যোজক কাকে যুক্ত করে?
A
পদ
B
বর্গ
C
বাক্য
D
সবগুলোই
উত্তরের বিবরণ
যোজক হলো সেই শব্দ, যা পদ, বর্গ বা বাক্যকে একত্রিত করে।
যেমন—
-
এবং, ও, আর, তবু, অথবা, সুতরাং, কারণ, তবে ইত্যাদি।
যোজকের প্রকারভেদ বৈশিষ্ট্য অনুযায়ী—
-
সাধারণ যোজক : দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে।
যেমন: করিম ও রহিম এ কাজটি করেছে। -
বিকল্প যোজক : একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
যেমন: চা না-হয় কফি খান। -
বিরোধ যোজক : বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ সৃষ্টি করে।
যেমন: তাকে আসতে বললাম, তবু এলো না। -
কারণ যোজক : বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায়, যার একটি অন্যটির কারণ নির্দেশ করে।
যেমন: বসার সময় নেই, তাই যেতে হচ্ছে। -
সাপেক্ষ যোজক : একে অপরের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন: যত পড়ছি, ততই নতুন করে জানছি।
0
Updated: 1 month ago
'সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।' - কার রচিত পংক্তি?
Created: 1 month ago
A
রজনীকান্ত সেন
B
ইসমাইল হােসেন সিরাজী
C
কামিনী রায়
D
দ্বিজেন্দ্রলাল রায়
প্রদত্ত লাইন দুটি কবি কামিনী রায় রচিত "পরার্থে" কবিতা থেকে নেওয়া হয়েছে। কামিনী রায় (১৮৬৪-১৯৩৩) ছিলেন একজন উজ্জ্বল কবি এবং সমাজকর্মী, যিনি সাহিত্য ও জনকল্যাণে সমানভাবে অবদান রেখেছেন।
তিনি নারীর উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কাজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
-
জন্ম ও প্রাথমিক জীবন: কামিনী রায় জন্মগ্রহণ করেন ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে। মাত্র আট বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন।
-
সাহিত্যকর্ম: তিনি 'জনৈক বঙ্গ মহিলা' নামে কাব্যচর্চা করতেন এবং সাহিত্যচর্চার পাশাপাশি সাংস্কৃতিক ও জনহিতকর কাজে নিবেদিত ছিলেন।
-
সামাজিক অবদান: নারীশ্রমিক তদন্ত কমিশনের অন্যতম সদস্য (১৯২২-২৩), বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সাহিত্য শাখার সভানেত্রী (১৯৩০), এবং বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর সহসভাপতি (১৯৩২-৩৩) ছিলেন।
-
প্রকাশিত কাব্যগ্রন্থ:
-
আলো ও ছায়া (১৮৮৯) – ভূমিকা লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
-
নির্মাল্য (১৮৯১)
-
পৌরাণিকী (১৮৯৭)
-
গুঞ্জন (শিশুকাব্য, ১৯০৫)
-
ধর্ম্মপুত্র (অনুবাদ, ১৯০৭)
-
মাল্য ও নির্মাল্য (১৯১৩)
-
অশোকসঙ্গীত (সনেট, ১৯১৪)
-
অম্বা (নাটক, ১৯১৫)
-
বালিকা শিক্ষার আদর্শ (১৯১৮)
-
ঠাকুরমার চিঠি (১৯২৪)
-
দীপ ও ধূপ (১৯২৯)
-
জীবনপথে (সনেট, ১৯৩০)
-
উল্লেখযোগ্য যে, "পরার্থে" কবিতার উদ্ধৃত লাইনগুলোতে কামিনী রায় মানুষের পরস্পরের প্রতি দায়িত্ববোধ ও অন্যের কল্যাণে জীবন যাপনের মূল্য ফুটিয়ে তুলেছেন:
"আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।"
0
Updated: 1 month ago
বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
Created: 1 month ago
A
পদ
B
প্রাতিপাদিক
C
অক্ষ
D
বাক্য
বাংলা ব্যাকরণে—
-
প্রাতিপাদিক হলো মূল শব্দ বা ধাতু, যেখানে কোনো বিভক্তি যোগ হয়নি। যেমন: ঘর, জল, মানুষ।
-
যখন প্রাতিপাদিকের সাথে বিভক্তি যোগ হয়, তখন সেই শব্দকে বলা হয় পদ। যেমন:
-
ঘরে (ঘর + এ)
-
জলে (জল + এ)
-
মানুষের (মানুষ + এর)
-
অতএব, বিভক্তিযুক্ত শব্দই পদ।
0
Updated: 1 month ago
'অতি উচ্চ ধ্বনি' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 1 month ago
A
অত্যাসন্ন
B
উতরোল
C
মহানাদ
D
অট্টহাস্য
‘অতি উচ্চ ধ্বনি’-এর এক কথায় প্রকাশ হলো মহানাদ। এই শব্দ দ্বারা অত্যন্ত জোরালো বা তীব্র শব্দ বা ধ্বনিকে বোঝানো হয়, যা সাধারণত দূর পর্যন্ত শোনা যায়।
অন্যদিকে—
-
অতি উচ্চ বিকট হাসি — অট্টহাস্য
-
অতি উচ্চ রোল — উতরোল
-
অতি আসন্ন — অত্যাসন্ন
0
Updated: 1 month ago