বিরাজবৌ
-
দত্তা
-
বামুনের মেয়ে
-
শেষ প্রশ্ন
-
দেনাপাওনা
-
পথের দাবী
-
বিপ্রদাস
উল্লেখ্য: মৃত্যুক্ষুধা উপন্যাসটি কাজী নজরুল ইসলাম রচিত।
উৎস:

0
Updated: 4 days ago
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 4 weeks ago
A
মস্যা + ধার
B
মসি + আধার
C
মসী + ধার
D
মসী + আধার
'মস্যাধার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ
-
মসী + আধার = মস্যাধার
🔹 সন্ধির নিয়ম
-
ই-কার (◌ি) বা ঈ-কার (◌ী)-এর পর ই বা ঈ ছাড়া অন্য কোনো স্বর এলে, ই/ঈ স্থলে য/য-ফলা বসে।
-
এই য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
📌 সূত্র: [ ঈ + আ = য্ + আ ]
উদাহরণ:
-
মসী + আধার = মস্যাধার
তথ্যসূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 4 weeks ago
"রাজর্ষি" উপন্যাসের মূল বিষয়বস্তু কী?
Created: 3 weeks ago
A
প্রেমকাহিনী
B
সামাজিক সংস্কার
C
রাজনীতি
D
ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সংস্কার
'রাজর্ষি' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশ: ১৮৮৭
-
বিষয়বস্তু: ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস অবলম্বনে রচিত ঐতিহাসিক উপন্যাস।
-
মূল ভাব: মানবতার পক্ষে এবং ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে।
-
১৮৯১ সালে এই উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটক রচিত হয়।
উল্লেখযোগ্য চরিত্র:
-
গোবিন্দমাণিক্য
-
পুরোহিত রঘুপতি
-
হাসি ও তাতা
-
জয়সিংহ
-
নক্ষত্ররায়
উৎস: রাজর্ষি — উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর।

0
Updated: 3 weeks ago