'মৎস্যের ন্যায় অক্ষি যার' এক কথায় কী বলে?
A
মোহিনী
B
এণাক্ষী
C
মীনাক্ষী
D
মৃদঙ্গ
উত্তরের বিবরণ
‘মৎস্যের ন্যায় অক্ষি যার’ এক কথায় বলা হয় মীনাক্ষী।
অন্য প্রাসঙ্গিক সমার্থক বা বৈশিষ্ট্যবাচক শব্দ:
-
হরিণের মত চোখ যে নারীর বা যার — এণাক্ষী
-
মুখ করে যে নারী — মোহিনী
-
মৃৎ অঙ্গ যার — মৃদঙ্গ
0
Updated: 1 month ago
‘দীপ্তি পাচ্ছে এমন’—এক কথায় কী হবে?
Created: 1 month ago
A
দ্বীপ্যমান
B
দীপ্তমান
C
দীপ্যমান
D
দেদীপ্যমান
দীপ্তি পাচ্ছে এমন - দীপ্যমান। যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান। যা দীপ্তি পায় - দীপ্তমান।
0
Updated: 1 month ago
বাক্য সংকোচন: হাতির বাসস্থান
Created: 3 days ago
A
গজগৃহ
B
হাতিগৃহ
C
গুরুগৃহ
D
খাদা
হাতির বাসস্থানের সংক্ষিপ্ত রূপ হলো ‘গজগৃহ’।
-
“গজ” শব্দের অর্থ হলো হাতি।
-
“গৃহ” মানে বাড়ি বা বাসস্থান।
-
দুটি মিলিয়ে “গজগৃহ” মানে দাঁড়ায় “হাতির বাসস্থান”।
-
এটি একটি সমাসবদ্ধ শব্দ, যেখানে প্রথম পদটি প্রাণী নির্দেশ করে এবং দ্বিতীয়টি স্থান নির্দেশ করে।
-
অন্য বিকল্পগুলো অর্থের দিক থেকে সঠিক নয়—
-
“হাতিগৃহ” প্রমিত শব্দ নয়,
-
“গুরুগৃহ” মানে শিক্ষকের বাসস্থান,
-
“খাদা” মানে খাদ্য বা পোশাকের ছিদ্র।
-
0
Updated: 3 days ago
যা চিরস্থায়ী নয়-
Created: 5 months ago
A
অস্থায়ী
B
ক্ষণিক
C
ক্ষণস্থায়ী
D
নশ্বর
• 'যা চিরস্থায়ী নয়' — এক কথায় প্রকাশ: নশ্বর।
এছাড়াও,
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' — এক কথায় প্রকাশ: নশ্বর।
• আরও কিছু এক কথায় প্রকাশ:
-
'যার স্থায়ী ঠিকানা নেই' — উদ্বাস্তু।
-
'যে বাসস্থান থেকে বিতাড়িত হয়েছে' — উদ্বাস্তু।
-
'যার স্বভাবে নষ্ট হওয়া নেই' — অবিনশ্বর।
-
'যা কখনও নষ্ট হয় না' — অবিনশ্বর।
-
'যা অল্প সময়ের জন্য স্থায়ী' — ক্ষণস্থায়ী।
-
'যা স্থায়ীত্বহীন' — অস্থায়ী।
-
'যার নিজস্ব বাসস্থান নেই' — অনিকেত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 5 months ago