বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় নিচের কোন গুণটি থাকা প্রয়োজন?
A
আসত্তি
B
আকাঙ্ক্ষা
C
যোগ্যতা
D
আসক্তি
উত্তরের বিবরণ
বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় আসত্তি গুণটি থাকা প্রয়োজন।
আদর্শ বাক্যের জন্য তিনটি গুণ থাকা জরুরি—
১. আকাঙ্ক্ষা:
-
বাক্যের অর্থ স্পষ্ট করতে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা বা প্রয়াসকে আকাঙ্ক্ষা বলে।
-
উদাহরণ:
-
ছেলেরা খেলে।
-
কাজল নিয়মিত লেখাপড়া।
এই দুই বাক্য অসম্পূর্ণ, অর্থাৎ আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি।
পরিপূর্ণ বাক্য: -
ছেলেরা ফুটবল খেলে।
-
কাজল নিয়মিত লেখাপড়া করে।
-
২. আসত্তি:
-
বাক্যের অর্থসঙ্গতি রক্ষায় সুনির্দিষ্ট পদবিন্যাসই আসত্তি।
-
উদাহরণ: ‘নিয়মিত করে হাসান লেখাপড়া’ — এখানে পদগুলোর সন্নিবেশ ঠিকঠাক নয়, ফলে অন্তর্নিহিত ভাব প্রকাশ হয়নি।
-
পরিপূর্ণ বাক্য (আসত্তিসম্পন্ন): হাসান নিয়মিত লেখাপড়া করে।
৩. যোগ্যতা:
-
বাক্যের পদসমূহের বিশ্বাসযোগ্য ভাবসম্মিলনের নাম যোগ্যতা।
-
উদাহরণ: ‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে’ — রোদ কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না, তাই বাক্যটির ভাব প্রকাশ যোগ্য নয়।
-
পরিপূর্ণ বাক্য (যোগ্যতাসম্পন্ন): বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে।
0
Updated: 1 month ago
’দিগন্ত’ কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
Created: 2 months ago
A
ব্যঞ্জন + স্বর
B
স্বর + স্বর
C
স্বর + স্বর
D
ব্যঞ্জন + ব্যঞ্জন
’দিগন্ত’ শব্দটি (ব্যঞ্জন + স্বর) নিয়মে গঠিত।
যেমন-
- ক/চ/ট/ত/প + স্বর = গ/জ/ড (ড়)/দ/ব।
- যেমন
- দিক্ + অন্ত = দিগন্ত,
- সৎ + উপায় = সদুপায়
- স্বরধ্বনিগুলো ঘোষবৎ হয়। এখানে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি (ক, চ, ট, ত, প) পরিবর্তিত হয়ে ঘোষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।
উল্লেখ্য,
- ব্যঞ্জনসন্ধি
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
• পরি+ছেদ = পরিচ্ছেদ (স্বর + ব্যঞ্জন) ।
• চলৎ+চিত্র = চলচ্চিত্র (ব্যঞ্জন + ব্যঞ্জন) ।
0
Updated: 2 months ago
'ঝড়ো কাক' বাগ্ধারার অর্থ-
Created: 1 month ago
A
পোষ্য-ভারাক্রান্ত
B
সমমনা
C
জমকালো কিন্তু বেমানান
D
বিপর্যস্ত অবস্থা
'ঝড়ো কাক' বাগ্ধারার অর্থ হলো বিপর্যস্ত অবস্থা। এর alongside আরও কিছু বাগ্ধারা রয়েছে যেগুলোর ভিন্ন অর্থ রয়েছে।
-
ছা-পোষা: পোষ্য-ভারাক্রান্ত
-
ঝাঁকের কই: সমমনা
-
জবরজং: জমকালো কিন্তু বেমানান
উৎস:
0
Updated: 1 month ago
'বিষবৃক্ষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 2 months ago
A
প্রতিবন্ধক
B
অনিষ্টকারী
C
অদৃশ্য বস্তু
D
নষ্ট করা
বাংলা কথাবার্তা ও প্রবাদসমূহ
-
বিষবৃক্ষ
-
অর্থ: অনিষ্টকারী
-
বাক্য উদাহরণ: চোরের ছেলে বাটপাড় হয়েছে—বিষবৃক্ষের ফল আর কী হবে?
-
-
পথের কাঁটা
-
অর্থ: প্রতিবন্ধক
-
-
ডুমুরের ফুল
-
অর্থ: অদৃশ্য বস্তু
-
-
মাথা খাওয়
-
অর্থ: নষ্ট করা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago