‘মহুয়া’ পালার রচয়িতা কে?
A
চন্দ্রাবতী
B
দ্বিজ ঈশান
C
দ্বিজ কানাই
D
দ্বিজ বংশীদাস
উত্তরের বিবরণ
'মহুয়া' পালা হলো ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোর মধ্যে অন্যতম, যা ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এই পালার রচয়িতা ছিলেন দ্বিজ কানাই, যিনি নমশূদ্রের ব্রাহ্মণ কবি ছিলেন। অধ্যাপক দীনেশচন্দ্রের ধারণা অনুযায়ী, দ্বিজ কানাই প্রায় ১৬৫০ খ্রিস্টাব্দের দিকে এই পালা রচনা করেছিলেন। কাহিনীর সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্যও লক্ষ্য করা যায়।
মহুয়ার পালার প্রধান চরিত্র:
-
মহুয়া
-
নদের চাঁদ
-
হুমরা বেদে
-
সাধু

0
Updated: 19 hours ago
দ্বিজ বংশীদাস কোন কাব্যের অন্যতম কবি ছিলেন?
Created: 5 days ago
A
মনসামঙ্গল
B
চণ্ডীমঙ্গল
C
পদ্মাপুরাণ
D
ক ও গ উভয়ই
দ্বিজ বংশীদাস মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি মনসামঙ্গল গ্রন্থ রচনা করেছেন। তিনি পদ্মাপুরাণ ও মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি হিসেবেও পরিচিত।
প্রধান তথ্যসমূহ—
-
জন্মগ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে।
-
কাব্যে ব্যবহৃত শব্দ যেমন ‘মঘ-ফিরিঙ্গি’, ‘বন্দুক-পলিতা’ ইঙ্গিত দেয় যে তিনি সম্ভবত সতেরো শতকে আবির্ভূত।
-
তিনি সংস্কৃত, পুরাণ, আগম ও তন্ত্র শাস্ত্রে পণ্ডিত ছিলেন।
-
সুকণ্ঠ গায়ক হিসেবেও তিনি প্রসিদ্ধি লাভ করেন।
-
বংশীদাস কবি চন্দ্রাবতীর পিতা, এবং কবি চন্দ্রাবতী রামায়ণের অনুবাদে তাঁর পিতৃপরিচয় তুলে ধরেছেন।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম), বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 5 days ago
'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
Created: 4 days ago
A
নাটক
B
ছোটগল্প
C
উপন্যাস
D
শিশুতোষ গ্রন্থ
নৌকাডুবি
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরন: উপন্যাস
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়
-
বিষয়: জটিল পারিবারিক সম্পর্ক ও সমস্যা
-
প্রধান চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
-
অবস্থান: দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস:
-
বউ ঠাকুরাণীর হাট
-
রাজর্ষি
-
চোখের বালি
-
নৌকাডুবি
-
ঘরে-বাইরে
-
যোগাযোগ
উৎস:

0
Updated: 4 days ago
'আগুন পাখি'- উপন্যাসের রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
রাহাত খান
B
হাসান আজিজুল হক
C
সেলিনা হোসেন
D
ইমদাদুল হক মিলন
‘আগুনপাখি’ উপন্যাস ও হাসান আজিজুল হক
রচয়িতা: হাসান আজিজুল হক
হাসান আজিজুল হক :
-
জন্ম: ১৯৩৯, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
-
প্রধান পরিচয়: কথাসাহিত্যিক।
-
সম্মাননা:
-
১৯৬৭ – আদমজী সাহিত্য পুরস্কার
-
১৯৭০ – বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
-
১৯৯৯ – একুশে পদক
-
২০১৯ – স্বাধীনতা পদক
-
-
মৃত্যু: ১৫ নভেম্বর ২০২১
-
তাঁর একমাত্র কিশোর উপন্যাস: লাল ঘোড়া
-
উল্লেখযোগ্য উপন্যাস: বৃত্তায়ন, শিউলি, আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান
-
গল্পগ্রন্থ: নামহীন গোত্রহীন, সমুদ্রের স্বপ্ন, আত্মজা ও একটি করবী গাছ, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, রোদে যাবো, আমরা অপেক্ষা করছি, পাতালে হাসপাতালে
‘আগুনপাখি’ উপন্যাস :
-
উপন্যাসটি বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষদের সংগ্রামী জীবন, রাজনৈতিক বিভেদ ও সাম্প্রদায়িকতার বাস্তব চিত্র তুলে ধরে।
-
মেঝ বউ চরিত্রটি উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু, যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংহতির প্রতীক হিসেবে প্রদর্শিত হয়েছে।
উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলা ভাষা ও সাহিত্য

0
Updated: 3 weeks ago