"জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা।" - চরণটির রচয়িতা কে?
A
সিরাজ শাহ
B
শাহ আব্দুল করিম
C
সাবিরিদ খান
D
লালন শাহ
উত্তরের বিবরণ
লালন ফকিরের উল্লেখযোগ্য গানগুলো বাংলা বাউল ধারার মধ্যে বিশেষভাবে পরিচিত। তার গানে মানবজীবনের গভীর দার্শনিক ও মরমি অনুভূতি ফুটে ওঠে।
-
"খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়"
-
"আমি অপার হয়ে বসে আছি ও হে দয়াময়, পারে লয়ে যাও আমায়"
-
"জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা"
লালন শাহ ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা এবং প্রখ্যাত গায়ক। তাঁর জন্ম ১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে বা মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে হয়েছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ পাওয়া যায়। লালনের গান মরমি ব্যঞ্জনা এবং শিল্পগুণে সমৃদ্ধ, যা বাউল সংগীতের অনন্য বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত।

0
Updated: 19 hours ago
'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন কে?
Created: 1 day ago
A
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
মুহম্মদ এনামুল হক
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
D
সুকুমার সেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন খ্যাতিমান বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, শিক্ষক ও দার্শনিক। তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘জ্ঞানতাপস’ নামে পরিচিত এবং তাঁকে ‘চলিষ্ণু অভিধান’ বলেও অভিহিত করা হয়।
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর বিখ্যাত উক্তি:
“আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।” -
১৯৫৯ সালে তিনি ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ রচনা করেন।
-
তিনি বাংলা একাডেমির ‘আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা করেন, যা প্রথম প্রকাশিত হয় ১৯৬৫ সালে। এটি বাংলা ভাষার প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভাষার অভিধান।
তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা ইত্যাদি
উৎস:

0
Updated: 1 day ago
ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতির কয়টি স্তর নির্দেশ করেছেন?
Created: 1 month ago
A
দুটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
ড. সুকুমার সেনের বাংলা গদ্যরীতির চারটি স্তর
ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতিকে চারটি স্তরে ভাগ করেছেন:
-
প্রথম স্তর: সূচনা
-
সময়কাল: ষোল শতক থেকে ১৮০০ সালের পূর্ব পর্যন্ত
-
-
দ্বিতীয় স্তর: উন্মেষ
-
সময়কাল: ১৮০০ (শ্রীরামপুর মিশন) থেকে ১৮৪৭ সালের (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর) পূর্ব পর্যন্ত
-
-
তৃতীয় স্তর: অভ্যুদয়
-
সময়কাল: ১৮৪৭ (বিদ্যাসাগর) থেকে ১৮৬৫ সালের (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের) পূর্ব পর্যন্ত
-
-
চতুর্থ স্তর: পরিণতি
-
সময়কাল: ১৮৬৫ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) থেকে বর্তমান কাল পর্যন্ত
-
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
'যুবনাশ্ব' কার ব্যবহৃত ছদ্মনাম?
Created: 1 day ago
A
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের
B
সতীনাথ ভাদুড়ীর
C
বিমল মিত্রের
D
মণীশ ঘটকের
বাংলা সাহিত্যে অনেক লেখক তাঁদের সৃষ্টিকর্মে ছদ্মনাম ব্যবহার করেছেন। মণীশ ঘটকের ছদ্মনাম ছিলো যুবনাশ্ব। অন্যদিকে আরও কয়েকজন খ্যাতনামা লেখকের ছদ্মনাম পাওয়া যায়।
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – যাযাবর
-
বিমল মিত্র – জাবালি
-
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত
উৎস:

0
Updated: 1 day ago