ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
A
কোপেনহেগেন
B
লন্ডন
C
রোম
D
ব্রাসেলস
উত্তরের বিবরণ
ইউরোপীয় ইউনিয়ন (EU): একটি বৃহৎ অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি
ইউরোপীয় ইউনিয়ন, সংক্ষেপে ইইউ, হচ্ছে ইউরোপ মহাদেশের একাধিক দেশের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এটি গঠিত হয় ১৯৯৩ সালের ১ নভেম্বর মাসে, মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে।
সেই সময় থেকেই ইইউ বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তীতে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
ইইউ-এর কেন্দ্রীয় দপ্তর বা সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। প্রাথমিকভাবে ছয়টি দেশ এই জোটে সদস্য হিসেবে যুক্ত হলেও বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ।
বর্তমান ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো হলো:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
এই দেশগুলো যৌথভাবে অর্থনীতি, বাণিজ্য, পরিবেশ, মানবাধিকার ও আইনগত বিষয়ে মিলিতভাবে কাজ করে থাকে, যার মাধ্যমে ইউরোপে স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় রাখা হয়।
তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
The European Free Trade Association (EFTA)-এর বর্তমান সদস্যদেশ কতটি? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 3 days ago
A
সাতটি
B
পাঁচটি
C
তিনটি
D
চারটি
The European Free Trade Association (EFTA) প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালের ৪ জানুয়ারী স্টকহোমে একটি কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে। এটির মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য প্রচার করা।
মূল তথ্যসমূহ:
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশসমূহ: অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য।
-
বর্তমান সদস্য দেশসমূহ (সেপ্টেম্বর ২০২৫):
-
আইসল্যান্ড
-
লিচেনস্টাইন
-
নরওয়ে
-
সুইজারল্যান্ড
-
-
EFTA-এর সদস্য নয়: ইতালি

0
Updated: 3 days ago
MERCOSUR কোন অঞ্চলের আঞ্চলিক বাণিজ্যিক জোট?
Created: 2 weeks ago
A
উত্তর ইউরোপ
B
দক্ষিণ-পূর্ব এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
পূর্ব ইউরোপ
MERCOSUR (The Southern Common Market / দক্ষিণ আমেরিকা আঞ্চলিক বাণিজ্যিক জোট):-
-
দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
-
প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১।
-
প্রতিষ্ঠাকালীন চুক্তি: আসুনসিয়ন চুক্তি (Treaty of Asuncion)।
-
চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে।
-
বর্তমান পূর্ণ সদস্য: ৫টি দেশ – আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা।
-
বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত।
-
-
সদরদপ্তর: মণ্টেভিডিও, উরুগুয়ে।
-
সহযোগী সদস্য: ৭টি দেশ – বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম।
🔹 ভেনেজুয়েলার স্থগিত সদস্যপদ:
-
বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুযায়ী MERCOSUR-এর রাষ্ট্রপক্ষ হিসেবে তার অধিকার ও বাধ্যবাধকতা স্থগিত।
🔹 প্রতিষ্ঠার প্রেক্ষাপট:
-
আসুনসিয়ন চুক্তি ১৯৯১ সালের ২৬ মার্চ প্যারাগুয়ের আসুনসিয়নে স্বাক্ষরিত হয় এবং MERCOSUR-এর প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে।
উৎস: Council on Foreign Relations ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
MERCOSUR কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
Created: 3 months ago
A
আফ্রিকা
B
মধ্য এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ওশেনিয়া
MERCOSUR (Mercado Común del Sur) বা দ্য সাউদার্ন কমন মার্কেট
MERCOSUR হলো দক্ষিণ আমেরিকার একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট, যার মূল লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা।
-
প্রতিষ্ঠা:
MERCOSUR গঠিত হয় ১৯৯১ সালে "আসুনসিয়ন চুক্তি"র মাধ্যমে, তবে এটি প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। -
সদস্য রাষ্ট্র:
বর্তমানে MERCOSUR-এর ৫টি পূর্ণ সদস্য রাষ্ট্র রয়েছে:-
ব্রাজিল
-
আর্জেন্টিনা
-
উরুগুয়ে
-
প্যারাগুয়ে
-
বলিভিয়া
উল্লেখযোগ্যভাবে, ভেনেজুয়েলা পূর্বে MERCOSUR-এর সদস্য ছিল, তবে বর্তমানে এর সদস্যপদ স্থগিত রয়েছে।
-
-
সদরদপ্তর:
MERCOSUR-এর সদরদপ্তর অবস্থিত মন্টিভিডিও, উরুগুয়েতে।
উৎস: MERCOSUR-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 3 months ago