কোন স্থানে যত লোক আছে তত ছয় পয়সা জমা করায় মোট ৩৭.৫০ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
A
৩৯ জন
B
২৯ জন
C
৩২ জন
D
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন স্থানে যত লোক আছে তত ছয় পয়সা জমা করায় মোট ৩৭.৫০ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
সমাধান:
ধরি,
ঐ স্থানে ক জন লোক ছিল।
শর্তমতে,
৬ক × ক = ৩৭.৫০ × ১০০
⇒ ৬ক২ = ৩৭৫০
∴ ক২ = ৬২৫
ক = ২৫
সুতরাং, ঐ স্থানে ২৫ জন লোক ছিল।
0
Updated: 1 month ago
A garrison has food for 40 days for 200 soldiers. After 10 days, 50 soldiers leave. How many more days will the remaining food last?
Created: 1 month ago
A
20 days
B
30 days
C
35 days
D
40 days
Question: A garrison has food for 40 days for 200 soldiers. After 10 days, 50 soldiers leave. How many more days will the remaining food last?
Solution:
দেওয়া আছে,
40 দিনের খাদ্য আছে = 200 জনের
10 দিন পর 50 জন সৈন্য চলে গেলে,
বাকি দিন = 40 - 10 = 30 দিন
বাকি সৈন্য = 200 - 50 = 150 জন
বাকি খাদ্যে,
200 জন সৈন্যের চলবে = 30 দিন
∴ 1 জন সৈন্যের চলবে =30 × 200 দিন
∴ 150 জন সৈন্যের চলবে = (30 × 200)/150 = 40 দিন
সুতরাং বাকি খাদ্যে 40 দিন চলবে।
0
Updated: 1 month ago
একজন ব্যবসায়ী আলমারি ও টেবিল প্রস্তুত করে। প্রতিটি আলমারির বিক্রয়মূল্য ৭০০০ টাকা এবং প্রতিটি টেবিলের বিক্রয়মূল্য ৩৭৫০ টাকা । গত মাসে যে পরিমাণ আলমারি বিক্রি কিরে তার তিনগুণ টেবিল বিক্রি করে থাকলে তার প্রতি একক পণ্যের গড় বিক্রয়মূল্য কত?
Created: 1 week ago
A
৪,৫৬২.৫০ টাকা
B
৪,৫৫০ টাকা
C
৬,৬০০ টাকা
D
৩,৭৪৫ টাকা
0
Updated: 1 week ago
চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
Created: 1 month ago
A
১১.১১%
B
১৩.১১%
C
১০%
D
৯.১১%
প্রশ্ন: চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
সমাধান:
মনেকরি,
চিনির মূল্য ১০০ টাকা
১০% কমে চিনির মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য = (১০০ × ১০০)/৯০
= ১১১(১/৯) টাকা
∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = [(১০০০/৯) - ১০০]%
= (১০০/৯)%
= ১১.১১%
0
Updated: 1 month ago