"তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।"- এটি কোন ধরনের বাক্য?
A
সরল
B
জটিল
C
যৌগিক
D
মিশ্র
উত্তরের বিবরণ
যৌগিক বাক্য হলো সেই বাক্য, যেখানে দুই বা ততোধিক স্বাধীন বাক্য যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়।
যোজক হিসেবে সাধারণত ব্যবহার হয়—
-
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি।
-
এছাড়া, কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (–) ইত্যাদি যোজকের কাজ করতে পারে।
উদাহরণ—
-
রহিম রাতে ভাত খায় আর রহিমা খায় রুটি।
-
তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
-
লোকটি ধনী কিন্তু কৃপণ।
0
Updated: 1 month ago
"উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।" বাক্যটি কোন ধরনের?
Created: 1 month ago
A
সরল
B
যৌগিক
C
জটিল
D
কোনোটিই নয়
যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্র মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।
0
Updated: 1 month ago
‘লঙ্কাবাটা” এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
Created: 2 months ago
A
লঙ্কা ও বাটা
B
যা লঙ্কা তাই, বাটা
C
লঙ্কার বাটা
D
বাটা যে লঙ্কা
লঙ্কাবাটা = বাটা যে লঙ্কা। কর্মধারয় সমাস।
0
Updated: 2 months ago
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলা হয়?
Created: 1 month ago
A
কারক
B
পদ
C
অক্ষর
D
প্রত্যয়
বাংলা ভাষার ব্যাকরণে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো সঠিকভাবে বোঝা জরুরি। নিচে সেগুলো সংক্ষেপে তুলে ধরা হলো।
-
পদ হলো বিভক্তিযুক্ত শব্দ। অর্থাৎ, কোনো শব্দে বিভক্তি যুক্ত হলেই তা পদ হিসেবে গণ্য হয়।
-
বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দেই বিভক্তি থাকে।
-
যেসব শব্দে বিভক্তি প্রকাশ পায় না, সেখানে শূন্য বিভক্তি বিদ্যমান থাকে। তাই বাক্যের প্রতিটি শব্দই পদ।
-
পদ প্রধানত দুই ধরনের হয়— সব্যয় পদ ও অব্যয় পদ।
-
কারক হলো ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক।
-
কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যোগ হয়।
-
অক্ষর (ইংরেজি নাম: syllable) হলো অল্প প্রয়াসে একবারে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। তাই একে শব্দাংশও বলা হয়।
-
প্রত্যয় হলো এমন কিছু অর্থহীন শব্দাংশ, যা শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে।
0
Updated: 1 month ago