'একরোখা' কোন ভাষার শব্দ?
A
বাংলা
B
ফারসি
C
আরবি
D
সংস্কৃত
উত্তরের বিবরণ
‘একরোখা’ ফারসি ভাষার শব্দ এবং এটি বিশেষণ পদ।
-
অর্থ: একগুঁয়ে, গোঁয়ার, অবাধ্য।
ফারসি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
0
Updated: 1 month ago
কোনটি চলিত ভাষার শব্দ?
Created: 1 month ago
A
অদ্য
B
যদিও
C
তথাপি
D
নতুবা
কিছু অব্যয়পদের সাধু ও চলিত রূপের পার্থক্য নিম্নরূপ:
-
অদ্য → আজ
-
অদ্যাপি → আজও
-
কদাচ → কখনো
-
তথাপি → তবুও
-
নচেৎ → নইলে
-
নতুবা → নইলে
-
যদ্যপি → যদিও
0
Updated: 1 month ago
কোনটি সম্মুখ স্বরধ্বনি?
Created: 1 month ago
A
[অ]
B
[উ]
C
[এ]
D
[আ]
সম্মুখ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [ই], [এ], [অ্যা]।
মধ্য স্বরধ্বনি হলো [আ], যা উচ্চারণে জিভ মধ্যবর্তী অবস্থানে থাকে।
পশ্চাৎ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [অ], [ও], [উ]।
0
Updated: 1 month ago
কোনটি ভাষা পরিবারের নাম নয়?
Created: 1 month ago
A
ইন্দো-ইউরোপীয়
B
অস্ট্রো-এশীয়
C
আফ্রিকীয়
D
ইন্দো-সেমীয়
ইন্দো-সেমীয় কোনো ভাষা-পরিবারের নাম নয়। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা এবং এটি নির্দিষ্ট ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত।
-
বাঙালি জনগোষ্ঠীর ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো বাংলা ভাষা।
-
পৃথিবীর ভাষাগুলোকে সাধারণত ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে।
-
বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য।
-
বাংলার নিকটতম আত্মীয় ভাষা হলো অহমিয়া (অসমিয়া) এবং ওড়িয়া।
-
ধ্রুপদি ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।
0
Updated: 1 month ago