'একরোখা' কোন ভাষার শব্দ?
A
বাংলা
B
ফারসি
C
আরবি
D
সংস্কৃত
উত্তরের বিবরণ
‘একরোখা’ ফারসি ভাষার শব্দ এবং এটি বিশেষণ পদ।
-
অর্থ: একগুঁয়ে, গোঁয়ার, অবাধ্য।
ফারসি ভাষা থেকে আগত আরও কিছু শব্দ:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

0
Updated: 19 hours ago
উপভাষার অপর নাম কী?
Created: 1 month ago
A
মান্য ভাষা
B
আঞ্চলিক ভাষা
C
প্রমিত ভাষা
D
প্রচলিত ভাষা
উপভাষা
-
আঞ্চলিক ভাষার আরেক নাম উপভাষা।
-
এটি প্রমিত ভাষার পাশাপাশি অঞ্চলভেদে প্রচলিত হয়।
-
পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক উপভাষা ব্যবহৃত হয়।
-
প্রমিত ভাষা ও উপভাষার পার্থক্য ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণ কাঠামোয় নিহিত।
-
প্রমিত ভাষা সর্বস্তরে ও লিখিতভাবে ব্যবহৃত হলেও উপভাষা কেবল নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে সীমিত।

0
Updated: 1 month ago
'তাপন' শব্দের অর্থ কী?
Created: 4 weeks ago
A
কোমর
B
আংটা
C
তাপ উৎপাদন
D
কৃত
শব্দের অর্থ
শব্দ | অর্থ |
---|---|
তাপন | তাপ উৎপাদন |
কটি | কোমর |
করা | কৃত |
কড়া | আংটা |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)

0
Updated: 4 weeks ago
কোন ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দ বেশি ব্যবহৃত হয়?
Created: 5 days ago
A
আঞ্চলিক ভাষা
B
বিদেশি ভাষা
C
চলিত ভাষা
D
সাধু ভাষা
• সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।

0
Updated: 5 days ago