'আককুটে' বাগ্ধারার অর্থ কী?
A
নিচ ব্যক্তি
B
অমিতব্যয়ী
C
অত্যন্ত অলস
D
বেখাপ্পা
উত্তরের বিবরণ
‘আককুটে’ বাগধারার অর্থ হলো অমিতব্যয়ী বা বেহিসাবি।
অন্য কিছু প্রাসঙ্গিক বাগধারার অর্থ হলো:
-
‘অকর্মার ধাড়ি’ — অত্যন্ত অলস।
-
‘আস্তাকুঁড়ের পাতা’ — নিচ ব্যক্তি।
-
‘আখাম্বা’ — বেখাপ্পা।

0
Updated: 19 hours ago
‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী?
Created: 1 month ago
A
খেতে বসা
B
শুরু করা
C
ভণ্ডামি করা
D
সাধু সাজা
‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ হলো:
✅ ঘ) সাধু সাজা
এই বাগধারাটি এমন কাউকে বোঝায়, যে লোক দেখানোভাবে ভালো বা সাধু সাজে, কিন্তু বাস্তবে সে তেমন নয়।
এটি অনেক সময় ভণ্ডামি বা কপটতা বোঝাতেও ব্যবহৃত হয়।

0
Updated: 1 month ago
‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
Created: 1 month ago
A
সুসময়
B
দুঃসময়
C
অলীক বস্তু
D
শেষ রক্ষা
বাংলা প্রাচীন জ্যোতিষশাস্ত্র মতে, ‘একাদশে বৃহস্পতি’ মানে কারো জন্মছকে (কুন্ডলীতে) বৃহস্পতি যদি একাদশ ঘরে থাকে, তবে তাকে অত্যন্ত সৌভাগ্যবান ধরা হয়। তখন তার জীবনে ধন, মান, যশ, সুস্বাস্থ্য ও সাফল্য আসে।
এই কারণে ‘একাদশে বৃহস্পতি’ বলতে সুসময়, সৌভাগ্য বা কল্যাণকর অবস্থা বোঝানো হয়।
উদাহরণ:
“পরীক্ষার আগেই চাকরির খবর পেলো—এ যেন একাদশে বৃহস্পতি।” অর্থাৎ জীবনে সৌভাগ্যের সময় এসেছে।

0
Updated: 1 month ago
‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কী?
Created: 1 month ago
A
চুরি করা
B
সেবা করা
C
অপরাধ করা
D
নষ্ট করা
‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ = চুরি করা উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল? আরও কিছু বাগ্ধারা- চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা। চোখের বালি = চক্ষুশূল। চক্ষু চড়ক গাছ= বিস্ময়ে চোখ বড় হয়ে যাও। চোখ কপালে তুলা= বিস্মিত হও। চোখ নাচা= শুভাশুভের লক্ষণ।

0
Updated: 1 month ago