"তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।"- এটি কোন ধরনের বাক্য?
A
সরল
B
জটিল
C
যৌগিক
D
মিশ্র
উত্তরের বিবরণ
যৌগিক বাক্য হলো সেই বাক্য, যেখানে দুই বা ততোধিক স্বাধীন বাক্য যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়।
যোজক হিসেবে সাধারণত ব্যবহার হয়—
-
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি।
-
এছাড়া, কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (–) ইত্যাদি যোজকের কাজ করতে পারে।
উদাহরণ—
-
রহিম রাতে ভাত খায় আর রহিমা খায় রুটি।
-
তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
-
লোকটি ধনী কিন্তু কৃপণ।

0
Updated: 20 hours ago
'বঙ্গদর্শন' - পত্রিকার প্রথম সম্পাদক কে?
Created: 1 day ago
A
অক্ষয়কুমার দত্ত
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
জোশুয়া মার্শম্যান
D
দোম আন্তোনিও
‘বঙ্গদর্শন’ হলো একটি মাসিক সাহিত্যপত্রিকা, যা ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রথম প্রকাশিত হয়। এটি উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ প্রভাব ফেলেছে, বিশেষত বাংলা গদ্যের গঠনে। পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়েছিল।
-
ভাষা ও বিষয়বস্তু:
-
খুব উন্নত মানের সাধু বাংলা
-
সাহিত্য, সমাজ, বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শন সম্পর্কিত প্রবন্ধ
-
বিভিন্ন উপন্যাস প্রকাশিত হতো
-
-
সম্পাদনা ও নেতৃত্ব:
-
প্রতিষ্ঠার পর থেকে ১৮৭৬ সালের এপ্রিল পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন সম্পাদক ও প্রধান লেখক।
-
উল্লেখযোগ্য:
-
অক্ষয়কুমার দত্ত সম্পাদিত পত্রিকা: তত্ত্ববোধিনী
উৎস:

0
Updated: 1 day ago
‘সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র’। কোন বাক্য?
Created: 4 weeks ago
A
নির্দেশাত্মক বাক্য
B
স্ময়বোধক বাক্য
C
জটিল বাক্য
D
যৌগিক বাক্য
এটি একটি জটিল বা মিশ্র বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহার হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।

0
Updated: 4 weeks ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 20 hours ago
A
জাজ্জ্বল্যমান
B
বয়োজ্যেষ্ঠ
C
প্রোজ্বলিত
D
নিরূপম
শুদ্ধ বানান: বয়োজ্যেষ্ঠ
-
এটি একটি বিশেষণ পদ।
-
অর্থ: বয়সে বড়
অন্যদিকে, অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো—
-
জাজ্জ্বল্যমান → জাজ্বল্যমান
-
প্রোজ্বলিত → প্রজ্বলিত
-
নিরূপম → নিরুপম
(উৎস:

0
Updated: 20 hours ago