__________ না করলে হয়তো সে সত্য কথাটা বলত না।
A
পীড়াপীড়ী
B
পিড়াপীড়ি
C
পীড়াপীড়ি
D
পীড়াপিড়ি
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘পীড়াপীড়ি’ হলো শুদ্ধ বানান।
‘পীড়াপীড়ি’ শব্দের অর্থ:
-
বারবার অনুরোধ-উপরোধ বা চাপ প্রয়োগ।
অন্য কিছু শুদ্ধ বানান হলো—
-
অপকর্শ (সঠিক বানান) → অপকর্ষ
-
অন্যমনষ্ক → অন্যমনস্ক
-
অন্যপুর্বা → অন্যপূর্বা
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
শ্বাশত → শাশ্বত

0
Updated: 20 hours ago
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 5 days ago
A
গৌরাঙ্গ
B
সুশ্রী
C
উজ্জ্বল
D
সরস
'মলিন' শব্দের বিপরীতার্থক শব্দ হলো উজ্জ্বল। এর পাশাপাশি আরও কিছু শব্দ রয়েছে যেগুলোর বিপরীতার্থক রূপ নিচে দেওয়া হলো।
-
শ্যামল: গৌরাঙ্গ
-
সুশ্রী: কুশ্রী / বিশ্রী
-
সরস: নীরস
উৎস:

0
Updated: 5 days ago
'সমাস' শব্দের ব্যুৎপত্তি কোনটি?
Created: 3 weeks ago
A
সম্ + √ অ + মস্
B
সম্ + √ অ + অস্
C
সম্ + √ অস্ + অ
D
সম্ + √ অস্
সমাস
ব্যুৎপত্তি:
‘সমাস’ শব্দের ব্যুৎপত্তি হলো – সম্ + √অস্ + অ।
সংজ্ঞা:
অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একত্রিত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
অর্থ:
সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
সমাসের কাজ:
-
ভাষাকে সংক্ষেপ করা।
-
নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা।
-
শব্দ গঠন সহজ করা।
সমাস আলোচনার ক্ষেত্র:
সমাস মূলত শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)

0
Updated: 3 weeks ago
'Look before you leap' এর সঠিক অনুবাদ কোনটি?
Created: 1 week ago
A
লাফ দেওয়ার আগে তাকাও।
B
ভাবিয়া করিও কাজ।
C
দেখে তারপর লাফ দাও।
D
আকাশকুসুম ভাবিও না।

0
Updated: 1 week ago