নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
A
গান করা
B
পেয়ে বসা
C
গরম করা
D
উদয় হওয়া
উত্তরের বিবরণ
‘পেয়ে বসা’ হলো একটি যৌগিক ক্রিয়ার উদাহরণ।
যৌগিক ক্রিয়া হলো এমন ক্রিয়া, যেখানে অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে একটি নতুন ক্রিয়া গঠন করে।
উদাহরণ—
-
এগিয়ে চলা
-
মরে যাওয়া
-
কমে আসা
-
হেসে ওঠা
-
উঠে পড়া
-
পেয়ে বসা
-
সরে দাঁড়ানো
সংযোগ ক্রিয়া হলো সেই ক্রিয়া, যা বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের পরে নির্দিষ্ট ক্রিয়া যুক্ত হয়ে গঠিত হয়।
উদাহরণ—
-
গরম করা
-
গান করা
-
উদয় হওয়া
-
ঠনঠন করা
0
Updated: 1 month ago
সাধু রীতির বৈশিষ্ট্য নয় কোনটি?
Created: 1 month ago
A
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
B
তৎসম শব্দবহুল।
C
সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে।
D
বক্তৃতা ও আলাপ-আলোচনার উপযোগী।
সাধু রীতির বৈশিষ্ট্য নয়— বক্তৃতা ও আলাপ-আলোচনার উপযোগী হওয়া। সাধু রীতি মূলত লেখ্য ভাষায় ব্যবহার হয় এবং এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে।
সাধু রীতি
-
বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
-
এ রীতি গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল।
-
সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী।
-
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
চলিত রীতি
-
চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি শিষ্ট ও ভদ্রজনের কথ্য ভাষা হিসেবে প্রচলিত ছিল, বর্তমানে তা পরিবর্তিত রূপ লাভ করেছে।
-
এ রীতি তদ্ভব শব্দবহুল।
-
চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য এটি বেশি উপযোগী।
-
সাধু রীতির সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত হয়ে সহজতর রূপ গ্রহণ করে। বহু বিশেষ্য ও বিশেষণেও একই রকম পরিবর্তন ঘটে।
উৎস:
0
Updated: 1 month ago
‘ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কি বিপদ!’- এ বাক্যের ‘কী’ এর অর্থ কোনটি?
Created: 2 months ago
A
বিরক্তি
B
রাগ
C
ভয়
D
হুমকি
এরুপ ক্ষেত্রে বাক্যের ভাব বুঝেই ‘কী’এর অর্থ নিরুপণ করতে হবে। সে হিসাবে এর অর্থ ‘ভয়’ ‘রাগ’ বা ‘বিপদ’ নয়, অবশ্যই ‘বিরক্ত’।
0
Updated: 2 months ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 1 month ago
A
কুলটা
B
যোগিনী
C
রজকী
D
চাতকী
নিত্য স্ত্রী বাচক শব্দ - সধবা, বিধবা, স্বপত্নী, সতীন, ডাইনি, বাঁইজি, কলঙ্কিনী, শাকচুন্নি, কুলটা, অসর্ম্পস্যা, অন্তস্বত্তা, সৎমা, এঁয়ো, সুজলা, সুফলা, রূপসী, অঅর্ধাঙ্গিনী।
0
Updated: 1 month ago