"যদি কাব্য ম্যাজিক হয়, তবে সমালোচনা লজিক হতে বাধ্য।" - কোন ধরনের বাক্য?
A
সরল বাক্য
B
যৌগিক বাক্য
C
জটিল বাক্য
D
আশ্রিত খণ্ডবাক্য
উত্তরের বিবরণ
“যদি কাব্য ম্যাজিক হয়, তবে সমালোচনা লজিক হতে বাধ্য।” — এটি একটি জটিল বাক্য।
জটিল বাক্য হলো এমন বাক্য, যেখানে একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকে।
উদাহরণ—
-
যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
-
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
-
যদি কাব্য ম্যাজিক হয়, তবে সমালোচনা লজিক হতে বাধ্য।
জটিল বাক্য গঠনে ব্যবহৃত সাপেক্ষ সর্বনাম ও যোজক—
-
সাপেক্ষ সর্বনাম: যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি।
-
সাপেক্ষ যোজক: যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন-তখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি।
এগুলো ব্যবহার করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করা যায়।
0
Updated: 1 month ago
'হৃ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 1 month ago
A
হ্ + ন
B
হ্ + ণ
C
হ্ + র
D
হ্ + ঋ
বাংলা বর্ণমালায় যুক্তবর্ণ হলো দুটি বা ততোধিক বর্ণের সংযোগ থেকে গঠিত একক ধ্বনি। যেমন, হ্ + ঋ = হৃ।
-
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্চ = ঞ্ + চ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ন = হ্ন
-
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটি সঠিক?
Created: 1 month ago
A
আবশ্যক ব্যায়ে কার্পন্যতা উচিত নয়।
B
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
C
আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।
D
তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।
শুদ্ধ বাক্য- তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।
অশুদ্ধ বাক্য- আবশ্যক ব্যায়ে কার্পন্যতা উচিত নয়।
শুদ্ধ বাক্য- আবশ্যক ব্যয়ে কার্পণ্য উচিত নয়।
অশুদ্ধ বাক্য- আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।
শুদ্ধ বাক্য- আকণ্ঠ খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।
অশুদ্ধ বাক্য- অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ বাক্য- অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
0
Updated: 1 month ago
মধ্যস্বর লোপ পেয়েছে নিচের কোন উদাহরণে?
Created: 3 months ago
A
আশা > আশ
B
আজি > আজ
C
অগুরু > অগ্র
D
উদ্ধার > উধার > ধার
সম্প্রকর্ষ বা স্বরলোপ
যখন কোনো শব্দ দ্রুত উচ্চারণ করার কারণে তার শুরু, মাঝখান বা শেষে থাকা কোনো স্বরধ্বনি (অ, আ, ই ইত্যাদি) হারিয়ে যায়, তখন তাকে সম্পরকর্ষ বা স্বরলোপ বলা হয়।
উদাহরণ:
-
বসতি → বস্তি,
-
জানালা → জান্লা।
• আদি স্বরলোপ:
শব্দের শুরুর স্বর যদি বাদ যায়, তখন তাকে আদি স্বরলোপ বলে।
উদাহরণ:
-
অলাবু → লাবু → লাউ,
-
উদ্ধার → উধার → ধার।
• মধ্যস্বর লোপ:
শব্দের মাঝখানে থাকা স্বর বাদ গেলে তাকে মধ্যস্বর লোপ বলে।
উদাহরণ:
-
অগুরু → অগ্র,
-
সুবর্ণ → স্বর্ণ।
• অন্ত্যস্বর লোপ:
শব্দের শেষের স্বর বাদ পড়লে তাকে অন্ত্যস্বর লোপ বলে।
উদাহরণ:
-
আশা → আশ,
-
আজি → আজ,
-
চারি → চার,
-
সন্ধ্যা → সঞঝা → সাঁঝ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ)
0
Updated: 3 months ago