নিচের কোন বানানটি অশুদ্ধ?
A
ভূমণ্ডল
B
আভ্যন্তর
C
জ্যোতিষ্মান
D
উন্মীলণ
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় অশুদ্ধ বানান হলো ‘উন্মীলণ’। এর শুদ্ধ বানান হলো ‘উন্মীলন’।
শব্দের অর্থ:
-
বিকাশ
-
উন্মেষ
-
উদ্ঘাটন
-
উন্মোচন
অন্যদিকে, আভ্যন্তর, ভূমণ্ডল এবং জ্যোতিষ্মান শব্দগুলোর বানান শুদ্ধ।
0
Updated: 1 month ago
বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?
Created: 2 months ago
A
আসক্তি
B
আকাঙ্ক্ষা
C
যোগ্যতা
D
আসত্তি
একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। যথা - ১. আকাঙ্ক্ষা ২. আসত্তি এবং ৩. যোগ্যতা । বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন - চন্দ্র পৃথিবীর চারদিকে ..... বললে সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না । আরো কিছু শোনার ইচ্ছা হয়। কিন্তু চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে বললে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়।
0
Updated: 2 months ago
'এ মাটি সোনার বাড়া'-এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
Created: 3 months ago
A
বিশেষণের অতিশায়ন
B
রূপবাচক বিশেষণ
C
উপাদান বাচক বিশেষণ
D
বিধেয় বিশেষণ
বিশেষণের অতিশয়ন
যখন একটি বিশেষণ পদ একাধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা বা পরিমাণের পার্থক্য তুলে ধরে এবং তন্মধ্যে একটি বিশেষ্যের উৎকর্ষতা বা নিকৃষ্টতা বোঝায়, তখন তাকে বিশেষণের অতিশয়ন বলা হয়।
বাংলা ভাষায় অতিশয়নের প্রয়োগ
দুটি বস্তুর মধ্যে তুলনামূলক অতিশয়ন:
বাংলায় যখন দুটি বস্তুর মধ্যে গুণ বা অবস্থা তুলনা করা হয়, তখন চাইতে, চেয়ে, হইতে, হতে, অপেক্ষা, থেকে ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে তুলনার প্রথম উপাদানটি সাধারণত ষষ্ঠী বিভক্তিযুক্ত থাকে এবং বিশেষণের গঠনে কোনো পরিবর্তন হয় না।
উদাহরণ:
-
ঘোড়ার দাম গরুর থেকে বেশি।
-
সিংহ বাঘের চেয়ে বলবান।
বহুবচনের মধ্যে অতিশয়ন:
একাধিকের মধ্যে যখন একটি বিশেষ্যের গুণ বা দোষ সবচেয়ে বেশি বা কম বোঝাতে হয়, তখন সবচেয়ে, সবচাইতে, সর্বাধিক, সর্বাপেক্ষা প্রভৃতি শব্দ বিশেষণের আগে বসে। এখানে বিশেষণের রূপ অপরিবর্তিত থাকে।
উদাহরণ:
-
নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে করিম সবচেয়ে বুদ্ধিমান।
-
ভাইদের মাঝে বিমলই সবচাইতে বিচক্ষণ।
-
পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান।
দুটি বস্তুর মধ্যে অতিশয়নে জোর বোঝাতে:
কখনো তুলনায় জোর দিতে হলে, মূল বিশেষণের আগে অধিক, বেশি, অনেক, অল্প, কম, অধিকতর ইত্যাদি শব্দ যোগ করা হয়।
উদাহরণ:
-
গোলাপের চাইতে পদ্মফুল অনেক সুন্দর।
-
দুধ ঘিয়ের থেকে বেশি উপকারী।
-
পাতিলেবু কমলার চাইতে অল্প ছোট।
ষষ্ঠী বিভক্তি দ্বারাই অতিশয়নের কাজ:
কখনো কখনো কোনো অতিরিক্ত তুলনামূলক শব্দ না ব্যবহার করেও ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দ নিজেই তুলনার কাজ করে ফেলে।
উদাহরণ:
-
এ মাটি সোনার বাড়া। (অর্থাৎ সোনার তুলনায় বেশি মূল্যবান)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 3 months ago
'নিমচাঁদ এবং কেনারাম' কোন নাটকের চরিত্র?
Created: 2 months ago
A
সধবার একাদশী
B
বিয়ে পাগলা বুড়ো
C
নীল-দর্পন
D
কোনোটিই নয়
‘সধবার একাদশী’ নাটক
-
রচয়িতা: দীনবন্ধু মিত্র।
-
প্রকাশিত হয় ১৮৬৬ খ্রিষ্টাব্দে।
-
এটি একটি বিখ্যাত সামাজিক নাটক।
-
উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও বেশ্যাবৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল।
-
নাটকটি মূলত এই সামাজিক বিপর্যয়ের কাহিনী নিয়ে রচিত।
-
উল্লেখযোগ্য চরিত্র: নিমচাঁদ, কেনারাম, সৌদামিনী, গিন্নী, কাঞ্চন।
দীনবন্ধু মিত্রের অন্যান্য উল্লেখযোগ্য নাটক
-
নীল দর্পন
-
নবীন তপস্বিন
-
লীলাবত
-
কমলে কামিনী
উৎস:
১) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago