'শশাঙ্কের গল্পে রজনীশ জাগে ক্ষণে ক্ষণে।'- 'শশাঙ্ক' শব্দের অর্থ কী?
A
বাতাস
B
চাঁদ
C
জ্যোৎস্না
D
রাত
0
Updated: 1 month ago
‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ-
Created: 5 days ago
A
বিশেষভাবে বিশ্লেষণ
B
সাধারণ সংশ্লেষণ
C
বিশেষভাবে সংযোজন
D
সাধারণ বিশ্লেষণ
‘ব্যাকরণ’ শব্দটি ভাষার শুদ্ধতা, শৈলী ও গঠন বোঝার মৌলিক ভিত্তি। এটি শব্দ, ধ্বনি, ও বাক্য গঠনের নিয়ম ব্যাখ্যা করে। ব্যুৎপত্তিগতভাবে শব্দটি দুটি অংশে বিভক্ত হয়ে এর প্রকৃত অর্থ প্রকাশ করে।
‘ব্যা’ উপসর্গের অর্থ ‘বিশেষভাবে’ এবং ‘করণ’ অর্থ ‘করা’ বা ‘বিশ্লেষণ করা’।
ব্যা + করণ = ব্যাকরণ, অর্থাৎ ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করা।
এর দ্বারা বোঝায় ভাষার বিভিন্ন উপাদান যেমন ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদির নিয়মিত পর্যালোচনা।
ব্যাকরণের সাহায্যে ভাষার শুদ্ধ রূপ নির্ধারিত হয় এবং তা ব্যবহারে নিয়ম প্রতিষ্ঠিত হয়।
তাই ব্যুৎপত্তিগতভাবে ‘ব্যাকরণ’-এর অর্থ বিশেষভাবে বিশ্লেষণ।
0
Updated: 5 days ago
Phoneme শব্দের অর্থ –
Created: 2 months ago
A
শব্দমূল
B
নাম প্রকৃতি
C
রূপ
D
ধ্বনিমূল
ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশকে বা একককে বলা হয় ধ্বনিমূল বা phoneme। এই ধ্বনিমূল বা phoneme থেকেই ধ্বনিতত্ত্বের নাম হয়েছে Phonology।
0
Updated: 2 months ago
'সৌদামিনী' শব্দের অর্থ কী
Created: 1 month ago
A
পদ্ম
B
বৃক্ষ
C
বিদ্যুৎ
D
পত্নী
বাংলা ভাষায় বিভিন্ন শব্দের বহু সমার্থক রূপ রয়েছে, যেগুলো সাহিত্যিক বা কাব্যিক ব্যবহারকে সমৃদ্ধ করে। নিচে কয়েকটি শব্দের সমার্থক শব্দ তুলে ধরা হলো।
-
সৌদামিনী (বিশেষ্য পদ)
-
অর্থ: বিদ্যুৎ, তড়িৎ
-
-
‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ
-
তড়িৎ
-
বিজলি
-
বিজুরি
-
অশনি
-
ক্ষণপ্রভা
-
সৌদামিনী
-
দামিনী
-
চপলা
-
-
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ
-
কমল
-
ঋৎপল
-
সরোজ
-
পঙ্কজ
-
নলিন
-
শতদল
-
রাজীব
-
কোকনদ
-
কুবলয়
-
পুণ্ডরীক
-
অরবিন্দ
-
ইন্দীবর
-
পুষ্কর
-
তামরস
-
মৃণাল
-
-
‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ
-
গাছ
-
শাখী
-
বিটপী
-
দ্রুম
-
মহীরুহ
-
তরু
-
পাদপ
-
-
‘পত্নী’ শব্দের সমার্থক শব্দ
-
জায়া
-
সহধর্মিনী
-
ভার্যা
-
বিবাহিত স্ত্রী
-
0
Updated: 1 month ago